Adobe After Effects দিয়ে তৈরী দারুন একটি ভিডিও। দেখে নিতে পারেন হয়তো কোন কিছু শিখতে পারবেন।

নমস্কার, সবাই ভাল আছেন তো। অনেক দিন পরে ফিরে আসলাম। টেকবন্ধুদের সাথে শেয়ার করব দারুন চোখ ধাধানো ভিডিও। সবাইকে সুভকামনা জানিয়ে শুরু করছি আজকের টিউন। যদি কোন ভুল হয় তবে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। আজকে শেয়ার করব  Adobe After Effects দিয়ে আমার তৈরী করা একটি ভিডিও। আমি Adobe After Effects CS6  ব্যবহার করি। চাইলে আপনার Adobe After Effects  যে কোন ভার্ষন দিয়ে এই রকম ভিডিও তৈরী করতে পারবেন। আমাদের দেশে মুভিতে তেমন VFX ব্যবহার করে না। কারন বাংলাদেশে তেমন VFX  Editor নেই হাতে গোনা কয় একজন মাত্র। চাইলে আপনিও হতে পারেন  VFX  Editor। Adobe After Effects দিয়ে কাজ করে অনেক মজার মজার,হরর ভিডিও তৈরী করতে পারে। আমার কাজ করা 2 টি টেলিমুভি  এবং 120 টার মত ম্যাজিক ভিডিও আছে। তেমন শারা না পাওয়ায় টিউটোরিয়াল দেয়া হয়নি। যদি ভাল শারা পাই তবে আপনাদেরকে শিখাব আমি যতটুুকু জানি। কিছু দিনের মধ্যেই টিউটোরিয়াল বানানো শুরু করব এবং প্রতি দিন 2 টি করে টিউটোরিয়াল আপনাদের উপহার দিব।

আজ আর বেশি লিখব না। সবাই ভাল থাকবেন।

ফেসবুকে আমি 

আমার ইউটিউব চ্যানেল ভাল লাগলে সাবক্রাইব করে রাখুন।

 

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Eigula kichu name just ektu test . apni Chile chorma key(green, blue screen) effect r cgi kore kichu dekhate paren

অবশ্যই দেখাব,,,