ফটোশপে মজা [পর্ব-৩৮] :: নিজের বুদ্ধিতে বানিয়ে ফেলুন ঈদ মোবারক GIF ইমেজ, আনন্দ পাবেন

ফটোশপে মজা

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ত্যাগ তীতিক্ষার মধ্য দিয়ে আগামীকাল পালন হবে পবিত্র ঈদুল আযহা, সকলে মনের আশা পূর্ণ করুক রাব্বুল আলামীন।। সবাই কেমন আছেন অনেক দিন পর আবার লিখলাম। এবারও এনিমেশন নিয়ে। যারা ফটোশপে ভালো কাজ করতে পারেন তারা নিজের বুদ্ধি খাটিয়ে অনেক রকম এ্যানিমেশন তৈরী করতে পারেন, আর এতে আনন্দ অনেক কারন নিজের তৈরী নিজের বুদ্ধির মাধ্যমে করার বলে। অনেক সাইট আছে যা থেকে এ্যানিমেশন তৈরী করা যায় তবে তাতে মনে আনন্দ বা সাফল্য থাকেনা কারন রেডিমেট তৈরীত তাই। আসুন তৈরী করি আমি আপনাদের ফটোশপে ফ্রেম তৈরীর ধাপগুলি দেখাব আপনি এটা লক্ষ করে তৈরী করে নিবেন অনেক সোজা।

আমি নিম্নে ফটোশপে তৈরী করা ফ্রেমগুলি দিয়ে দিলামঃ

ফ্রেম-১ দেখুন 300*300 পিএক্স সাইজের একটি ডকুমেন্ট নিয়েছি। তার পর একটি মনের মত ব্যাকগ্রাউন্ড সেট করুন যে কোন ইসলামিক প্রতীক ব্যবহার করতে পারেন। তার পর সবাইকে লিখাটি লিখুন, এর পর ঈদ কথাটি লিখুন ঠিক জায়গায় সেট করুন চিত্রের মত ছোট করুন কন্ট্রোল+টি চেপে এর পর সেভ করুন জেপিজে ফরমেটে।

ফ্রেম-২ এখন ঈদ শব্দটিকে আরো একটু বড় করুন তারপর জেপিজে তে সেভ করুন।

ফ্রেম-৩ এখানেও আরো একটু বড় করুন জেপিজেতে সেভ করুন।

ফ্রেম-৪ আরো একধাপ বড় করুন সেভ করুন জেপিজে তে। আপনার চোখের আন্দাজ রাখবেন।

ফ্রেম-৫ এখানে ঈদ শব্দটির কাজ শেষ এবার মোবারক শব্দটি টাইপ করুন আগের মত ছোট করুন সেভ করুন জেপিজে তে।

ফ্রেম-৬ এবার একটু বড় করুন সেভ করুন জেপিজে তে ।

ফ্রেম-৭ একই পদ্ধতি অবলম্বন করুন

ফ্রেম-৮ একই পদ্ধতি অবলম্বন করুন

ফ্রেম-৯ একই পদ্ধতি অবলম্বন করুন

এর পরের কাজ যেটা করব তাহলো বিভিন্ন কালারের তারকা ঝিলিক দেয়ার জন্য নিম্ন পদ্ধতিতে অবলম্বন করব।

ফ্রেম-১০ এবার নতুন একটি লেয়ার নিন ফরওয়ার্ড কালার বক্স হতে যে কোন উজ্জল কালার সেট করুন এর ব্রাশ টুলসটি সিলেক্ট করুন অপাসিটি এবং ফিল অপাসিটি 100 করে থাকবে। এবার ব্রাশ অপশন থেকে তারকার মত দেখায় এরকম ব্রাশটি সিলেক্ট করুন তারপর যে নতুন লেয়ারটি নিয়েছেন সেটা সেট রেখে ব্যাকগ্রান্ডের উপর মাউস দিয়ে ক্লিক করতে থাকুন চিত্রের মত করে। মনে রাখবেন এই লেয়ার যেন মূল ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে থাকে এর কারন লেখার উপর তারকা চিহ্নগুলি পরবেনা। সেভ করুন জেপিজে তে ।

ফ্রেম-১১  এর জন্য আরো একটি নতুন লেয়ার নিন এটা 10নং লেয়ারের উপরে থাকবে 10 নং লেয়ারের চোখের আইকনটি হাইড করে দিন তাহলে 10নং লেয়ারের তারকাগুলি হাইড হবে, তা না করলে 10নং টি সেভ করে ডিলিট করে দিন। 11নং লেয়ারে নতুন কালারের তারকা উপরের ন্যায় বানিয়ে ফেলুন। সেভ করুন জেপিজে তে।

ফ্রেম-১২ উপরের একই পদ্ধতি অবলম্বন করুন সেভ করুন জেপিজে তে।

ফ্রেম-১৩ উপরের একই পদ্ধতি অবলম্বন করুন সেভ করুন জেপিজে তে।

ফ্রেম-১৪ এই ইমেজটিতে আপনার শুভেচ্ছা বার্তা লিখতে পারেন এবং আপনার নাম সহ তার পর বিভিন্ন কালার যোগ করে নিতে পারেন। এবাবে আপনার পুরো 14 টা ফ্রেমকে 1-14 পর্যায়ক্রমে নাম দিয়ে সেভ করুন।

সেটিংঃ এখানে আমরা ফটোশপে নির্মিত ফ্রেমগুলিকে একত্রিত করব একটি সফট ওয়্যার এর মাধ্যমে যা অনেক সোজা। এই সফটির নাম হলো

ইউলিড জি আই এফ এ্যানিমেটর এটা যদি আপনার আয়ত্তে না থাকে তা হলে আমার ব্লগ সাইট থেকে নামিয়ে নিবেন।

http://www.walidstudio.blogspot.com

নিচের সেটিং এ দেখুন কি ভাবে আমি ফ্রেমগুলি সেট করেছি। প্রথমে সফট ওয়্যারটি ইন্সটল করে ওপেন করুন এবার মেনুবারের নিচে স্ট্যান্ডার্ড টুলস বক্স হতে নিউতে ক্লিক করুন। মনে রাখবেন আপনার ফ্রেম যত পিএক্স ফটোশপে সাইজ করেছেন ঠিক একই পরিমাণ সাইজ আপনাকে দৈর্ঘ্য*প্রস্থ দিতে হবে। এর পর ওকে দিলে নতুন ডকুমেন্ট পাবেন। স্ট্যান্ডর্ড টুলস বার হতে এড ইমেজে ক্লিক করুন সেখান হতে  1নং ফ্রেমটি সেট করে ওপেন করুন আর দেখুন ফ্রেম-1 এর আপনার ইমেজটি সেট হয়ে গেছে। এবার নিচে দেখুন কতগুলি আইকন আছে সেখান হতে এড ফ্রেমে ক্লিক করুন আরেকটি নতুন ফ্রেম যোগ হবে তারপর এড ইমেজে আবার ক্লিক করুন 2নং ফ্রেমটি ওপেন করুন দেখুন 2নং ফ্রেমে ইমেজটি যোগ হয়েছে। একই প্রক্রিয়ায় সবগুলি ফ্রেম যোগ করুন।

এবার ফ্রেমের স্পীড বাড়াবার বা কমানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করুন যেমনঃ 4নং ফ্রেমে ডাবল ক্লিক করুন ফ্রেম প্রোপ্রার্টিজ আসবে এখানে আপনি রেট দিন 30 পর্যায়ক্রমে 9নং এ দিন300 এবং 10, 11, 12, 13, 14 নং এই চারটিতে দিন যথাক্রমে 30 বাকি 15নং টি দিন 300 ব্যাস এবার প্রিভিউ করুন দেখুন মজা। ফাইল মেনু থেকে সেভ এজ এ তারপর জিআই এফ এ সেভ করুন।

আমার কাজ শেষে নিচের প্রদর্শনী দেখুন কেমন হলো। বিস্তারিত লিখতে পারিনাই কারন অনেক হয়ে যাবে, তাই যারা ফটোশপে পারদশিী তারা এই কাজটি ঠিকই পারবেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করলাম শুভ বিদায়।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে

Level 0

ধন্যবাদ হোছাইন আহম্মদ ভাই।

Level 0

vai, apni jinish e akpis, hebby hoise, niceeeee

Level 0

so, thank you dia soto korlam na

Level 0

Bhi software ar licence ki dewa jabe ? dele opkar hobe

Level 0

ভাল হয়েছে, ধন্যবাদ।