বাছাই করা কয়েকটি ছবির Background এবং Broder (আজই নিয়ে নিন)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কয়েকটি ছবির Background এবং Broder

এই বর্ডার আর ব্রাকগ্রাউন্ড আপনার ছবিকে ফুটিয়ে তুলবে সুন্দর ভাবে।
তাহলে এখান থেকে Broder/ Background গুলো ডাউনলোড করে নিন। সাইজ ২৭.৭ মেগাবাইট।

ডাউনলোড করে ফটোশপে আপনার ছবি ও একটি বর্ডার/ব্রাকগ্রাউন্ড ওপেন করুণ।

এবার টুলবার থেকে Move থেকে সিলেক্ট করে Broder / Background কে ছবির উপর ছেড়ে দিন এবার ছবির উপর সঠিক ভাবে বসিয়ে দিন।

এবার ফাইল গিয়ে সেভ করে রাখুন।

ভাল লাগলে মন্তব্য জানাতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hossain Vai apnar chobi besh sonor hoyeche

অনেক সুন্দর এবং কাজের টিউন। ভাই স্টুডিওতে ফটোশপে যে কাজগুলো করা হয় তার অনেক দ্রুত এবং সাজানো গুছানো। ওই ধরনের কাজগুলো শেখার কোনো ইবুক থাকলে শেয়ার করলে অনেক ভালো হতো। প্রিন্ট করার জন্য passport size, 34,4r etc এগুলোর মাপগুলো জানালে ভালো হতো।

অনেক সুন্দর এবং কাজের টিউন। ভাই স্টুডিওতে ফটোশপে যে কাজগুলো করা হয় তা অনেক দ্রুত এবং সাজানো গুছানো। ওই ধরনের কাজগুলো শেখার কোনো ইবুক থাকলে শেয়ার করলে অনেক উপকার হতো। প্রিন্ট করার জন্য passport size, 34,4r etc এগুলোর মাপগুলো জানালে ভালো হতো।

    Level New

    I@Emrul islam: @Emrul islam: ১। Stamp Photo Size = (.8″×1″)
    ২। Passport Photo Size = (1.52″×1.9″)
    ৩। 3R Photo Size = (3.5″×5″)
    ৪। 4R Photo Size = (4″×6″)
    ৫। 5R Photo Size = (5″×7″)
    ৬। 6R Photo Size = (6″×8″)
    ৭। 8R Photo Size = (8″×10″)
    ৮। 8L Photo Size = (8″×12″)
    ৯। 10R Photo Size = (10″×12″)
    ১০। 10L Photo Size = (10″×15″)
    ১১। 12R Photo Size = (12″×16″)
    ১২। 12L Photo Size = (12″×18″)
    ১৩। 16R Photo Size = (16″×20″)
    ১৪। 20R Photo Size = (20″×24″)
    ১৫। 20L Photo Size = (20″×30″)

    @Emrul islam: আমিও স্টুডিতে কাজ করেছি এবং এখনো টুকটাক করি আসলে ক্যামেরা যদি ভাল হয় তাহলে ছবি তুললে আর বেশি কাজ করতে হয় না অল্প কাজেই ছবি ফুটিয়ে উঠে। ফটোশপের কিছু প্লাগইন্স দ্বারা ছবিকে সুন্দর করা যায় এগুলো স্টুডিতে ব্যবহার করা হয়। আর আপনি আমার ফটোশপ যাদুর সবগুলো টিউন অনুসরণ করুণ আশা করি আর ফটোশপের উপর কোণ PDF বই লাগবেনা। আর ছবির সাইজ সম্পর্কে জানতে আমার এই টিউন অনুসরণ করুণ https://www.techtunes.io/adobe-photoshop/tune-id/186915 @ ধন্যবাদ

Error (509)
This account’s public links are generating too much traffic and have been temporarily disabled!

Apner opakhay tai chilam.
Thanks

হোছাইন আহম্মদ ভাই অসংখ্য ধন্যবাদ সাথে Ridwan Ahmad ভাইকেও।

ভাই লিঙ্ক ডেড। যদি আবার দেন ভাল হয়।