ফটোশপ এর যাদু [পর্ব-৫৬] :: ছবির 3D Box তৈরি করুন ফটোশপে

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ আমরা শিখব কিভাবে ছবি দিয়ে 3D Box তৈরি করা যায় তার নিয়মঃ


প্রথমে ফটোসপ চালু করুন। তারপর যে ছবিকে গুলো দিয়ে 3D Box তৈরি করবেন সে ছবিটি ফটোশপে ওপেন করুন।

এবার লেয়ার থেকে ছবি টি সিলেক্ট করে কি-বোর্ড থেকে Ctrl+T press করুন তাহলে ছবি সিলেক্ট হবে। তারপর ছবির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Distort বাটনে ক্লিক করুন।

এবার ছবিকে 3D Box এর মত ড্রাগ করুন। যতক্ষন না 3D Box এর মত না হবে।

এবার কাজ করা ছবিটির একটি Duplicate লেয়ার নিন নিচের মত করে।

এবার কি-বোর্ড থেকে Ctrl+T press করে নিচের মত করে দিন।

তাহলে ছবিটি নিচের মত হয়ে যাবে।

এবার আবার ছবি কে Duplicate লেয়ার তৈরি করে নিচের মত বসিয়ে দিন।

এবার কাজের সবগুলো লেয়ার কে একসাথে করে Blending Option বাটনে ক্লিক করে নিচের মত কাজ করে Ok করুন।

ব্যাস তৈরি হয়ে গেল একটি সুন্দর ছবির 3D Box কোন প্রকার সফট ছাড়া।

ইনশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nic ………… tnxx

খুব সুন্দর টিউন। অনেকদিন থেকে খুজছিলাম। অনেক ধন্যবাদ।

নতুন কিছু সিকলাম… আপনাকে ধন্যবাদ।

খুব সুন্দর টিউন,নতুন জিনিস শিখলাম