Adobe Photoshop Ps [পর্ব-০৫] :: Photoshop Tutorial- How to Chang Background and Chang Color Effect Ps ভিডিও টিয়োটোরিয়াল।

বন্ধুরা সবাই ভাল আছেন তো। আশা করি সবাই ভাল আছেন আজ আমি আজকের আলোচনার বিষয় হচ্ছে কি ভাবে ফটোসোপ দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। কি ভাবে কালার ইফেক্ট দিবেন। বিভিন্ন ইফেক্ট দিয়ে চমকে দিন কাছের বন্ধুকে বান্ধবীকে। আমি ফটোসোপ সি এস 6 দিয়ে কাজ করছি। আপনাদের সুবিধার জন্য টিয়োটোরিয়াল উপহার দিব। বন্ধুরা কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

 Adobe Photoshop Ps

কি ভাকে দিবেন এই রকম ইফেক্ট

  • এর জন্য তিন টি ছবির দরকার  হবে।
  • একটি মেঘময় আকাশের ছবি।
  • আপনার নিজের ছবি।
  • আর একটি সমূদ্রের ছবি।
  • আরো সুন্দর ভাবে শিখতে চাইলে আমার দেয়া টিয়োটোরিয়াল ফলো করুন।

Adobe Photoshop Ps দিয় কাজ করার মজাটাই আলাদা। এক বার কাজ করে দেখুন। আপনি যদি এই একটি কাজ পারেন তা হলে এই রকম আরো হাজারটা কাজ করতে পারবেন। দেরি না করে এখনি টিয়োটোরিয়াল দেখে শিখে ফেলুন।

আমার দেয়অ টিয়োটোরিয়াল টি সরাসরি এখান থেকে দেখুন। ভাল লাগলে আমার চ্যানেলটি সাবক্রাইব করুন। সবাই ভাল

থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমাকে কিছু বলতে চাইলে আমার ফেসবুকে চলে আসুন।

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস