বাংলা ফটোশপ টিউটোরিয়াল ফান্ডামেন্টাল [পর্ব-০৪] :: পেন টুল

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। 🙂 আজ হাজির হলাম পেন টুল বিশয়ক টিউটোরিয়াল নিয়ে।

ফটোশপ বিখ্যাত হওয়ার পিছনের কারণ সমুহের মধ্যে পেন টুল অন্যতম। নিউবিদের কাছে পেন টুল একটু বিব্রতকর লাগতে পারে। তবে একবার শিখে গেলে এটাই হয়ে উঠবে আপনার পছন্দের টুল।

পেন টুল ব্যবহারের সময় এর অঙ্গ টুল গুলিও ব্যবহার করতে হয়। সেগুলো হচ্ছে-

  • পাথ সিলেকশন টুল
  • ডাইরেক্ট সিলেকশন টুল

পাথ সিলেকশন টুল পেন টুলে দিয়ে অঙ্কিত রাস্তা মুভ করানোর কাজে এবং ডাইরেক্ট সিলেকশন টুল অ্যাংকর পয়েন্ট মুভ করানোর কাজে ব্যবহার করা হয়।

পেন টুল শুধু পারফেক্ট সিলেকশনই নয়, বরং আরও স্পেশাল fx সহ অ্যাডভানস লেভেলের কাজ করা যায়। কিন্তু এইটা যেহেতু ফান্ডামেন্টাল টিউটোরিয়াল সিরিজ, তাই শুধু মাত্র সিলেকশন এবং বেসিক ব্যবহার দেখানোর চেষ্টা করেছি।

আশা করি ভাল লাগবে। 🙂

ভিডিওটি দেখে কিছু যদি বুঝতে সমস্যা হয়, তাহলে টিউনমেন্টে জানান।

পেন টুল একটি গুরুত্বপূর্ণ টুল। তাই একটু ধৈর্য সহকারে দেখবেন।

[আর হ্যাঁ, আমি সবজান্তা না, তাই ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🙂 ]

ভিডিওটি ভাল লাগলে একটি লাইক আশা করতেই পারি। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিওর আপডেট পেতে।

ধন্যবাদ সবাইকে। 🙂

Level 0

আমি Mahmudul Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সম্পর্কে বলারমত কিছু নেই। এক কথায় আনস্মার্ট বয়। :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস