খুব সহজে আয় করুন আপনার blog বা website থেকে আয়ের পরিমাণটাও একটু বেশী

টেকটিউনস এ আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই? আশা করছি এই টিউনের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন। প্রায় সময়ই দেখা যায় আমাদের ব্লগ বা সাইট থাকলেও সেইখান থেকে আয় করাটা দুরহ হয়ে পরে। ব্লগ বা সাইট থেকে আয়ের অনেক উপায় আছে জার মধ্যে ১টা হল সাইটে বিজ্ঞাপণ প্রদর্শন করে আয় করা। আপনার সাইটে যদি আপনি এড পাবলিশ করে আয় করতে চান তাহলে আপনাকে যেকোনো এড নেটওয়ার্ক এর সাথে জড়িত থাকতে হবে। তারা আপনার সাইটে এড দিবে আর আপনি তা পাবলিশ করে আয় করবেন।

এড নেটওয়ার্ক এর জগতে এডসেন্স এর উপর কেউ নাই। কিন্তু বর্তমান সময়ে এডসেন্স হল সোনার হরিন। এপ্রুভ হওয়ার আগে ঝক্কি ঝামেলার কথা তো সবাই জানেন, আর এপ্রুভ হওয়ার পর এটাকে টিকিয়ে রাখা হল আরও বড় ঝামেলার। দেখা যায় অনেকেই শত্রু বেশে আপনার সাইটে ঢুকে আপনার এডে উলটা পাল্টা ক্লিক করে আপনার এডসেন্স এর বারোটা বাজিয়ে দিবে। আর যদি ব্যান খান তাহলে যা কামাইছেন সবই গেল। এই সব কারনে আমি এডসেন্স ব্যবহারে কখনোই আগ্রহি ছিলাম না।

আজ আপনাদের সাথে একটি Publisher Ad Network এর সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, আর আয়ের পরিমাণটাও একটু বেশী প্রতি ক্লিকে কমপক্ষে $0.01 USD থেকে $0.10 USD এবং আপনার ওয়েবসাইটের প্রচারনা করতে পারবেন।

এই ওয়েবসাইট্টির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ওয়েবসাইটের ইনকামকৃত ডলার দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের প্রচারণা করতে পারবেন।

কিভাবে ইনকাম করবেন:

প্রথমে এখান থেকে sign up করে E-mail ভেরিফিকেশন করে নিন।

তারপরে লগিন করে আপনি যে সাইটে অ্যাড দিতে আগ্রহী সেই সাইটটি অ্যাড করুন। এডমিন প্যানেল থেকে এপ্রুভ হলেই আপনি অ্যাড কোড নিয়ে আপনার সাইটে বসাতে পারবেন। তবে একই আইপি থেকে অ্যাডে বার বার ক্লিক করবেন না, তাহলে আপনার একাউন্ট ব্যান হতে পারে।

$20 USD হলেই - বিকাশ, পেইজা, পেইওনিয়ার এবং স্ক্রিল এর মাধ্যমে টাকা উত্তলোন করতে পারবেন।

Level 0

আমি তরিকুল তরিকুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ব্লগস্পটে একাউন্ট খুলে দিব্বি চালিয়ে যাচ্ছি এডসেন্স নিয়ে, আমি লেখালেখি করি[link|http://bhootgoyenda.blogspot.com|ভালোবাসার গল্প] নিয়ে যেখানে আমি[sb] বাংলা গল্প কবিতা আর ই-বুক[/sb] নিয়ে কাজ করছি সাথে ফেবু টুইটার আর গুগল প্লাস দিয়ে সোস্যাল মিডিয়া মার্কেটিং করি দেখতে পারেন চাইলে [link|http://bhootgoyenda.blogspot.com|বাংলা ভালোবাসার গল্প]

খুব ভালো