আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমার মাথায় কিছুদিন ধরে একটা কথা ঘুরপাক খাচ্ছে তা হলো আমরা টপ লেবেল ডোমেইন থেকে সব ডোমেইন তৈরি করি।
টপ লেভেল ডোমেইন এ খুব সহজেই এডসেন্স পাওয়া যায়। আমি নিজেও পেয়েছি।
কিন্তু আমার সাবডোমেইন এখনো এপ্লাই করিনি, কোথাও ভরসা মূলক কোনো উত্তর পেলাম না তাই।
প্রশ্ন: সাবডোমেইন কি এডসেন্স গ্রহণ করে কিনা?
যদি গ্রহণ করে কিভাবে সাবডোমেইন এড করবো পুরাতন এডসেন্স / নতুন এডসেন্স এ জানালে উপকার হত।
ইনশাল্লাহ আমি টেকটিউনস এ ইউনিক টিউন করার চেষ্টা করবো।
সবাই ভালো থাকবেন।
আমার ওয়েবসাইট: http://www.roddurtech.com
আমি সফিক মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নাম সবাই দেখতে পারছেন তা আর নাই বললাম। ঢাকা আমার গ্রাম, প্রোগ্রামিং আমার সখ, অ্যাপস ডেভেপমেন্ট নিয়ে কাজ করছি বর্তামনে। মোটামুটি SEO করি এবং WordPress Customaization করি। পড়াশুনা করছি পাশাপাশি কাজ করছি। যে কোনো প্রয়োজনে মেইল করতে পারেন। ইমেইল: [email protected] সবার দোয়া প্রার্থী