পরিবর্তন করুন আপনার ANDROID ফোন এর IMEI Number আর হয়ে যান Raja Natwarlal No Pc Needed

আশাকরি সকলেই খুব ভালো আছেন। আজ আর একটাও বারতি পেচাল মারবনা। সোজা কাজের কথায়।

আপনারা জানেন যে IMEI Number কি জিনিস। আসলে IMEI হল ফোন এর ID Number। এই নম্বর টি আপনার ফোন এ ফোন নির্মাতা কম্পানি বসিয়ে দিয়েছে। এই নম্বরটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ফোন টি হারিয়ে গেলে বা আপনার ফোন টির মাধ্যমে কোন ক্রাইম করা হলে যার সাহায্য নিয়ে আপনার ফোন টি খুঁজে বাহির করা হবে তা হল এই IMEI NUMBER। আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে আমি দেখাবো যে আপনি কি ভাবে এই নম্বরটি পরিবর্তন করবেন।

নোট ঃ IMEI NUMBER পরিবর্তন করা আইন সম্মত নয়। এই  টিউটোরিয়ালটি শুধু মাত্র শেখার জন্য। দয়া করে এটির অপব্যবহার করবেন না।

IMEI NUMBER পরিবর্তন করতে এ খানে আপনাকে আপনার ফোনটি কম্পিউটার এ সংযোগ করতে হবে না। কিন্তু আপনার ফোন টি রুটেড হতে হবে। এখন নিচের ধাপ গুলো অনুশরন করুন।

Write IMEI of your Android phone with secret code in Engineering mode:-

১. আপনার ফোনের ডায়ালার এ এই নাম্বারটি প্রবেশ করান, *#7465625# or * # * # 3646633 # * # *

২. এখন আপনার Call Pad Or Connectivity Option টি তে টাপ করুন। [you have to slide the screen]

1st screen

৩. এই বার CDS Information (Common data service information) এ টাপ করুন।

৪.  CDS Information এ টাপ করার পর Radio Information নামে একটি OPTION আসবে। সেখানে টাপ করুন।

৫. আপনার ফোনটি যদি DUAL SIM হয় তাহলে এই বার আপনি উপরের ছবিটির মত দুইটি OPTION দেখতে পাবেন। এবার সেই OPTION টি নির্বাচন করুন যেটার IMEI NUMBER আপনি পরিবর্তন করতে চান।

৬. এইবার আপনাকে এই পদ্ধতিতে নতুন IMEI NUMBER প্রবেশ করাতে হবে, “AT +EGMR=1, 7, ”IMEI_1” and “AT +EGMR=1, 10, ”IMEI_2” (replace IMEI_1 and IMEI_2 with your IMEI no) 

for Example :- “AT =EGMR=1, 7”9100XXXXXXXXXXXX”

এবং সেন্ড কমান্ড বাটন এ টাপ করুন।

ব্যাস আপনার কাজ শেষ। আপনি ইচ্ছা মত IMEI NUMBER ইউজ করতে পারবেন। তবে আমি এখানে আজ শুধু ANDROID ফোন এর IMEI পরিবর্তন করে দেখালাম। তবে যে কোন ফোন এর IMEI পরিবর্তন করা সম্ভব। আপনারা চাইলে আরেকদিন CHANGE ALL PHONE IMEI NUMBER টিউন টি করব। ভালো থাকুন। আবার নতুন কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব।

কোন প্রকার সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

হিন্দি/ ইংলিস মুভি, এইচডি ভিডিও, ডেক্সটপ ওয়ালপেপার ডাউনলোড করতে চাইলে আমার ডাউনলোড সাইট টি ঘুরে আসুন। ভালো লাগবেই MUST!

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস