পরিবর্তন করুন স্টার্ট বাটনের নাম

আমরা বেশির ভাগ ব্যবহারকারী উইন্ডোজ অপারেটিং সিসেটম ব্যবহার করি। উইন্ডোজের ডেস্কটপের নিচের দিকে যে সোজা বারটি আছে একে টাস্কবার বলে আর টাস্কবারের বামদিকে যে বাটনটি আছে একে স্টার্টবাটন বলে, এটা আমরা সবাই জানি। তবুও বললাম আর কি। তো দেখুন স্টার্ট বাটনে Start লেখা দেখা যাচ্ছে। আপনি চান এটি পরিবর্তন করে আপনার নাম লেখতে, তাই না? হ্যাঁ তাই তো আপনাদের জন্য আমার এই টিউন। আসুন এবার কাজে,

নাম পরিবর্তন করতে আপনাকে উইন্ডোজের Explorer.exe ফাইলটি মডিফাই করতে হবে। এজন্য আপনাকে ‘রিসোর্স হ্যাকার’ নামের সফটওয়্যারটি প্রয়োজন হবে। সফটওয়্যারটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন। উইন্ডোজের যে কোন ফাইল বা ফোল্ডার পরিবর্তন করা অত্যান্ত ঝুঁকিপূর্ণ। কারণ ফাইলের সমস্যা হলে আপনার ব্যবহৃত উইন্ডোজটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সর্তকতার সাথে পরিবর্তন করুন, পরিবর্তন করতে গিয়ে কোন অঘটন ঘটলে লেখক দায়ী নয়।

১। রিসোর্স হ্যাকার সফটওয়্যারটি চালু করুন।

২। File Menu >>> Open এ ক্লিক করুন।

৩। C:\Windows\explorer.exe ফাইলটি খুলুন। এর আগে ফাইলটি ব্যাকআপ করে রাখুন।

৪। বামদিকের প্যানেল থেকে String Table >>>37 >>> 1033 >>> 578 কলামে যান।

৫। এবার Start এর পরিবর্তে Wonderboy লিখুন এবং Compile Script বাটনে ক্লিক করুন।

৬। আবার String Table >>> 38 >>> 1033 >>> 595 এ যান।

৭। Start এর পরিবর্তে Wonderboy লিখুন এবং Compile Script বাটনে ক্লিক করুন।

৮। এবার File >>> Save as এ ক্লিক করুন এবং wonderboyexplorer.exe নামে সেভ করুন।

৯। রিসোর্স হ্যাকার সফটওয়্যারটি বন্ধ করুন এবং রেজিষ্ট্রি এডিটর খুলুন (Start >>> Run এ গিয়ে Regedit লিখে এন্টার করুন)।

১০। HKEY_LOCAL_MACHINE\Software\ Micreosoft\Windows NT\CurrentVersion\Winlogon যান।

১১। ডান দিকে অনেকগুলো ফাইল দেখতে পাবেন, এখানে Shell নামের ফাইলটি ডাবল ক্লিক করুন।

১২। এবার explorer.exe এর পরিবর্তে wonderboyexplorer.exe লিখে এন্টার করুন এবং রেজিষ্ট্র এডিটর বন্ধ করুন।

সবশেষে কম্পিউটার রিস্টার্ট দিন।

সফটওয়্যারটি ডাউনলোড লিংক এখানে..................

ধন্যবাদ সবাইকে অনেক শুভেচ্ছা

মন্তব্য করা ছাড়া চলে যাবেন না.................

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Boraborer moto a ai Tune tio o valo hoyeche. Valo laglo Tune ti. Friends porte paren ai tune ti……….

https://www.techtunes.io/how-to/tune-id/52592/

ভালো লাগলো। এটা কী software ছাড়া অন্য কোন পদ্ধতিতে করা যাবে? যদি যায় তাহলে যেকেউ মন্তব্যে Share করুন।ধন্যবাদ

    আসলে ব্যাপারটা এরকম না যে আপনি খুব সহজে শুধুমাত্র সফটওয়্যারের সাহায্য নিয়েই নাম পরিবর্তন করছেন। তার সাথে সাথে আপনাকে রেজিস্ট্রি এডিটরে ঐ ফাইলটিকে ডিক্লেয়ারও করে দিতে হচ্ছে যে, পরিবর্তন করা এক্সপ্লোরার ফাইলটিকে নিয়ে কাজ করার জন্য।

    আপনি ইচ্ছে করলে যে কোন exe ফাইলকেও রিসোর্স হ্যাকারে প্রবেশ করিয়ে এডিট করতে পারেন।

    ঠিক আছে আমিও মাসপি ভাইয়ের সাথে একমত। রিসোর্স হ্যাকারের সাহায্যে আপনি যে কোন .exe ফাইল এডিট করতে পারবেন…… ধন্যবাদ

>>> Sorry ami avaba bangla likha avvosto na.
🙁

Vaia ata ki windows 7 a hoba ?
Okhana to kono text nai….

Level 0

ভালই লাগল……..)

ভাল

ভাল টিউন চালিয়ে যান……..

ভাই হয়নি ঘোড়াড় ডিম ও……..

    আপনি কি আমাকে অপমান করলেন??? যাক আল্লাহ তায়ালা আপনাকে হেদায়েত করুক। ভাল ভাবে দেখুন………………..

Level 0

ভালো লাগলো ভাই

Level 0

অনেক দিন ধরে এই জিনিসটা খুঁজছিলাম। আপনাকে ধন্যবাদ