হ্যাকিং লার্নিং :: আইপি(IP) এড্রেস কি? এর বিতর্কিত ব্যবহার – বিস্তারিত [অধ্যায়-৩]

হ্যাকিং লার্নিং

"ip" "internet protocol"

আইপি এড্রেস কি?

আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন।

আপনার নিজের আইপি এড্রেস দেখা :

  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন netstat -n
  • এন্টার চাপুন। একটি লিস্ট আপনার সামনে আসবে। লোকাল এড্রেসের দিকে খেয়াল করুন। যেটি প্রথমে আসবে সেটিই আপনার আইপি এড্রেস।

দ্বিতীয় নিয়ম : আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন http://www.whatismyip.com

একটি ওয়েবসাইট খুলবে। সেখানেই বড় অক্ষরে আপনি আপনার বর্তমান আইপি দেখতে পাবেন। নিচের লিস্টটি মনে রাখুন। পরবর্তীতে কাজে লাগবে।

ftp—->21
smtp—>25
dns—->53
http—>80
https—->81
pop3—->110
telnet—>23

নাম্বারগুলো হচ্ছে পোর্ট নাম্বার। এ সম্পর্কে পরে কোন এক সময় আলোচনা করা হবে।

"hack ip" "www.mahedi.info"

কোন ওয়েবসাইটের আইপি বের করার নিয়ম :

যদি আপনি কোন ওয়েবসাইট বা কোন ব্যক্তির একাউন্ট বা তার পিসি হ্যাক করবেন তাহলে সবর্প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে তার আইপি এড্রেস সংগ্রহ করা। যতক্ষন পযর্ন্ত না আপনি তার আইপি এড্রেস বের করতে পারছেন ততক্ষন পযর্ন্ত আপনি তার কি ই বা করতে পারবেন? এখন আপনাদের দেখাচ্ছি যেভাবে কোন ওয়েবসাইটের আইপি এড্রেস বের করবেন।

  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন tracert websitename
  • এন্টার চাপুন। এখন কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে আসবে।

আপনি সেখানে নীল রংয়ের কিছু লেখা দেখতে পাবেন। আপনি সেখানেই আপনার কাঙ্খিত আইপি এড্রেসিট দেখতে পাবেন। নীল লেখাগুলোর প্রথম লাইনেই আপনি আইপিটি দেখতে পাবেন। দ্বিতীয় লাইন সহ এভাবে সবোর্চ্চ ৩০টি হুপ দেখতে পাবেন।

হুপের ব্যাখ্যা :

যখন আপনি কোন ওয়েবসাইটে প্রবেশের চেষ্ঠা করেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য সেই ওয়েবসাইটের কাছে প্রেরন করেন যার প্রতিউত্তরে সেই ওয়েবসাইটটিও আপনার কাছে কিছু তথ্য প্রেরন করে (যার ফলাফল স্বরূপ আপনি ওয়েবসাইটটিকে দেখতে পান)।এই প্রক্রিয়াটি চলতেই থাকে। মনে করুন আপনি কমান্ড এরিয়ায় লিখলেন tracert yahoo.com

তখন আপনার এই তথ্যের প্যাকেজটি গুগলের সার্ভারে (যেখানে তথ্য জমা থাকে) যাবে।গুগলও আপনাকে এর প্রতিউত্তর পাঠাবে। যেহেতু গুগল একটি বড় সাইট সেহেতু এর অনেকগুলো সার্ভার রয়েছে। সুতরাং প্রতিউত্তরগুলো সেসকল সার্ভার থেকেই আসে। এবার আপনি আপনার কমান্ড এরিয়ায় লক্ষ করুন সেখানে সবোর্চ্চ ৩০টির মত আইপি হুপ রয়েছে। এতগুলো আসার মানে হচ্ছে, গুগল তার যতগুলো সার্ভার থেকে আপনার কাছে তথ্য প্রেরন করছে সেই সার্ভারগুলোর আইপি হুপই আপনি দেখতে পাচ্ছেন।

কমান্ড এরিয়ায় আপনি * ধরনের কিছু চিন্হ দেখতে পাবেন। এর মানে হচ্ছে এই যে সে স্থানগুলোতে ফায়ারওয়াল স্থাপন করা রয়েছে যাতে করে যে কেউ সহজে আক্রমন করতে না পারে।

সাধারন ভূল-ধারনা :

"google hack" "www.mahedi.info"

অনেকেই আছেন যারা মনে করেন যে ইন্টারনেট থেকে কোন উচ্চক্ষমতা সম্পন্ন স্পশর্কাতর তথ্য বা তথ্যাদি দেখা বা জানা যায় না। আসলে এটি ভূল ধারনা। মনে করুন ইন্টারনেটে অনেকেই হটফাইল বা রেপিডশেয়ারের প্রিমিয়াম একাউন্ট দেয়, যা থেকে আপনি উপকৃত হন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি জানেন না এই একাউন্ট কোথা থেকে দেয়া হয়েছে? আপনি ইচ্ছে করলেই এসব তথ্য জানতে পারেন।

যখন আপনি কমান্ড এরিয়ায় কোন ওয়েবসাইটের বিপরীতে nslookup লিখে এন্টার দিবেন তখন হয়ত এরকম লেখাও আসতে পারে যে You are now authentized to this route.

এ রকম কিছু লেখা দেখলেই আপনি বুঝে নেবেন যে, ওই ওয়েবসাইটে স্পশর্কাতর তথ্য রয়েছে। ওই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নিচের ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন।

ঐ সকল ওয়েবসাইটে শুধুমাত্র ওয়েবসাইটটির নাম দিয়েই আপনি এর আইপি, স্থান, মালিকের নাম, কবে কেনা হয়েছে, মেয়াদ কত দিনের, দৈনিক ভিজিটর সংখ্যা, নেম সার্ভার ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে পারবেন। তথ্য জোগাড় করা একজন হ্যাকারের প্রাথমিক কাজ। এটি না করলে আপনি কিছুই করতে পারবেন না। আশা করছি আপনারা কোন ওয়েবসাইটের ব্যাপারে প্রাথমিক তদন্তের কাজটি যথাযথভাবে করতে পারবেন। এতক্ষন আপনারা যা শিখলেন তা হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইট কেন্দ্রিক। পরবর্তী অধ্যায়ে আপনাদেরকে জানাব কিভাবে কোন ব্যাক্তিকে ট্রেস করবেন। সে পযর্ন্ত ভালো থাকুন।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by http://www.mahedi.info ট্যাগে পাবেন।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

মাহিদি ভাই,
IP হ্যাকিং করে লাভ কি?
IP হ্যাকিং করে কি করব?
আমার কাছে অনেক IP আছে এগুলো কি করব?
যদি IP হ্যাকিং করে কোন কিছু করা যায়, তাহলে কি ভাবে করতে হয়?
জানালে খুশি হব।

    Level New

    ধন্যবাদ মামুন ভাই আমার টিউন পড়ার জন্য।
    IP হ্যাকিং হচ্ছে কোন সাইট বা একাউন্ট হ্যাকিংয়ের প্রাথমিক ধাপ।
    আপনি বলেছেন আপনার কাছে অনেক IP রয়েছে। সেটা কোন ব্যাপার না।
    আপনি যে ওয়েবসাইট বা কারও ইমেইল আইডি বা কোন একাউন্ট হ্যাক করতে চাইলে সেই টার্গেট একাউন্টের IP লাগবে প্রথমে।
    তারপর অন্য কাজ। যেগুলো আশা করছি পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
    বুঝতে পেরেছেন নিশ্চয়ই।
    ভালো থাকবেন।

    ভাই চেইন টিউন আস্তে আস্তে সব পাবেন।

Level 0

ভাইয়া,খুব ই ভালো হচেছ টিউন গুলো। কিন্ত cmd থেকে আর website থেকে বের করা IP adress তো মিলছেনা।

    Level New

    ভাই তুর্জ, আমাদের দেশে এ সমস্যা একেবারে কমন।
    কারন কি বলেন তো?
    আমরা আসলে বেশিরভাগ জিপিআরএস নেট ব্যবহার করি। যেমন: জিপি ইন্টারনেট, বাংলালিংক ইন্টারনেট, রবি বা সিটিসেল জুম ইত্যাদি। তাই আপনি নিজের আইপি নিয়ে টেনশন না করে টার্গেট আইপি নিয়ে চিন্তা করুন। আর সমস্যাটা মূলত বাংলাদেশে।
    আপনি নিশ্চয়ই দেশের কোন ক্ষতি করবেন না? তাহলে তো কোন চিন্তাই নেই। বিদেশে এ ধরনের কোন সমস্যাই হয় না।
    পরবর্তী অধ্যায়ে বিষয়টি আরো ক্লিয়ার হবে আশা করছি।
    ভালো থাকবেন।

    amr o same problem..

Level 0

ধন্যবাদ। আচ্ছা আমার সাইট হ্যাক করছে কে…? আর্নিং স্কুল। 🙁

    Level New

    মেহেদী ভাই, আমিতো হ্যাকার না।
    ফেসবুকে দেখলাম আপনার সাইট হ্যাক হয়েছে।
    রোমেল ভাইকে আপনি হ্যাকারের ইমেইল আইডি দিয়ে দেখতে পারেন।

    Level 0

    ভাই আপনার সাইট কনটা হ্যাক হইছে ?

খুব ভালো … 🙂 চালিয়ে যান

    Level New

    ধন্যবাদ ইশতিয়াক।
    ভালো থাকো।

Level 2

চমৎকার টিউন। কিন্তু হ্যাকিং টুলস আর স্ক্রিপ্ট দেখলেই তো ভয় লাগে। কিভাবে বুঝব, যে হ্যাকিং টুলস আর স্ক্রিপ্টগুলো আমি আমার PCতে install করছি সেগুলো আমার PC-রই সিকিউরিটি break করছে না অথবা ভাইরাস ঢুকাচ্ছে না? Already আমি victim. ক্ষতির মধ্য আমার পিসিটা নষ্ট হয়েছিল আর কিছু ফালতু e-mail address হ্যাক হয়েছিল।

    Level New

    আপনাকেও চমৎকার ধন্যবাদ ভাই।
    আসলে আমরা যারা হ্যাকিং সম্পর্কে কম জানি তাদের তো একটু অস্বস্থি লাগারই কথা।
    যখন আপনি হ্যাকিং সম্পর্কে সাম্মক একটা ধারনা অর্জন করতে পারবেন তখন হয়ত এ ভয়টা আর থাকবে না।
    ভাই আমি নিজেও victim. আপনাকে সহানুভূতি জানাচ্ছি।
    ভালো থাকবেন।

আপনার নাম মনে হচ্ছে (M4H3D1 H454N) মেহেদী হাসান। যাই হোক আপনার চেইন টিউন আপনি চালিয়ে যান।
হ্যাকিং সম্পর্কিত আপনার টিউন থেকে যা শিখতে পারছি তার জন্য ধন্যবাদ দিয়ে শুকরিয়া আদায় করা যাবে না।
আপনি টেকটিউনসের 'হ্যাকিং গুরু'। শুভ কামনা রইল।

    Level New

    ইখতিয়ার ভাই, আপনি দেখি আমার নামের পোস্টমর্টেম করতে লেগে গেলেন…..lolzzz.
    আপনারা পাশে থাকলে টিউন করতে ভয় কিসের?
    আর ভাই আমি হ্যাকিং গুরু নই কেবল তো করলাম শুরু।
    শুভ কামনা রইল আপনার জন্যও।

    আপনিই তো আমার নামটা পোষ্টমর্টেম করে দিলেন কোন সফটওয়্যার ছাড়া : ইখতিয়ার থেকে ইশতিয়ার। হায় সর্বনাশ।

ভাই wifi/ wireless security key hacking কর েবা িকভােব?

    Level New

    খুব ভালো প্রশ্ন সালাউদ্দিন ভাই।
    আমার মনে হয় আপনি টেকটিউন্সে সার্চ দিলেই এ ব্যাপারে অনেক টিউন পাবেন।
    তাছাড়া আশা করছি পরবর্তীতে এ নিয়ে একটি অধ্যায় আপনারা পাবেন।
    দোয়া করবেন আমার জন্য।
    টিউন পড়ার জন্য ধন্যবাদ।

মেহেদী ভাই চালিয়ে যান। আমরা আছি আপনার পাশে।

    Level New

    আপনারা পাশে থাকলেই সাহস পাই।
    ভালো কোন রিসোর্স বা উপদেশ থাকলে জানাতে পারেন।
    আমিও শিখছি।
    ভালো থাকবেন।

খুবই সুন্দর। তবে সবার প্রতি অনুরোধ এটি শিখে কারও ক্ষতি করার চেস্টা করবেন না।

    Level New

    সহমত।
    ভালো থাকবেন।

অসাধারন হচ্ছে ভাই চালিয়ে যান । টিটিতে এই ধরনের টিউন এর বড়ই অভাব । তবে এইটা ঠিক ধিরে ধিরে টিটিতে আবার সেই আগের মত মানসম্মত টিউনাররা তাদের মানসম্মত টিউন নিয়ে হাজির হবে ।

আপনার নামটাও হ্যাক করা নামের মতো লাগছে । হা হা হা মজা করলাম ভাই । কিছু মনে করেন নাই তো?

    Level New

    না ভাই কিছু মনে করি নাই।
    আপনি আমার টিউন পড়েছেন দেখেই মনটা আরও ভালো হয়ে গেলো।
    শুভকামনা।

Level 0

ভাই আপনি তো বাজিমাত করে দিচ্ছেন! আমার মনে হয় IP change সম্পর্কেও লিখলে ভাল হয়।

    Level New

    আমার মনে হয় ip change সম্পর্কে এর পূর্বেই অনেক মানসম্পন্ন টিউন করা হয়ে গেছে।
    আপনি একটু কষ্ট করে টেকটিউন্সে সার্চ দিলেই তা খুজে পাবেন।
    তারপরেও চেষ্টা করব কোন এক ফাকে এ নিয়ে টিউন করতে।
    ভালো থাকবেন।

ভালো লিখেছেন… 😀 😀

Level 0

onek valo hosse tune gula, well done!! eto din e techtunes a valo hacking er tune dekhte passi:) Jaihok, tobe onek shohoje pry jekono website er IP ei site theke besr kora jai…

http://www.selfseo.com/

ekhane giye "Find IP address of a website" click kore oi target site er address dilei IP ber kore dibe:D

    Level New

    অনেক ধন্যবাদ ভাই।
    আমি আগে বলেছিলাম হ্যাকাররা কমিউনিটিতে বিশ্বাসী।
    ভালো কিছু পেলে অবশ্যই শেয়ার করবেন।
    আপনার লিংকটা মনে হচ্ছে ভালই।

Level New

খুব ভাল, । আমরা তো আইপি বদলাতে পারি, যেমন আমেরিকার আইপি নিতে পারি। কিন্তু সেগুলো কে PROXY বা VPN হিসেবে detect করে। আমরা কি আমেরিকার ISP দের আইপি গুলা ব্যবহার করতে পারিনা যেগুলো কেউ বুঝতে পারবেনা এবং সবাই সত্তিই ভাববে যে USA ip.

    Level New

    আপনিও খুব ভালো কমেন্ট করেছেন রোবায়েত ভাই।
    আইপি হাইড নিয়ে পরবর্তীতে একটি টিউন পাবেন আশা করছি।
    ধন্যবাদ।

অনেক সুন্দর লাগছে, খুব ধীরে ধীরে গুছিয়ে লিখছেন যাতে বুঝতে খুব সুবিধা হচ্ছে। চেইন টিউন যেহেতু করছেন তাই এরকম টিউন ই আশা করছি আপনার থেকে। কিন্তু এটা জানি যে কোন চেইন টিউন করা নর্মাল টিউন থেকে অনেক ঝামেলার, তাই টিটিতে অধিকাংশ চেইন টিউন ই মাঝপথে শেষ হয়ে গেছে বা ধুকে ধুকে মরছে। তাই আপনার প্রতি শুভ কামনা রইল, যেন আপনি এই গতিতে ও মানে চালিয়ে যেতে পারেন।

    Level New

    আপনাকে ধন্যবাদ।
    চেইন টিউনের ক্ষেত্রে এমনটা হতেই পারে। অনেকগুলো কারনে এমনটা হয়।
    হয়ত টিউনার ব্যাস্ত বা এর পরের রিসোর্স গুছাতে কাজ করে যাচ্ছে ইত্যাদি।
    তবে আপনারা পাশে থাকলে কোন চিন্তা নেই।
    ভালো থাকবেন।

Level 0

এই বিষয়ে জানার ইচ্ছা আছে । চালিয়ে যান । ধন্যবাদ

    Level New

    আপনাকেও ধন্যবাদ।

টিউনও সুন্দর, আপনার রিপ্লাইও সুন্দর।

ধন্যবাদ টিউনের জন্য।

    Level New

    আপনার নামটাও সুন্দর সায়েম ভাই।
    আপনাকে ধন্যবাদ আমার টিউন পড়ার জন্য।

হায় আল্লাহ! চমৎকার টিউন!! মাঝপথে থেমে যেয়েন না দয়া করে।

ভালো থাকবেন আর চেইন টিউন চালিয়ে যাবেন।

    Level New

    আপনিও চমৎকার কমেন্ট করেছেন মিনহাজ ভাই।
    ভালো থাকবেন।

Level 2

আপনার টিউন গুলো খুবই সুন্দর হচ্ছে। এতে অনেক কিছু জানা যাচ্ছে। সবগুলো ধারাবাহিকভাবে সংগ্রহে রাখলাম। …….. ধন্যবাদ।

    Level New

    আপনাকেও ধন্যবাদ জসিম ভাই।

আরো চাই বস
ধন্যবাদ

    Level New

    আরো পাবেন ইনশাআল্লাহ বস।
    ভালো থাকবেন।

Level 0

ottonto upokari tune. asha kori dharabahikota rakhben.

    Level New

    ধারাবাহিক রাখার চেষ্টা করছি তমাল ভাই।
    টিউন পড়ার জন্য ধন্যবাদ।
    ভালো থাকবেন।

আমার কম্পিউটারে তো স্টার্ট নামের কিছু নাই, Menu নামের একটা জিনিস আছে। তাতে আবার Command Prompt নাই, সে জায়গায় Terminal নামের একটা জিনিস আছে…। আমি কি করব?

    Level New

    আপনার অপারেটিং সিস্টেম কি?
    আমি উইন্ডোজ ব্যবহারকারী তাই এ ব্যাপারেই জানি।
    ধন্যবাদ।

    লিনাক্স মিন্ট!

vaia, amar banglalion wimax modem r ip address change korar por r ager ip dekhai na. now ager ip address ta kemne set krbo????please janaben.thanks

    Level New

    আপনি মনে হয় ম্যানুয়ালী চেণ্জ করেছেন।
    এক্ষেত্রে পূর্বের আইপি পেতে হলে বাংলালায়ন মডেমটি পুনরায় ইনস্টল করুন আর সিস্টেম রিস্টোর করুন।
    ধন্যবাদ।

Level 0

ভাইয়া, আমি run->cmd তে গিয়ে netstat-n লিখলাম কিন্তু লেখা আসতেছে 'netstat-n' is not recognized as an internal or external command, operable program or batch file. কেন বুঝলাম না। ২য় লিংকটিতে ঢুকতেছে না।
আর tracert websitename দিলে লেখা আসে Unable to resolve target system name websitename. আর টিউটোরিয়াল গুলোর জন্য ধন্যবাদ।

Level 0

vaiya,
start cmd>run cmd kothai likhbo bujhlam na.please ektu janaben.

Level 0

চরম……… আপনাকে অসংখ্য ধন্যবাদ……

Level 0

darun jinish shuklam. thanks mehedi vai..

মামুন ভাই, আপনি কি বলবেন, আমার/ কোন ইমেইল এড্রেস কোন আইপি থেকে ব্যাবহার হচ্ছে তা কীভাবে জানতে পারবো?

আপনার টেকটিউনস তা অনেক ভালো লাগলো। আমার মতো অনেকেই অনেক কিছু শিখতে পারবে। আপনাকে ধন্যবাদ।

readnotify দিয়া পাঠানোর পর মেইল খোলা হলেও বলছে যে খোলা হয়নি,অনলাইন অবস্থায় মেইল খুলেছে এবং পিসি দিয়েই খুলেছে। আবার অন্য জায়গায় দেখলাম show original এ যেয়ে gmail এর IP ও দেখা যায়। বুঝতে পারছিনা কি করব।

ami hacking ar a to z sikhte chai ai jonno amar ki korte hobe.r a bapare kono boi suggest koren ki na.janale upokrito hobo.thanks 4 such type of great tune.

Level 0

Assalmualikum, vai ami janina apni amr comment ta paben ki na. I.P address e akta problem dekha diche cmd theke je I.p address pai ar apnar deoa website theke je I.p address pai duita alada alada. Can u help me about this?

Outstanding .