Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, এবার নোটিফিকেশন প্যানেল থেকেই চালু করুন যে কোন অ্যাপস

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । অন্যান্য টিউন গুলোর মতই, এই টিউনেও থাকছে আপনদের জন্য দারুন একটি অ্যাপস । আজ যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করবো, সেটি ব্যবহার করে আপনি আপনার Android ডিভাইসের পছন্দের অ্যাপস গুলো অনেক অল্প সময়ের মধ্যে চালু করতে পারবেন । তাহলে চলুন পরিচিত হই অ্যাপসটির সাথে ।

বার লান্সার (Bar Launcher)

অ্যাপসটির নাম Bar Launcher । লান্সার বলতে আমারা সাধারণত যেটা বুঝি, এটা আসলে সেরকম না । বার লান্সার ব্যবহার করে নোটিফিকেশন প্যানেলে পছন্দের অ্যাপস গুলো সেট করে রাখা যায় । আর আমরা জানি, ফোনের প্রায় অধিকাংশ অবস্থান থেকে নোটিফিকেশন প্যানেল ওপেন করা যায় । তাই অ্যাপসটি ব্যবহার করে পছন্দের এবং গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো সিলেক্ট করে রাখলে, অনেক দ্রুততার সাথে সিলেক্টেড অ্যাপস গুলো চালু করতে পারবেন । অ্যাপসটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও লাগবে । প্লে স্টোরে Bar Launcher ফ্রিতে পাওয়া যাবে, এবং রেটিং 4.3 ।

"প্লে স্টোর ডাউনলোড লিংক"

"ড্রপবক্স ডাউনলোড লিংক"

টিউনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । টিউন বিষয়ক জিজ্ঞাসার জন্য কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।

ফেসবুকে আমি  । আমার ব্লগ ।

Level 0

আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিশ দিলেন ভাই, ধন্যবাদ।

    Level 0

    @রাহাতুল ইসলাম: অপনাকেও অনেক ধন্যবাদ ।

ধন্যবাদ, Moyin ভাই।

    Level 0

    @রিয়াদ হাসান: আপনাকেও ধন্যবাদ ।

ফাটাফাটি একটা জিনিস ভাই

    Level 0

    @IHK শাওন: ধন্যবাদ, Apps টি আমারও অনেক পছন্দের।