Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, আমি তোমাকে জানি কিবোর্ড

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি। অন্যান্য টিউন গুলোর মতই, এই টিউনেও থাকছে আপনদের জন্য দারুন একটি অ্যাপস। Android ফোনে আমি সব সময় চেষ্টা করি নতুন অ্যাপস ব্যবহার করতে, কারন প্লে স্টোরে রয়েছে অসংখ্য অ্যাপস। আর এর মধ্যে কোন অ্যাপস ব্যবহার করে মজা পেলে, আপনাদের সাথেও শেয়ার করতে চেষ্টা করি। টিউনের শিরোনাম দেখে অবশ্যই বুঝে গেছেন, এই টিউনে আপনাদের জন্য দারুন একটি কিবোর্ড অ্যাপস রয়েছে। Android এর জন্য অনেক ধরনের অনেক স্ট্যাইলের কিবোর্ড অ্যাপস রয়েছে, আর তার মধ্যে থেকেই আপনাদের সাথে একটি ভালো লাগা কিবোর্ড অ্যাপস শেয়ার করছি।

আমি তোমাকে জানি কিবোর্ড (IKnowU Keybord)

টিউনের শিরোনামে আমি তোমাকে জানি কিবোর্ড দেখে অনেকেই বিব্রত হতে পারেন, অ্যাপসটির নাম I Know U Keybord বা IKnowU Keybord। কিবোর্ডটি ব্যবহার করে আপনি দারুন স্টাইলে ও সহজ ভাবে টাইপিং করতে পারবেন। কীবোর্ডটিতে রয়েছে দারুন কিছু ফিচার.

যেমনঃ- WordChunking,  Word and Phrase Prediction, Auto-correction, Re-correct, Gesturing,  AutoLearn,  Right or Left Handed Preference,  Voice to Text,  Multi-keyboards & Themes ইত্যাদি।
অ্যাপসটির প্লে স্টোর রেটিংঃ- 4.2 এবং মুল্যাঃ- $ 0.90। আরও বিস্তারিত জানতে প্লে স্টোরে ভিজিট করুন।

"প্লে স্টোর লিংক"

"ফ্রি ডাউনলোড লিংক"

টিউনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টিউন বিষয়ক জিজ্ঞাসার জন্য টিউমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমি। আমার ব্লগ

Level 0

আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো ই মনে হচ্ছে, বুঝা যাচ্ছে আপনি খুব সৌখিন মানুষ। ধন্যবাদ 😀

    Level 0

    @রাহাতুল ইসলাম: আপনাকেও ধন্যবাদ ।