এবার ছবি আঁকা আর বিদেশী ভাষা শিখেই ছাড়ব, দেখি কে আটকায়, সাথে রইল বোনাস কীভাবে এন্ড্রয়েডে কোনো এপ ছাড়াই ফাইল হাইড করবেন

হুম, বলেছিলাম না আবার ফিরে আসব? এসে গেছি। এখন ঘটনা হল বহু কষ্টে মায়ের মাথার পোকা নড়িয়ে দিয়ে একখান ফাটাফাটি এন্ড্রয়েড সেট পেয়েছি, তবে তার জন্যে আমার সাধের ল্যাপটপটাকে মায়ের কাছে রেখে দিতে হয়েছে। 🙁 কি আর করা, অনেক ঝামেলা করে এন্ড্রয়েড দিয়েই লিখছি। যাহোক, শুধু বকে সময় নষ্ট করে হবেটা কী? এমনিতেই প্রতিদিন একজন মানুষ ৮ ঘন্টা ঘুমোলে সারাজীবনে সে ২৩ ঘণ্টারও বেশী ঘুমায় তারপর আবার আমি আপনাদের আজে-বাজে কথা বলে সময় নষ্ট করছি, এই দেখুন আবার বকতে শুরু করে দিয়েছি। ধ্যাত! হুম তো আজকের লেখার কারন তো দেখতেই পাচ্ছেন, দুটো অসাধারণ এপ শেয়ার করব আপনাদের সাথে তাও আবার দুটোই সম্পূর্ণ বিনামুল্যে। তাহলে এবার বিদেশী ভাষা শিখেই নিন, কি বলুন? আমি অবশ্য শিখেছি স্প্যানিশ একটু একটু যেমন "Hola", "Usted", "Hombre"...

Duolingo:-

বৈদেশিক ভাষা শেখার জন্যে এর চেয়ে ভালো এপ আছে বলে অন্তত আমার জানা নেই, অসাধারন একটা এপ্লিকেশন। ছবি এবং লেখার মাধম্যে খুব সহজেই আপনি অন্য ভাষা শিখতে পারবেন, তাছাড়া বলতে পারার জন্যেও অনেক পদ্ধতি রয়েছে এতে। আসুন দেখে নি কয়েকটা স্ক্রীনশট।




এপটি ইউজ করতে গেলে আপনাকে এতে একাউন্ট খুলতে হবে আর তা খোলা ফেসবুকে একাউন্ট খোলার চেয়েও সহজ। এপটির সাইজ মাত্র ছয় এমবি কিন্তু দুঃখের কথা এটা ইন্টারনেট কানেকশন ছাড়া চলে না যদিও খুব-ই কম মেগাবাইট ইউজ করে এটা,এছাড়াও আপনি পাচ্ছে রিমাইন্ডারের সুবিধা যা আপনাকে প্রত্যেকদিন মনে করিয়ে দেবে প্র্যাকটিসের কথা, মেইল এবং নোটিফিকেশনের মাধম্যে। আমি এটুকু আপনাকে গ্যারিন্টি দিতে পারি, আপনি যদি প্রত্যেকদিন একে ১৫ মিনিট সময় দেন, ছয় মাসের মধ্যে আপনি সেই ভাষাটির ৯০% বুঝতে সক্ষম হবেন। তবে দেরী না করে ডাউনলোড করে ফেলুন এই পিচ্চি এপটা এখান থেকে।

How to draw:-

বহুদিনের শখ আমার যে ছবি আঁকা শিখব কিন্তু কেযে শেখাবে তা জানা নেই। বাড়িতে মা কে ছবি আঁকা শেখার কথা বললে বকা শুনি, "একেই পড়াশুনোতে খারাপ রেজাল্ট তারপর আবার ছবি?"। কি আর করা 🙁 ভাবলাম ছবি আঁকা আর এ জীবনে হয়ে উঠবে না, কিন্তু হুট করে এন্ড্রয়েডটা পাবার পর মাথায় ভুত চাপল আবার ছবি আঁকা শেখার, হুম তাতে নেট এর একটা ওয়েবসাইট থেকে টিউটোরিয়াল দেখে শেখার চেষ্টা করছি, হুট করে খুঁজে পেলাম এই এপটা, ইন্সটল করে দেখি যা আশা করেছিলাম তার চেয়ে অনেকগুন বেশী ভালো। খুব সুন্দর করে বহু ছবির টিউটোরিয়াল দেওয়া রয়েছে, কীভাবে আঁকবেন স্টেপ বাই স্টেপ বলা রয়েছে। এখন তবে দেখে নিন কয়েকটা স্ক্রীনশট।

তো কী বুঝছেন? এবার ছবি আঁকা শিখেই ফেলবেন বলুন? আমি কিন্তু অনেকখানি শিখতে পেরেছি। একদিন আপনার বাড়িতে দাওয়াত দিয়েন, সেইদিন আমার আঁকা ছবি দেখাব আপনাকে। হা হা হা হা হা হা হা 😛 তাহলে আর দেরী কি? ডাউনলোড করে ফেলুন ১৫ এমবি সাইজের এই এপটা, এটা চালাতে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। এর আরও ফিচারস পেতে অবশ্য পেইড ভার্সনও ও কিনতে পারেন তবে এতে যা দেওয়া আছে তা আঁকতে আঁকতেই আপনার একজীবন শেষ হয়ে যাবে। এপটা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

যাক, অবশেষে টিউনটার শেষ পর্যায়ে এসে গেছি, হুম তো যে ট্রিকটার কথা বলেছিলাম হেডিং এ, নেহাতই মিনি একটা ট্রীক কিন্তু শত্যি কাজের। কোনো ফাইল হাইড করতে ফাইলটা রিনেম করে নিয়ে তার আগে একটা "." চিহ্ন বসিয়ে দিন ব্যাস কাজ শেষ, এবার যদি আনহাইড করতে চান তবে? এটাও সহজ, সেটিংস এ গিয়ে show hidden files এ ক্লিক করুন, ব্যাস পেয়ে যাবেন আপনার হাইড করা ফাইলটি।



আজকে এই পর্যন্তই থাক, বিদায় নিচ্ছি আপনাদের শুভ কামনা করে, ভালো থাকুন ভালো রাখুন। দেখা হবে খুব শিগগিরি আবার.

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাষা শিক্ষার অ্যাপটা খুব ভালো লাগছে।

ওনেক ওনেক ধন্যবাদ @Raja Banerjee

apni ki Android dia posta koracan.

Level New

Thank You Very Much.