মুসলিম ভাইয়েরা এদিকে আসেন।এতদিন হয়তো এমন একটা আপস খুঁজেছিলেন।অল ইণ অন আপস।

আমর দেখা অনেক ভালো একটা আপস।আশা করি সকল এর কাজে লাগবে।

আমরা অনেকেই অনেক সময় অনেক সুরা ভুলে যাই বা অনেকেই আরবি পরতে পারি না তাই

নামাজ পরার জন্য বেশ কিছু সুরা, নামাজের নিয়ম, দোয়া,জরুরী হাদিস,আমল,হাদিসের কিছু শিক্ষণীয় গল্প এবং সহীহ মুসলিম (সব খণ্ড একত্রে), নিয়ে এসেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

নূতন ভার্সন এ যা পাবেনঃ
১।অনেক এড কে রিমোভ করা হয়েছে।
২।back button এ press করে আপনি সহজেই home এ ফিরে আসতে পারবেন।
৩।Performance স্পীড আগের থেকে ভালো পাবেন।

যে সকল সুরা পরতে পারবেনঃ

১। সূরা আল ফাতিহা

২। সূরা ফালাক

৩। সূরা নাস

৪। সূরা ইখলাছ

৫। সূরা কাফিরুন

৬। সূরা লাহাব

৭। সূরা কাওসার

৮। সূরা আদিয়াত

৯। সূরা আলাক

১০। সূরা বাইয়্যিনাহ

১১। সূরা আদ্ব-দ্বোহা

১২। সূরা আল ইনশিরাহ

১৩। সূরা যিলযাল

১৪। সূরা আল লায়ল

১৫। সূরা কদর

১৬। সূরা আশ-শামস

১৭। সূরা ত্বীন

 

যে সকল দোয়া পাবেনঃ

১। দো'আ ইস্তেফ্তাহ

২। দোয়া কুনুত

৩। দোয়ায়ে মাসুরা

৪। ছালাত পরবর্তী দুয়া ও যিকর সমূহ

৫। দুয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ

৬। সকাল-সন্ধায় পঠিতব্য দুয়া ও যিকির সমূহ

৭। সিজদাতে দুয়া করার নিয়ম

যে সকল আমল পাবেনঃ

১। আল্লাহর ৯৯ টি নাম (অর্থসহ)

২। মা-বাবার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমলসূমহ

৩। ইসলামের সহজসাধ্যতা ও সরলতা

৪। মুসলমানদের ১৫ টি প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী

যে সকল হাদিসের গল্প পাবেনঃ

১। যমযম কূপ ও কাবা ঘর নির্মাণের ঘটনা

২। পাহাড়ের গুহায় আঁটকে পড়া তিন যুবক

৩। ইবরাহীম (আঃ), সারা ও অত্যাচারী বাদশাহ

৪। আবু বকর সিদ্দীক (রা) এর একটি ঘটনা এবং আমাদের জন্যে শিক্ষা

৫। আবূ ত্বালিবের মৃত্যুর ঘটনা

৬। রাসূলুল্লাহ (সাঃ)-এর মু‘জিযা

নামাজ নিয়ে যা পাবেনঃ

১। ফজরের নামাজের নিয়্যত

২। যোহরের নামাজের নিয়্যত

৩। আছরের নামাজের নিয়্যত

৪। মাগরিবের নামাজের নিয়্যত

৫। এশার নামাজের নিয়্যত

৬। ক্বাযা নামাজ

৭। মাসবুকের নামাযের নিয়ম

৮। সাহু সিজদা

৯। নামাযের মর্যাদা

১০। নামায-শিক্ষার বিভিন্ন দিক

সহীহ মুসলিমঃ

১। সহীহ মুসলিমঃ প্রথম খণ্ড

২। সহীহ মুসলিমঃ দ্বিতীয় খণ্ড

৩। সহীহ মুসলিমঃ তৃতীয় খণ্ড

৪। সহীহ মুসলিমঃ চতুর্থ খণ্ড

৫। সহীহ মুসলিমঃ পঞ্চম খণ্ড

৬। সহীহ মুসলিমঃ ষষ্ঠ খণ্ড

৭। সহীহ মুসলিমঃ সপ্তম খণ্ড

৮। সহীহ মুসলিমঃ অষ্টম ও সর্বশেষ খণ্ড

 

কিছু screenshotঃ

 

Playstore Rating 4.6

 

Download

Level 0

আমি sb_rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 172 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস