অ্যান্ড্রয়েডে স্ক্রিন রেকর্ড করবেন যেভাবে

অনেক সময়ই আমরা অ্যান্ড্রয়েডে গেমপ্লে রেকর্ড করে রাখতে চাই পরে দেখার জন্য অথবা অন্য কাউকে দেখানোর জন্য। আবার কখনও টিউটোরিয়াল বানানোর জন্যও অ্যান্ড্রয়েডে ‍স্ক্রিন রেকর্ডার দরকার হতে পারে। আমি যতদুর দেখেছি, অ্যান্ড্রয়েডে স্ক্রিন রেকর্ডার প্লে স্টোরে অনেক আছে কিন্তু কাজের রেকর্ডার কম। যদিও সার্চ করলে রেকর্ডারের অভাব নেই কিন্তু এগুলোর রেটিং দেখবেন অনেক খারাপ কারন ঠিকমত কাজ করে না। আর যেগুলোর রেটিংভালো মানে কাজ করে সেগুলো হয় পেইড অথবা রুট পারমিশন চায়।

আমি অনেক অ্যান্ড্রয়েড ফোন চালালেও কখনও রুট করিনা। রুট কনসেপ্টটা আমার খুব একটা পছন্দ না। কারন রুট করলে ওয়ারেন্টি ভয়েড হয়ে যায় এবং ফোনের ক্ষতি হতে পারে, যাই হোক, কাজের কথায় আসি। আপনার ফোন যত কমদামি হোক আর যত বেশী দামি হোক, ‍স্ক্রিন রেকর্ডিং এর জন্য সব থেকে ভালো হয় যদি আপনার ফোনে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার থাকে। ‍আমি বর্তমানে ব্যবহার করছি এক্সপেরিয়া এম ফোর অ্যাকুয়া যার ভিতর বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার আছে। কিন্তু আপনার ফোনে না থাকলে কি করবেন?

আজ এমন একটা সফটওয়্যারের রিভিও দিব যেটা ব্যবহার করে কোন রুট ছাড়াই অ্যান্ড্রয়েডে ‍স্ক্রিন রেকর্ড করা যায়। সফটওয়্যার এর নাম হল এ যেড রেকর্ডার। গুগল অথবা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তার পরও আমি লিংক দিয়ে দিচ্ছি।

প্লে স্টোর লিংক

সফটওয়্যারের সাইজ ৪.৬ এমবি, রেটিং ৪.৫ আর টোটাল ডাউনলোড ৫০ লক্ষের বেশী।

তবে রিকয়ারমেন্ট একটাই, তা হল আপনার ডিভাইসটি অবশ্যই অ্যান্ড্রয়েড ৫ অথবা তার বেশী হতে হবে। দেরি না করে ডাউনলোড করে ফেলুন। স্টার্ট আপ স্ক্রিনটা দেখতে এরকম:

লাল বাটনে চাপ দিলে রেকর্ড শুরূ হয়ে যাবে। আর সেটিংস পরিবর্তন করতে গেলে সেটিং বাটনে ক্লিক করুন। বেশ কিছু সেটিংস আছে যা আপনি পরিবর্তন করতে পারেন।

আশা করছি টিউনটি দেখে সহজেই আপনার অ্যান্ড্রয়েডে স্ক্রিন রেকর্ড  করতে পারবেন। না পারলে সমস্যা নেই, আমি ২ মিনিটের একটি ইউটিউব ভিডিওতে সম্পূর্ণ প্রসেস রেকর্ড করেছি, চাইলে দেখতে পারেন।

Level 0

আমি সুদীপ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a very simple man with some simple ideas of life.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস