রিভিউঃ আইসিটি টিউটর – একটি ইন্টারঅ্যাকটিভ শিক্ষার প্রচেষ্টা

আইসিটি টিউটর একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যা একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এ টিউনটি এ অ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে।

এটি আইসিটি টিউটর এর অফিশিয়াল রিভিউ।

সূচনা

EATL Apps প্রতিযোগিতা ২০১৬ এর জন্য টিম শূন্য দলটি তৈরি করে আইসিটি টিউটর। প্রতিযোগিতাটি এখনো চলছে, এবং টিম শূন্য সেরা ৩০ এ আছে।

আইডিয়া

আইসিটি টিউটর তৈরি করা হয় ইন্টারঅ্যাক্টিভ শিক্ষাপদ্ধতির সূচনার জন্য।

আইসিটি টিউটর তৈরির কয়েকটি উদ্দেশ্য আছেঃ

  • ১. বাংলা কম্পিউটিং এ অবদান রাখা।
  • ২. শিক্ষাব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার।
  • ৩. যাদের কম্পিউটার নেই তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয় গুলো শেখানোর বিকল্প তৈরি করা।
  • ৪. স্কুল/কলেজের ক্লাশের পরে বাসায় পড়াশুনায় শিক্ষার্থীদের সহযোগিতা করা।
  • ৫. ইন্টারঅ্যাক্টিভ শিক্ষা প্রদানের চেষ্টা।
  • ৬. কম্পিউটারের বুদ্ধিমত্তা শিখানোর ক্ষেত্রে প্রয়োগ।

আইসিটি টিউটর এর সব ফিচার গুলোর সাথে পরিচিত হলে আশা করি উপরের উদ্দেশ্য গুলো আরো পরিষ্কার হবে।

আইসিটি টিউটর কি নয়?

আইসিটি টিউটর কোনো লিখিত নির্দেশিকা নয়! এটি শিক্ষকের পরিপূরকও নয়! এটি একটি ইন্টারঅ্যাকটিভ সহায়ক অ্যাপ যা শিক্ষার্থীকে জটিল বিষয় গুলো বুঝতে এবং অনুশীলনে সাহায্য করবে। এটিকে রেফারেন্স অ্যাপ হিসেবেও ব্যবহার করা যাবে।

বৈশিষ্ট্য

আইসিটি টিউটর এর সব ইউনিক ফিচার গুলো দেখা যাক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের টেকনিক্যাল অংশ সমূহের বিস্তারিত আলোচনা রয়েছে আইসিটি টিউটর এ। নিচে সেগুলো বর্ণনা করা হল।

সংখ্যা পদ্ধতি

সংখ্যা পদ্ধতিতে আলোচনা করা হয়েছেঃ

  • বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি
  • সংখ্যা পদ্ধতির রূপান্তর
  • বাইনারি গণিত (এক এবং দুইয়ের পরিপূরক সহ)

আইসিটি টিউটর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে “সমাধান”! অ্যাপটি নিজেই বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এটি শুধু সমাধানই দিবে না! সমাধান কিভাবে করা হয়েছে তাও ধাপ সহ দেখাবে!

বুলিয়ান অ্যালজেবরা

সত্য-মিথ্যার বীজগণিত নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে অ্যাপে।
এতে যুক্ত আছে ৫০+ লজিক ফাংশন সরলীকরণ। সাথে রয়েছে প্রতিটি লাইনে সাইড নোট! যা থেকে সহজে বুঝা যাবে কোন লাইনে কোন সূত্র ব্যবহার করা হয়েছে।

লজিক গেইট

আইসিটি টিউটর এ বুঝানোর প্রয়োজনে ব্যবহার করা হয়েছে অ্যানিমেটেড এবং ইন্টারঅ্যাকটিভ ছবি।
সব ধরনের লজিক গেইটের রয়েছে ভেক্টর ছবি। প্রতিটি ছবি নতুন করে তৈরি করা হয়েছে অ্যাপের জন্য। ফলে যে কোনো স্ক্রিনে পরিষ্কার দেখা যাবে ছবি গুলো।

এইচটিএমএল

এইচটিএমএল সহজে বুঝার জন্য অ্যাপে যুক্ত আছে Live HTML Editor. যা দিয়ে অ্যাপ থেকে সরাসরি HTML লিখা এবং ফলাফল দেখা যাবে!
এতে প্রতিটি উদাহরণ Live HTML Editor এই দেওয়া আছে। তাই নতুন করে কিছু লিখার দরকার নেই। দেওয়া উদাহরণ গুলো সরাসরি পরিবর্তন করেই ফলাফল দেখা যাবে।

সি প্রোগ্রামিং ভাষা

অ্যাপে যুক্ত আছে সি প্রোগ্রামিং ভাষার প্রাথমিক নির্দেশিকা। বিস্তারিত ভাবে ছবি এবং উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে সি প্রোগ্রামিং ভাষার সব প্রাথমিক বিষয় সমূহ। দেওয়া হয়েছে যথেষ্ট উদাহরণ এবং প্রতি লাইনের বর্ণনা।

এসকিউএল

এসকিউএল এর প্রাথমিক সব কমান্ড সমূহ বিস্তারিত উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে অ্যাপে।

উপরের প্রতিটি বিষয় সমূহে যাতে ভূল তথ্য না থাকে তাই টিম শূন্য প্রতিটি টপিক তৈরির সময় বিদেশী বই এবং বিশ্বস্ত ওয়েবসাইটের সহায়তা নিয়েছেন। অ্যাপের সম্পর্ক পাতায় তথ্য সূত্রের তালিকা পাওয়া যাবে।

শূন্য কমিউনিটি

 

দ্রষ্টব্যঃ

টেকটিউনসের কিছু সমস্যা এবং তাদের নীতিমালায় bitly, googl ব্যবহার করা যাবে বলা থাকার পরও ব্যবহার করা গেল না, তাই শূন্য কমিউনিটির সরাসরি লিঙ্ক দেয়া গেল না!
নিচের ছবিতে বামের QR Code টি স্ক্যান করে শূন্য কমিউনিটিতে ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন।

সব গুলো ফিচার এক ছবিতে

প্রোমো ১

প্রোমো ২ - Mannequin Challenge

ডাউনলোড

আইসিটি টিউটর পাওয়া যাবে শুধুমাত্র EATL Apps স্টোরে। আইসিটি টিউটর ডাউনলোড করতে নিচের লিঙ্ক থেকে EATL Apps স্টোরটি ডাউনলোড করুনঃ

http://eatlapps.com/store/native/EatlStore.apk (১৩ মেগাবাইট)

অ্যাপস্টোরটি ইন্সটল করার পর EATL Apps অ্যাপস্টোরটি চালু করে "NEW USER" দিয়ে প্রবেশ করে “আইসিটি টিউটর” লিখে সার্চ করুন অথবা, নিচের দিকে স্ক্রল করুন অথবা, Category > Contest of 2016 এ গিয়ে নিচের দিকে স্ক্রল করেও খুঁজে নিতে পারেন।

আকার:

আইসিটি টিউটর এর আকার মাত্র ৫.৬ মেগাবাইট।

মূল্য:

এটি একটি বিনামূল্য (ফ্রি) অ্যান্ড্রয়েড অ্যাপ।

কানেকটিভিটি

এটি সম্পূর্ন অফলাইন, অর্থাৎ কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। শুধু শূন্য কমিউনিটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ লাগবে।

অ্যান্ড্রয়েড সাপোর্ট

কিটক্যাট (4.4) থেকে যে কোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলবে আইসিটি টিউটর।

উপসংহার

৬ মেগাবাইটের অ্যাপের জন্য ১৩ মেগাবাইটের স্টোর ডাউনলোড করা একটু বিরক্তিকর। আশা করি প্রতিযোগিতার পর EATL Apps কর্তৃপক্ষ অ্যাপটি গুগল প্লেতে দিবে।
যাই হোক, কষ্ট করে ডাউনলোড করে দেখুন। আশা করি হতাশ হবেন না:)
ভালো লাগলে EATL Apps স্টোরে রিভিউ দিতে ভুলবেননা।
ধন্যবাদ...

সৌজন্যে —
মোঃ মাহমুদুল হাসান সোহাগ
প্রকল্প ব্যবস্থাপক
টিম শূন্য

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস