যে কোন খেলা বা টিভির অনুষ্ঠান লাইভ দেখুন আপনার মোবাইলে।

আসসালামু আলাইকুম। সকল কে আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে টিউন শুরু করছি।

আমার এই টিউনে আমি আপনাদের মাঝে দারুন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি। আমার এই টিউনটি থেকে নিশ্চই ক্রিকেট প্রেমী ভাই-বোনেরা, ও  বিনোদন প্রিয় মানুষগুলো আনন্দিত হবেন। টিভিতে ক্রিকেট খেলা চলছে। কিন্তু কাজের চাপে বাইরে থাকায় আমার  মতো  অনেকেরই হয়তো খেলা দেখার সুযোগ হয়না। এ সমস্যার সমাধানের জন্য  কয়েকটা অ্যাপস খুঁজে  পেলাম। নিচে এগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি।

Apps-2 : Live Cricket Score Update

সুযোগ-সুবিধাঃ

এটি দিয়ে যে কোন সময়  যে কোন দলের আন্তর্জাতিক ক্রিকেট খেলার যাবতীয় স্কোর আপডেট পাবেন।একটা বলও বাদ যাবেনা। যখন খেলা হবে তখন শুধু এই অ্যাপসটি চালু করুন। প্রত্যেকটি বলের খবর আপনার মোবাইলেই পাবেন।খুব সামান্য পরিমাণ ডাটা কাটবে। নেট স্প্রিড খুব কম হলেও কোন সমস্যা হবে না।

Apps Size : 4.00 MB Only.

Download

Apps-1 : Live All TV (latest Version)

সুযোগ-সুবিধাঃ এটি ব্যবহার করে আপনি Apps-1 এর মত জিটিভিসহ আরো অনেক গুলো দেশী-বিদেশী টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন।স্বল্প গতির ইন্টারনেট দিয়েও  এটা ভালভাবেই চলবে। আশা করি কোন সমস্যা হবে না।

Apps Size : 4.6 MB Only.

Download

নিচের ভিডিও দেখুনটি কেমন দেখা যাবে।

ভিডিও

 

Apps- 2: Live  TV  

সুযোগ-সুবিধাঃ এটি ব্যবহার করে আপনি Apps-1 এর মত জিটিভিসহ আরো অনেক গুলো দেশী-বিদেশী টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন।স্বল্প গতির ইন্টারনেট দিয়েও  এটা ভালভাবেই চলবে। আশা করি কোন সমস্যা হবে না।

Apps Size : 4.6 MB Only.

Download

 

এখানে ক্লিক করুন।

আরেকটা জনপ্রিয় লাইভ টিভি অ্যাপস এর ফ্রি ডাউনলোড লিংক নিচে দিলাম। যেটার সাহায্যে আপনি বাংলাদেশের প্রায় সব কয়টি চ্যানেল দেখতে পারবেন। এছাড়া বিশ্বের আরো অনেক চ্যানেল দেখতে পারবেন। দেখতে পারবেন সকল খেলাধূলার চ্যানেল গুলো। এবং সকল লাইভ। ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

এবার আপনাদের মাঝে দারুন একটি শর্ট ফিল্ম শেয়ার করবো। যেখানে হলিউড ছবির মত ভয়ংকর দৃশ্য দেখতে পাবেন। সর্ট ফিল্মটি দেখে আপনাদের মূল্যবান মতামত জানালে কৃতার্থ হবো।এই লিংকে ক্লিক করুন।

 

আজ এ পর্যন্ত ই। সকলকে আবারো সালাম জানিয়ে আজকের মতে ইতি টানছি। কথা হবে আগামী টিউনে। সে পর্যন্ত সকলে ভাল থাকুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।

খোদা হাফেজ।

 

Level 3

আমি মোঃ রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার, গ্রাফিক্স, ওয়েব, এ্যাপস ডিজাইনার ও ডেভলপার, লেখক,অভিনেতা ও পরিচালক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস