বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আস্সালামু আলাইকুম।
এখানে যারা আছেন সবাই ই ভালো আছেন।
আর ভালো না থাকলে এখানে আসতে পারতেন না।
মুলাকাত অনেক হয়েছে এবার মুল কথায় আসি।
AZ screen recorder নিয়ে প্রায় 15 টির মতো এখানে টিউন হয়েছে।
বলতে পারেন তবুও আপনি কেন করছেন???
আমি যে গুরুত্বপূর্ন ট্রিক টা দিব তা এখন প্রযন্ত কেউ দেয় নি।
এবং Techtunes এর অনেক author দের চ্যানেলের ভিডিওর মধ্যে মানে recderer মধ্যে অনেক ভুল দেখেছি।
এরপর Techtunes তে সার্চ দিয়ে দেখলাম এদের যেখানে রোগ অথররা সেখানে মলমই দেয় নি।
আমার কাছে যে সমস্যা গুলো ধরা পড়েছে।
১. 2মিনিটের ভিডিও তে দেখি 15 MB
যার ফলে viewers রা ভিডিও ওপেন করতে বেশি সময় loading দেয়।
২. অনেকের ভিডিও দেখি MB তে কম নয় কিন্তুু ভিডিও স্পষ্ট দেখায় না।
৩. এটাই বড় সমস্যা অনেকে Data ON করে নেটে রেকর্ড করতে নেটোয়ার্কের সমস্যার কারনে পেজ লোড হতে অনেক সময় নেয়।
এসময় আপনারা উপর থেকে স্লাইড টেনে push করে রাখেন।
এতে viewers রা ভেবে নেয় আপনার ডিভাইস উন্নত না।
৪. অনেকে আবার কয় মিনিট ভিডিও হলো তা দেখার জন্য স্লাইড নিয়ে টানাটানি করে।
৫. ভিডিও রেকর্ড করা শেষ হলে উপর থেকে স্লাইড টেনে বন্ধ করে।
জানিনা কতটুকু আমার কথা বুজতে পারছেন।
কিছু না বুজলে টিউমেন্ট করবেন।
আমাকে আর দশ অথরের মতো ভাববেন না।
আমি যা করি আপনাদের সার্থের জন্যই।
ভিডিও টি দিলাম আপনাদের উপকারের জন্য
প্রয়োজন হলে ভিডিও টি দেখতে পারেন
আমি নেট মাস্টার24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।