বাড়ি নির্মাণ ক্যালকুলেটর, হিসাব করে নিন দেওয়াল, স্ল্যাব, চাঁদে কি পরিমাণ মালামাল লাগবে এবং খরচের অংকটা।

শিরোনাম দেখেই বুঝতেই পারছেন, আলোচনার টপিক কি? জি, এই এপটা আপনাকে সত্যই হিসাব করে দিবে আপনার বিল্ডিং করতে কেমন খরচ হতে পারে কিংবা কি পরিমাণ মালামাল লাগবে। এই এপে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন অনুপাত ও অংক ব্যাবহার করা হয়েছে। এই এপটি দিয়ে আপনার খরচাদির একটা সম্যক ধারণা পাবেন। মালামালের খরচ জানতে নির্দিষ্ট স্থানে প্রতি একক মালামালের টাকার পরিমাণ দিতে হবে।

দেওয়াল

যেমন চাদের ক্ষেত্রে আপনি শুধু দৈর্ঘ্য, প্রস্থ্য, উচ্চতা দিবেন। আবার ফিলার কিংবা স্ল্যাবের ক্ষেত্রে উচ্চতা, প্রস্থ্য, পুরুত্ব দিবেন। এপে যেখানে ইঞ্ছিতে দিতে বলা হয়েছে সেখানে ইঞ্ছিতে মাপ দিবেন, এপটি আপনাকে মালামালের পরিমাণ এবং খরচ বলে দিবে।

প্লেস্টোর লিঙ্ক

বলে রাখা ভালো, তা হচ্ছে এটি কোন টিউটরিয়াল এপ না বরং ক্যালকুলেটিং এপ। আপনাকে হিসাব করে দেওয়াই এই এপের কাজ।
বিল্ডিং

সুবিধাসমূহঃ
১। দেওয়ালের ইট, বালু, সিমেন্টের পরিমাণ ও খরচ হিসাব করে দিবে।
২। চাদের, স্ল্যাবের মালামালের হিসাব এবং টাকার বাজেট বলে দিবে।
৩। দেওয়ালের প্লাস্টার না করলে কত খরচ ও মালামাল বেচে যাবে সেটি হিসাব করে দিবে।
৪। জলচাদের মালামাল ও বাজেট হিসাব করে দিবে।
৫। বিভিন্ন এককে মালামাল ও পুরো কাজের হিসাব করে দিবে, যেমন স্কয়ারফুট, সিএফটি ।
৬। বিভিন্ন অনুপাত ব্যাখ্যা করা হয়েছে।

ইস্টিমিট 

( একটি কথা বিশেষ ভাবে উল্লেখ করতে চাই যে, এই এপটি একজন সিভিল ইঞ্জিনিয়ারের বিকল্প হতে পারেনা, বরং এই এপটি আপনাকে ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রির সাথে হিসাব নিকাশ বা পরামর্শে সহায়ক হবে)

(এই এপটি সাধারণ ব্যাবহার কারীদের জন্য তৈরী করা হয়েছে, যাতে করে তারা সহজে হিসাব করে নিতে পারে। আমাদের বিল্ডিং নির্মাণ ক্যালকুলেটরের অর্থাৎ এই এপের ইঞ্জিনিয়ারিং ভার্সন এখনো নির্মানাধীন আছে, যেটি বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের সহায়ক হিসাবে তৈরি করা হচ্ছে। তবে এই এপটি সহজ ও বোধগম্য হওয়ার কারণ এটিও সিভিল ইঞ্জিনিয়ারদের কাজে আসবে।)

আপনারা কমেন্ট করুন, প্লেস্টোরে ৫ রেটিং এবং মতামত দিন, পরামর্শ দিন , আপনাদের পরামর্শ পরবর্তী এপ ও আপডেটে প্রতিফলন করবো , ইন্সাল্লাহ।

 

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস