Haven – পুরাতন ফেলে দেয়া ফোন থেকে বানিয়ে ফেলুন সিকিউরিটি ক্যামেরা!

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে দেখাব কিভাবে ফ্রিতে বাসার জন্য বানিয়ে ফেলবেন সিকিউরিটি ক্যামেরা।

এই টিউনে আজকে আমি আলোচনা করব কিভাবে পুরাতন ফোনকে সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন। একটি অ্যান্ড্রয়েড ফোন মোটামুটি ২-৪ বছর ব্যবহারের পর পুরাতন হয়ে যায় এবং সেটা আমরা ফেলে রাখি। আপনার যদি এমন কোন ফোন থাকে যা ফেলে রেখেছেন সেটা আজকেই বানিয়ে ফেলতে পারবেন সিকিউরিটি ক্যামেরা, পিসির জন্য ২য় স্ক্রিন, এবং বার কোড স্কেনার।

Haven কি?

Haven একটি ফ্রি Android অ্যাপ যা আপনার অ্যান্ড্রয়েড ফোন কে বানিয়ে ফেলবে সিকিউরিটি ক্যামেরা। মজার ব্যাপার হচ্ছে এটি ৪.০০ ভার্সন এবং পরের ভার্সন গুলোতে কাজ করবে। এটি এন্ডয়েড হার্ডওয়্যার ব্যবহার করে পূর্ণ সুবিধা দিতে পারে। এটি ফোনের হার্ডওয়্যার ব্যবহার করে ভিডিও ধারণ, Motion, shake সব গুলো ফিচার ভালভাবে কাজে লাগাতে পারে। যখন এই অ্যাপ টি কোন মুভমেন্ট বা মোশন ডিটেক্ট করবে এটি সাথে সাথে তা টাইমসহ একটি স্ক্রিনশট আপনার ফোনের নোটিফিকেশনে পাঠিয়ে দেবে।

Haven

প্লেস্টোর লিংক @ Haven

কিভাবে ব্যবহার করবেন?

যেকোনো সিকিউরিটি ক্যামেরার মত ইন্সটলেশন অতোটা কঠিন নয় এই অ্যাপ এর। এটি ব্যবহার করা খুবই সহজ। আপনার ফোনটি ঘরের নির্দিষ্ট জায়গায় চার্জে বসিয়ে রেখে দিন আর বাড়ান নিরাপত্তা।

এই অ্যাপ টির মাধ্যমে নিচের কনফিগারেশন গুলো করতে পারবেন

  • Motion Detection : ফোনের ক্যামেরা অন করে আপনার মোশন সেনসেটিভিটি সেভ করে দিতে পারবেন।
  • Voice Detection: এর মাধ্যমে আপনি অডিও ডিটেকশন সেনসেটিভিটি সেট করতে পারবেন।
  • Shake Detection: এটি দিয়ে আপনি ফোনের শেক সেনসেটিভিটি লেভেল সেট করতে পারবেন।

সাথে সাথে আরও কিছু কনফিগারেশন করতে পারবেন যেমন,

  • Storage folder
  • Delay Time to start detection
  • Enable/disable video monitoring
  • Set video monitor length
  • Select camera for surveillance
  • Configure with a Single account for alerts
  • Disable battery optimization

এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে Haven অ্যাপ টি ব্যবহার করে পুরাতন ফোন কে বানিয়ে ফেলবে সিকিউরিটি ক্যামেরা।

ধাপ ১

প্রথমে প্লেস্টোর থেকে Haven অ্যাপ টি ইন্সটল করে নিন।

ধাপ ২

টাইম দিয়ে Start Now করে দিন।

ধাপ ৩

চলুন দেখে নেয়া যাক বিভিন্ন কনফিগারেশন।  এখানে দেখতেই পাচ্ছেন Storage folder, Disable battery optimization অপশন দেয়া আছে। এখান থেকে চাইলে আপনি ভিডিও মনিটরিং অন করে দিতে পারবেন সাথে সাথে লিমিটও সেট করে দিতে পারবেন। আপনি সিকিউরিটি ক্যামেরা হিসাবে দুই ক্যামারাই ব্যবহার করতে পারবেন।

আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনার ফোন নাম্বার যেখানে নোটিফিকেশন গুলো পেতে চান।

আপনার ফোন নাম্বার এড করে দিন।

 

ধাপ ৪

Shake Detection এর মাধ্যমে বুঝতে পারবেন আপনার ঘরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা।

এই এপটি যখন অপ্রত্যাশিত কোন কিছু ডিটেক্ট করবে তখন এটি Log তৈরি করে রাখবে। যদি এটি মোশন বা শেক ডিটেক্ট করে তাহলে সেই সময়ের একটি স্ক্রিনশট তুলে রাখবে এবং ভয়েস ডিটেক্ট করলে সেই ভয়েস রেকর্ড করে রাখবে। এবং এই সমস্ত কিছু আপনি Log সেকশনে পেয়ে যাবেন।

Haven এর কিছু সুবিধা

চলুন জেনে নেয়া যাক কেন ব্যবহার করবেন এই Haven অ্যাপ। এবং Haven এর কিছু সুবিধা।

  • পুরাতন ফোনকে কাজে লাগাতে পারবেন
  • অ্যাপটি  কম র‍্যামের ফোনেও কাজ করবে
  • বিনা মূল্যেই দেবে পেইড অ্যাপ এর সুবিধা

শেষ কথাঃ

যেহেতু পুরাতন ফোন গুলো আমাদের কোন কাজে আসে না সুতরাং এগুলো থাকে দারুণ কিছু বানিয়ে ফেলতেই পারেন।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস