এন্ড্রয়েড সমাচার [পর্ব-১২] :: গ্যালাক্সী ওয়াই ডুয়োস – রুট/আনরুট/কাস্টম রম [অংশ-১]

এনড্রয়েড সমাচার

গ্যালাক্সী ট্যাব আগেই ছিল (গিফট)। একটা এন্ড্রয়েড ফোনের শখ ছিল। শখ থাকলেই তো আর হয়না - সাধ্য থাকতে হয়। এন্ড্রয়েড ফোনগুলোর স্পেসিফিকেশন দেখতে মজাই লাগে - কিন্তু কিনতে গেলে ভিন্ন কথা। ভাল ব্র্যান্ডের উন্নত ফিচারের একটা এন্ড্রয়েড ফোন, যেমন, গ্যালাক্সী এস-২/৩, বেশ দামী। কাজেই আমাদের তাকাতে হয় নিচে। 'ভাল ব্র্যান্ড' অংশটা ঠিক রেখে ফিচারে কাটছাঁট করে একটা এন্ড্রয়েড ফোন কিনতে আপনাকে ১২,০০০ থেকে ২০,০০০ টাকা গুনতে হবে। এর উপরেরগুলোতে না হয় নাই তাকালাম।

যাহোক, কাজের কথায় আসি। দুদিন আগে নেটে ওয়াল্টন এর এন্ড্রয়েড ফোন প্রিমোর স্পেসিফিকেশন দেখছিলাম। আর এটা দেখতে দেখতেই হঠাৎ করেই ডিসিশন নিয়ে একটা স্যামসাং গ্যালাক্সী সিরিজের একটা 'স্মার্টফোন' কিনে ফেললাম। ট্রান্সকমের শো রুমে এর দাম পড়ল ১৫,১০০/- টাকা।

স্পেসিফিকেশন: স্যামসাং গ্যালাক্সী ওয়াই ডুয়োস GT-S6102

খুব বেশী বিস্তারিত বিবরণে না যেয়ে ফোনের স্পেসিফিকেশনটা মোটামুটি এই রকমঃ

ব্যান্ড: জি এস এম ও এজ: 850/900/1,800/1,900MHz. থ্রি জি: 900/2,100MHz

নেটওয়ার্ক ও ডাটা: জি পি আর এস: 850/900/1,800 /1,900 (স্লেভ). এজ : 850/900/1,800/1900 (মাস্টার). থ্রি পয়েন্ট ফাইভ জি : HSDPA7.2

অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ২.৩.৬ (জিঞ্জারব্রেড) ব্রাউজার: এন্ড্রয়েড ব্রাউজার

মাপ: 109.80 x 60.00 x 11.95mm. ওজন: 109 g. রেজোলিউশন: 320 x 240

ব্লু-টুথ : ৩.০ ইউ এস বি: ২.০ হাই স্পীড ওয়াপ: ২.০ ওয়াই ফাই: আছে এ জি পি এস: আছে

মেমোরি: ইন্টারনাল ১৬০ মেঃ বাঃ, এক্সটারনাল ৩২ গিঃ বাঃ পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটি: 1,300mAh

ভিডিও প্লেয়ার : 3GPP / H.263 / H.264 / MPEG4. মিউজিক প্লেয়ার: MP3 / AMR / AMR-NB ক্যামেরা: ৩ মেগাপিক্সেল

এফ এম রেডিও : আছে, ডকুমেন্ট ভিউয়ার আছে

আরও আছেঃ এস এম এস, এম এম এস, ভয়েস মেমো, ভয়েস মেইল, ইমেইল (POP3, IMAP4, SMTP, SSL, TLS) গুগল টক ইনস্ট্যান্ট মেসেঞ্জার, জিমেইল, ক্যালেন্ডার, ক্লক, অ্যালার্ম, ক্যালকুলেটর, মেমোবুক, ৫০০ কল লগ এন্ট্রি, মেমোরি নির্ভর এস এম এস/কন্ট্যাক্ট লিস্ট, ৫ জন পর্যন্ত কনফারেন্স কল, মোবাইল ট্র্যাকার

আমার কাছে সেটটা ভালই লাগছে। এস থ্রি/আইফোনের স্ট্যান্ডার্ড না হলেও মন্দ নয়। যাক, সেট তো হল এবার তো আসল খেলা। রুট/আনরুট আর কাস্টম রম এর খেলা। আনার কয়েক ঘণ্টার মধ্যেই বসে গেলাম নেটে। খুঁজে বের করলাম পদ্ধতি গুলো।

আজকে এই অংশে শুধু রুট ও ক্লকওয়ার্কমড রিকভারী ইন্সটলের পদ্ধতি থাকবে।

রুট/আনরুট ও ক্লকওয়ার্কমড রিকভারী ইন্সটলঃ

প্রথমে প্রয়োজন হবে ক্লকওয়ার্কমড রিকভারী ইন্সটল করার। যারা নতুন তাদের জ্ঞাতার্থে ক্লকওয়ার্কমড রিকভারী হল একটা এন্ড্রয়েড রিকভারী কনসোল যা বুট পার্টিশনে অবস্থান করে। অরিজিনাল রিকভারী কনসোল দিয়ে ফ্যাক্টরি রিসেট, ব্যাকআপ/রিস্টোর এই রকমের মাত্র কয়েকটি কাজ করা যায় আর ক্লকওয়ার্কমড রিকভারী দিয়ে পার্টিশন, ন্যানড্রয়েড ব্যাকআপ, কাস্টম রম, কার্নেল, মড ইন্সটল ইত্যাদি এডভান্সড ফিচারগুলো করা যায়।

ক্লকওয়ার্কমড রিকভারী ইন্সটলঃ (ভার্সন ৫.০.২.৬)

১। আপনার ক্লকওয়ার্কমড রিকভারী জিপ (CWM-6102.zip) ফাইলটির জন্য এখানে ক্লিক করুন

২। ফোনকে ব্লু -টুথ বা ডাটা ক্যাবলের সাহায্যে ল্যাপটপ/পিসি তে কানেক্ট করুন ও CWM-6102.zip ফাইলটি ফোনের এস ডি কার্ড রুটে (রুট ফোল্ডার) কপি করুন।

৩। রিকভারীতে রিবুট করুন - ফোনের পাওয়ার অফ করুন, এবার হোম কি + ভলিউম আপ কি + পাওয়ার কি একসাথে চেপে পাওয়ার অন করুন স্যামসাং এর লোগো স্ক্রিন দেখা পর্যন্ত। তারপর বাটনগুলো ছেড়ে দিন।

৪। update from sdcard অপশনে যান।

৫। এখানে CWM-6102.zip সিলেক্ট করুন।

হয়ে গেল ক্লকওয়ার্কমড রিকভারী সেট আপ করা। এখানে মনে রাখতে হবে, রিকভারী স্ক্রিনে টাচস্ক্রিন কাজ করে না। ভলিউম কি (নেভিগেশন) উপরে বা নিচে চেপে আপনি উপরে বা নিচে যাবেন আর হোম কি (এন্টার) চেপে আপনি কোন অপশন বেছে নিতে পারবেন।

রুট করাঃ

সবকিছুর আগে ক্লকওয়ার্কমড রিকভারীতে গিয়ে একটা ন্যানড্রয়েড ব্যাকআপ করে নেয়া ভাল। এরপর যা করবেনঃ

১। এস ডি কার্ডের রুটে update.zip নামের এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে কপি করুন।

২। ফোনের পাওয়ার অফ করুন।

৩। হোম কি + ভলিউম আপ কি + পাওয়ার কি একসাথে চেপে রিকভারী স্ক্রিনে আসুন।

৪। এখানে select update.zip from sdcard অপশনে যান।

৫। 'update.zip' সিলেক্ট করুন।

আনরুট করাঃ

১। রুট এক্সেস এর সব অ্যাপ্লিকেশন আনইন্সটল করুন।

২। 'unroot.zip' নামের এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করুন ও এস ডি কার্ডের রুটে কপি করুন।

৩। উপরের ৩ থেকে ৫ স্টেপ অনুসরণ করুন শুধু 'update.zip' এর পরিবর্তে 'unroot.zip' সিলেক্ট করুন।

মনে রাখবেন আপনার ফোন যদি 'updatet.zip' দিয়ে রুট করা হয় তাহলে এখানে প্রদত্ত 'unroot.zip' ফাইলটিকেই ব্যবহার করতে হবে আনরুটের জন্য।

আজ এখানেই শেষ করি। পরের অংশে কাস্টম রম সম্পর্কে লিখব । দুটো রম টেস্ট করেছি। সবকিছু ভাল ভাবে টেস্ট করে তারপর লিখাটাই ভাল হবে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://myfbcover.com/
Facebook Covers- myFBCovers.com is your #1 source for high quality Facebook Covers! We have a wide variety of profile covers for your facebook timeline.

Level 0

আমি এখানে নতুন তাই কোন টিউন করতে পারছি না যদিও চেষ্টা করেছিলাম। আমার টিউন ড্রাফট হিসাবে দেখাচ্ছে। তাই বাধ্য হয়ে এই কমেন্ট এর স্থানে আমার প্রশ্নটি পোষ্ট করলাম। দয়া করে কেউ কিছু মনে করবেন না।

বাংলাদেশ থেকে কিভাবে গুগল এর নেক্সাস অথবা এ্যামাজন এর কিন্ডল ফায়ার কিনতে পারি? ক্রডিট কার্ড ব্যবহার করে কেনা যাবে কি? অথবা অন্য কোনো পদ্ধতি? মূল দামে অর্থাৎ ১৯৯ ডলারে পাওয়া যাবে কি? কারো জানা থাকলে দয়াকরে সাহায্য করুন।

    @laskar: আপনি ই-বে তে চেষ্টা করে দেখতে পারেন। ওরা কিছু কিছু প্রোডাক্ট ক্রেডিট কার্ডে বিক্রি করে। তবে সেলার রেটিং খুব ভাল এমন কারো কাছ থেকে কেনাটা বুদ্ধিমানের কাজ হবে।

আচ্ছা, রুট করলে কি ওয়ারেন্টি বাতিল হয়?

    @ডিজিটাল দাস: জ্বী, ওয়ারেন্টি বাতিল হয়ে যায়, তবে আনরুট করে আবার আগের অবস্থায় যেতে পারবেন। আপনার একটা ব্যাকআপ করে নেয়া লাগবে।

ভাই এটার স্ক্রিন সাইজ কত? ফ্রন্ট ক্যামেরা আছে? আর দাম কত?

Level 0

ভাই
শুন্দর পোস্ট হইছে । এভাবে চালিয়ে যান আমরা আছি আপনার সাথে ।
http://techorb4u.blogspot.com/ ব্লগ সাইট তা দেকতে পারেন ভালো লাগবে ।

Level 0

ভাই আমি ও স্যামসাং গ্যালাক্সী ওয়াই
ডুয়োস GT-S6102 ইউস করি।
ক্লকওয়ার্কমড
রিকভারী দিয়ে পার্টিশন করে কি আমার ফোনের ইন্টারনাল মেমোরি বারাতে পারবো?????

    @saif367: পার্টিশন নিয়ে কাজ করিনি, এক্স ডি এ ফোরামে খোঁজ নিতে পারেন।

Ami Samsung GT-S6102 use Kori. Amar Inbox e Kichu SMS Ache Jegulo Ami Amar PC te Copy Korte Chai Or SD Card e Copy Korte Chai.Onek SMS Hoye Jabar Fole Mobile Ta Slow Hoye Geche.Ki Bhabe Korbo Jodi Ektu Bole Den Khub Upokrito Hobo.Please Dada…

    @saif367: @Bidyut Chakraborty: স্যামসাং কাইস (পি সি স্যুট এর মত) সফটওয়্যারটি দিয়ে চেষ্টা করে দেখতে পারেন – ১০০% নিশ্চিত নই এ ব্যাপারে।

ভাই সিম্ফনি ডাব্লিঊ 10 কিভাবে রুট করব? একটি সাহায্য করেন খুব কষ্টে আছি।

    @মোঃ আল-আমিন: আমার চেইন টিউনের পর্ব ১ ও ২ পড়েছেন কি? ওখানে দেয়া আছে রুট করার সহজ উপায়।

Level 0

Samsung galaxy ace gt-s5830i root korta parci na. plz help

Level 0

Samsung galaxy y gt-s5360 কি ভাবে ব্যাকআপ নেয়া লাগবে ?
plz… help me…..

Level 2


আমাকে একটু সাহায্য করেন
আমি আমার GT-S6102 এর ‍ system মুছে পেলেছি
এখন কিভাবে android os দিবো ???
Please help me………..
My cell 01775300615
01957300615

Level 2

রুট করব!!!!!!!
আরো পরে