এন্ড্রয়েডের জন্য নিয়ে নিন আপনার পছন্দের ম্যাসেঞ্জারটি (যার যেটি পছন্দ সেটিই পাবেন)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বিভিন্ন ম্যাসেঞ্জার এবং চ্যাটিং সফটওয়্যার এন্ড্রয়েডের জন্য । আশা করি সবাই আপনাদের পছন্দেরটি এখানে পেয়ে যাবেন। এন্ড্রয়েড গুগোল এর প্রোডাক্ট হওয়ায় সবাই ডিফল্ট ভাবেই পেয়ে যান গুগোল টক। তাই গুগোলটক ছাড়া অন্যান্য ম্যাসেঞ্জার গুলোই এখানে দেওয়া হচ্ছে।

১. স্কাইপঃ স্কাইপের নাম শোনেননি বা ব্যবহার করেননি এমন ইন্টারনেট ব্যবহারকারী হয়ত খুজেই পাওয়া যাবে না। আর এন্ড্রয়েডের এই স্কাইপ দিয়ে কম্পিউটারের মত সব কিছুই করতে পারবেন। ম্যাসেজিং, ভয়েস কল, ভিডিও কল সবই সাপোর্ট* করে।

স্কাইপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (১৪.৫ মেগা বাইট)

২. ইয়াহু ম্যাসেঞ্জারঃ বহুল ব্যবহৃত এই ক্লায়েন্টটি. এর মাধ্যমে ভয়েস কল , ভিডিও কল এর পাশাপাশি এই দেশ গুলোতেঃ USA, Philippines, Vietnam, India, Indonesia, Malaysia, Canada, Pakistan, Kuwait and Thailand; ফ্রি এসএমএস পাঠাতে পারবেন।

ইয়াহু ম্যাসেঞ্জার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (৩.৮৪ মেগা বাইট)

৩. ফ্রীংঃ সিম্বিয়ান মোবাইলের জন্য ভিডিও কল এর কাজে বহুল ব্যবহৃত ও আলোচিত এই ম্যাসেঞ্জার।

ফ্রীং  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (১০.৫ মেগা বাইট)

৪. নিমবাজঃ এটি আরও একটি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত চ্যাট ক্লাইন্ট। ভয়েস কল করতে এবং মেসেজিং এ এটি বেশ কার্যকর। এটি একটি মাল্টি মেসেঞ্জার। একই সাথে গুগোল টক, ইয়াহু, ফেসবুক ইত্যাদিতে কানেক্টেড থাকতে এর জুড়ি নেই।

নিমবাজ  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (৬.৬৯ মেগা বাইট)

৫. ইবাডিঃ জাভা মোবাইলে এই চ্যাট সফট্‌ওয়্যার ব্যবহার করেননি এমন লোক খুজে দেখা যেতে পারে 😀 । যাই হোক এই মাল্টি মেসেঞ্জার সফট্‌ওয়্যারটি ডাউনলোড করে রাখতে পারেন।

ইবাডি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (২.২২ মেগা বাইট)

৬. মিগ৩৩: এর কথা আর নাই বলি। ছেলে পেলে এইটার পিছনে যে হাজার হাজার টাকা উড়ায় সে কথাও হয়ত সবার জানা আছে।

মিগ৩৩ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (২.৩৩ মেগা বাইট)

৭. ফেসবুক এপ্‌ টা না দিলেই নয়। নিয়ে নিন এর সর্বশেষ ভার্সনটি।

ফেসবুক এপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (১৩.১ মেগা বাইট)

.

৮. বিনু এসএমএসঃ বিশ্বব্যাপী শুধু ইন্টারনেট ব্যান্ডউইথ খরচ করে ফ্রী এসএমএস পাঠানোর জন্য আদর্শ এক সফট্‌ওয়্যার। যদিও এখন এর ফ্রি এসএমএস ক্রেডিট লিমিট খুবই সীমিত তবুও কাজে আসতে পারে অনেকেরই। এটি নিয়ে আগেই টেকটিউন্সে টিউন হয়েছে। বিস্তারিত জানতে এখানে ঘুরে আসতে পারেন।

বিনু এসএমএস ডাউনলোড করতে এখানে ক্লিক কএসএমএস (১৯০ কিলো বাইট)

বিনু এসএমএস ডাউনলোড করতে এখানে ক্লিক কএসএমএস (৩২৬ কিলো বাইট)

৯. IM+ pro : স্কাইপ, ইয়াহু, জিমেইল, এমএসএন, জাবার সহ প্রায় সব মেসেজিং সার্ভিস এক সাথে পাবেন এই সফট্‌ওয়্যারে।

IM+ Pro ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (৬.০৭ মেগা বাইট)

আজ এ পর্যন্তই। উপরের সকল এপস নিয়েই কোন না কোন টিউন খুঁজে পাবেন, আর অনেকেই এগুলোর উপর অনেক অভিজ্ঞ, তাই বেশি কিছু লেখা হয়নি। তাতে অবশ্য কোন ক্ষতি নেই। একবার করে ব্যবহার করে দেখলেও দেখতে পারবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।  সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ।

*ভিডিও কল হ্যান্ডসেট নির্ভরশীল (কোন কোন হ্যান্ডসেটে ৩জি/ওয়াই ফাই নেটওয়ার্ক ছাড়া ভিডিও কল কাজ করেনা)

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সোজা প্রিয়তে! সবগুলো ফাইল মিডিয়াফায়ারে আপলোড করার জন্য আপনাকে ধইন্যা। দেখা যায়, নতুন প্রবাসী ভাই এর আগমন গটছে! 😀

Level New

konta lomu konta charmu……… .

Level 0

Digsby For Android? where that, have you any Information?

amio priyo te nilam.oshadharon tune.

fring, binu, IM baade sob use korechi, eBuddy valo lage.. fb,gmail,yahoo,skype support kore. tai ata use kori..

হোয়াট দা… Whatsapp কই???

আমার সিম্ফোণী w10 অনেক টা স্লো হয়ে গেছে, কিভাবে ফরম্যাট দেয়া যাবে??? একটু হেল্প করেন, ,প্লিজ!!!

    Level 0

    @aminur_rosul: আপনি কি Link2SD ব্যবহার করে দেখেছেন? সেট রুট করে Link2SD ইন্সটল করে ব্যবহার করে দেখতে পারেন।

Level 0

অনেক কষ্ট করে গুছিয়ে লিখেছেন। বেশ ভাল হয়েছে। একবারে এই লিঙ্কটা দেখতে পারেন http://www.1mobile.com এখান Google Play-এর প্রায়ই সব ফ্রী অ্যাপস-গুলো সরাসরি পিসি-তে ডাউনলোড করা যাবে। সব অ্যাপস নিয়মিত আপডেট করে।