অ্যান্ড্রয়েড নিয়ে এক মজার অভিজ্ঞতা হল!

অ্যান্ড্রয়েড নিয়ে এক মজার অভিজ্ঞতা হল।

এর আগেও ছোট-বড় বেশ কিছু সমস্যায় পড়েছি; আবার সেটি সমাধানও করেছি। কিন্তু গতকাল রাতে এমন একটা সমস্যায় পড়লাম- যা ছিল রীতিমত উদ্বেগের!

সাধারণত প্লে-স্টোর ছাড়া কোনও অ্যাপ ফোনে সেটাপ দেওয়াটা অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়! কিন্তু বড় কোনও অ্যাপ নামাতে গেলে পুরোপুরি ফোনের উপর ভরসা করা অনেক ক্ষেত্রেই বিরক্তিকর! ঝামেলাও বটে! কারণ, ১. ফোনে অনেকেই লিমিটেড নেট ব্যবহার করেন। যে জন্য অনেকেই এ পথ মারান না। ২. নেটের স্পিড থাকে মাত্রাতিরিক্ত স্লো। এছাড়াও আরও অনেক কারণ তো আছেই।

আমিও এই কাজটাই করি। ছোট-খাটো অ্যাপের প্রয়োজন হলে ফোন থেকে প্লে-স্টোরে ঢুকেই নামিয়ে নেই। কিন্তু বড় কোনও অ্যাপ হলে আমার একমাত্র ভরসা পিসি!

পিসি দিয়ে অনেক অ্যাপ নামিয়ে নিয়েছি, সেটাও প্লে-স্টোর থেকেই! এছাড়াও আননোন সোর্স থেকে কোনও অ্যাপ নামিয়ে ফোনে সেটাপ দেওয়ার আগে বুঝে-শুনেই সেটাপ দেই। কিন্তু গতকাল রাতে হল কি- বেশ কয়েকটি ছোট-ছোট অ্যাপ ফোনে সেটাপ দিতে গিয়েই ঘটল বিপত্তি!

প্রথমে বেশ কয়েকটি অ্যাপ ভালভাবেই সেটাপ দিলাম। কিন্তু সর্বশেষে ফেসবুকের একটা অ্যাপ (এটা ছিল অন্য একটি সাইট থেকে নামানো) সেটাপ দিয়ে সেটা ওপেন করতে গেলেই সঙ্গে-সঙ্গে ফোনটা রিস্টার্ট নিল। বুঝলাম না ব্যাপারটা!

তারপর যখন ফোনটা ওপেন হল, দেখি আমার সাজানো-গোছানো ফোনটা আর আমার মত নেই! সব কিছু এলোমেলো!! প্রোগ্রামগুলোও উল্টা-পাল্টা!!! সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ছিল- ফোনের ভেতর একটা কন্ট্রাক্ট নাম্বারও নেই! নেই একটাও এসএমএস, এমএমএস! সব উধাও!!!

অনেকক্ষণ গুঁতাগুতি করেও কিছুই হল না। তার উপর আবার ফোনের হোম বাটন একদমই কাজ করছে না। বুঝতেই পারছেন ব্যাপারটা! কি করি!

শেষে মহা বিরক্ত হয়ে ফোনটাকে দিলাম ‌‌'ফ্যাক্টরি রিসেট'।
ফোনের হোম বাটন কাজ করা শুরু করল। কিন্তু বাকি সব ডাটা, ফোন নাম্বার, অ্যাপ হারাতে হল একেবারে।

তবে ভাগ্য ভাল গুগলে অ্যাকাউন্ট করে নাম্বারগুলো সিংক্রুনাইজ করে রেখেছিলাম। কিন্তু ফোন রিসেট দেবার পর আবার গুগলে ঢুকতে করতে হল আরও অনেক ঝামেলা! শেষে অনেক ঝক্কি-ঝামেলা করে গুগল অ্যাকাউন্টে ঢুকে বেশ কিছু নাম্বার উদ্ধার করা গেল। কারণ, ফোনে অটো সিংক্রুনাইজ বন্ধ করে রেখেছিলাম। তাই শেষ কয়েক দিন যে নাম্বারগুলো ফোনে সেভ করেছিলাম সেগুলো হারাতে হল চিরতরে। আর অন্যান্য সব তো হারাতে হলই।

তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের জন্য একটা কথাই বলব- ফোনের ব্যাকআপ রাখবেন সব সময়। নইলে তো বলা যায় না...!!!

অ্যান্ড্রয়েড ব্যবহারকারিরা ফোন ব্যবহার করতে গিয়ে কে কোন সমস্যায় পড়েছেন, শেয়ার করুন। এতে কারও না কারও, বিশেষ করে নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের উপকার হলেও হতে পারে।

Level 0

আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

onek dhonnobad Dada ei rokom experience share korar jonno, asha rakhi next time aaro share korben jeno Lamar moto new android userder kaje ase ba sotorko hote pari.

Level 0

আমার এন্ড্রয়েড নাই

আপনার জন্য দুঃখ হচ্ছে।ডাটা হারানোটা কতটা কষ্টের তা যাদের হারানো যায় তারাই বোঝেন।

আমি এত সতর্ক থাকি না । একবার 4Shared থেকে Clear Vision (17+)
(Play Store-e 0.89$) নামের প্রায় 32 MB র একটা গেম নামিয়ে ইন্সটল দিয়ে যেই চালু করতে যাই অমনি সেট হ্যাং করে । এমনকি সেট প্রচণ্ড ল্যাগ করা শুরু করল । তাও ব্যাটা আবার Phone Memory র জায়গা দখল করে রাখছে! আনইন্সটল করতেও দেয়না! সেট বার চারেক রিস্টার্ট করার পর এখন যে এপ্লিকেশনই ওপেন করতে যাই সাথে সাথে Force Close করে! মর জালা! এখন? ভাগ্য ভাল ছিল আমার সব Apps & Games আর Phone Numbers & Massages এর ব্যাকআপ ছিল । শেষতক Factory Reset করলাম । যাই হোক! অন্যান্য ভাইয়েরা সাবধান থাকবেন ।
@পান্থ শ্রাবণ
আপনার জন্য খুব খারাপই লাগছে!!

Level 0

vai data backup rakhbo kivabe r rakhle o ta restore korbo kivabe doya kore bistarit janaben…..

    @fuad: গুগলে অ্যাকাউন্ট থাকলে সিংক্রুনাইজ করে রাখুন। আর SD কার্ডে ব্যাকআপ রাখতে হলে প্লে-স্টোর থেকে Contact Backup নামে অনেক অ্যাপ আছে, ইচ্ছেমত বেচে নিন। একেবারে ইজি। সময়ের অভাবে লিঙ্ক দিতে পারলাম না বলে দু:খিত। সমস্যা হলে জানাবেন।

Level 2

ভাই আপনি একদম আমার মনের কথাটা বললেন। আমার symphony W15, O/S Android 2.3.5. যে কেউ আমাকে ফোন দিলে আমার নাম্বার ব্যস্ত দেখায়, আমার অন্য ফোন থেকেও কল দিয়ে দেখেছি কথা সত্য। গতকাল হতে এরকম হচ্ছে কাউকে বুঝাতে পারছি না, আবার ঠিকও করতে পারছিনা। টেকটউন ভাইরা একটু সাহায্য করুন। প্লিজ…..

Level 0

vai PC diya Play store theke file download kor bo ki babe pls ektu bolen

@sohel3042:
আমি Walton Primo, OS-2.3.6, Dual Sim Dual Standby ব্যাবহার করি । আমার একটা সমস্যা হল যখন দুই Sim একসাথে চালু থাকে তখন এক Sim এ নেট চালালে অন্য Sim অফলাইনে চলে যায় । তখন কেউ ফোন করলে যে Sim এ নেট চালাই ওই Sim খোলা পায় কিন্তু অন্য Sim বন্ধ পায় ! অনেক সময় এমনও হয় যে নেট চালু না থাকলেও এক Sim এ কথা বলতে থাকলে অন্য Sim অফলাইনে চলে যায় বা কেউ ফোন দিলে Busy পায়! ব্যাপারটা ভীষণ বিরক্তিকর! বিশেষ করে নেট চালানোর সময় অসহ্য লাগে!
আপনার সমস্যাটা কি এরকম?
এর কি কোন সমাধান আছে???

আপনার টিউনটির জন্য ধন্যবাদ… সত্যিই অনেক উপকার করলেন… এখন থেকে আমি আর কিছু করি আর না করি সেলফোন সিংক্রুনাইজ করে রাখবো…