এক্সক্লুসিভ ! Walton Primo F3i Full Review

আমাদের দেশে জনপ্রিয় একটা দেশি ব্রান্ড হল Walton . Walton এবারে নিয়ে আসল কম দামে আর একটা স্মার্ট ফোন Walton Primo F3i । আজকে শেয়ার করব Walton Primo F3i  সেট এর ফুল হ্যান্ডস অন রিভিউ ।

আসুন এক নজরে দেখে নেই এই সেট এর ফিচার গুলা –

প্রসেসর – ১.৩ গিগা হার্জের ডুয়েল কোর প্রসেসর ।

র‍্যাম – ৫১২ মেগা বাইট ।

জিপিইউ – মালি ৪০০ , Mail 400.

ডিসপ্লে – ৪.৫ ইঞ্চি টি এফ টি ক্যাপাসিটিভ টাচ স্কিন ।

ক্যামেরা – ৮ মেগা পিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা , সাথে এল ই ডি ফ্লাশ ।

স্টোরেজ ক্যাপাসিটি – ৪ গিগা বাইট ইন্টারনাল মেমরি , ১ গিগা বাইট ব্যাবহার করতে পারবেন মেমরি হিসেভে আর ২ গিগা বাইট এপস ইন্সটলের জন্য।

ও এস – এন্ডয়েড ৪.২.২ জেলি বিন ।

বিস্তারিত ফুচ ফিচার 

এটা ছিল এই ডিভাইসের সংক্ষিপ্ত বিবরন এবার বিস্তারিত বিবরন দেখা যাক –

বিল্ড কোয়ালিটি ও ডিজাইন -

Walton Primo F3i ডিভাইসের বিল্ড কোয়ালিটি মোটামুটি । এর বডি তৈরি করা হয়েছে পিওর প্লাস্টিক দিয়ে ।  এর বডি এর বিল্ডিং কোয়ালিটি প্রিমো এফ থ্রী , প্রিমো এফ ২ এর মতই । এই ফোনটি হাতে ধরতে খুব ভালই লাগে , আর এই সেট দুই রঙ এ বাজারে পাওয়া যাচ্ছে কালো আর সাদা ।

walton f3i

তবে এর সাথে কোন ফ্লিপ কভার নেই আপনাকে আলাদা কিনতে হবে । এই ডিভাইস টির উচ্চতা প্রস্থ আর চওরা । এর ডিজাইন স্লিম হবার কারনে ও ওজনে হালকা হবার জন্য এই সেট সবারই নজর কারতে সক্ষম ।

সিপিইউ ও জিপিইউ – ওয়াল্টন প্রিমো এফ থ্রী এর মতই এর সিপিইউ হিসেবে থাকছে ১.৩ গিগা হার্জের ডুয়েল কোর প্রসেসর যা আপনাকে দিবে ছোট খাট এইচডি গেমস খেলার নিশ্চয়তা , আর জিপি ইউ হিসেভে থাকতে Mail 400 গ্রাফিক্স । আপনি এর সাহাজ্যে অনায়েসে যে কোন মিনি এইচডি গেমস খেলতে পারবেন ।

র‍্যাম ও রম – ওয়াল্টন এফ থ্রী আই তে ব্যাবহার করা হয়েছে ৫১২ মেগা বাইট র‍্যাম ও ৪ গিগা বাইট র‍্যাম ।

এটা ছিল এই ডিভাইসের সংক্ষিপ্ত বিবরন এবার বিস্তারিত বিবরন দেখা যাক –

বিল্ড কোয়ালিটি ও ডিজাইন -

walton primo f3i

Walton Primo F3i ডিভাইসের বিল্ড কোয়ালিটি মোটামুটি । এর বডি তৈরি করা হয়েছে পিওর প্লাস্টিক দিয়ে ।  এর বডি এর বিল্ডিং কোয়ালিটি প্রিমো এফ থ্রী , প্রিমো এফ ২ এর মতই । এই ফোনটি হাতে ধরতে খুব ভালই লাগে , আর এই সেট দুই রঙ এ বাজারে পাওয়া যাচ্ছে কালো আর সাদা ।

তবে এর সাথে কোন ফ্লিপ কভার নেই আপনাকে আলাদা কিনতে হবে । এই ডিভাইস টির উচ্চতা প্রস্থ আর চওরা । এর ডিজাইন স্লিম হবার কারনে ও ওজনে হালকা হবার জন্য এই সেট সবারই নজর কারতে সক্ষম ।

সিপিইউ ও জিপিইউ – ওয়াল্টন প্রিমো এফ থ্রী এর মতই এর সিপিইউ হিসেবে থাকছে ১.৩ গিগা হার্জের ডুয়েল কোর প্রসেসর যা আপনাকে দিবে ছোট খাট এইচডি গেমস খেলার নিশ্চয়তা , আর জিপি ইউ হিসেভে থাকতে Mail 400 গ্রাফিক্স । আপনি এর সাহাজ্যে অনায়েসে যে কোন মিনি এইচডি গেমস খেলতে পারবেন ।

র‍্যাম ও রম – ওয়াল্টন এফ থ্রী আই তে ব্যাবহার করা হয়েছে ৫১২ মেগা বাইট র‍্যাম ও ৪ গিগা বাইট র‍্যাম । তবে আপনি যদি কোন এক্সটার্নাল এসডি কার্ড লাগিয়ে ব্যবহার করেন তবে আপনার এক্সটার্নাল এসডি কার্ডটিই স্বয়ংক্রিয়ভাবে মূল এসডি কার্ডে পরিবর্তিত হয়ে যাবে।

ডিসপ্লে ও টাচ রেসপন্স -

Walton Primo F3i এর ডিসপ্লে মোটামুটি ভাল মানের করা হয়েছে । এতে ব্যাবহার করা হয়েছে IPS Capacitive Touchscreen. যা কিনা ৪.৫ ইঞ্চি প্রসস্থ ও 480X854 pixel রেজুলেশন ও (~218 ppi ). এছারা এতে আই পি এস ডিসপ্লে ব্যাবহার করার কারনে ডিসপ্লের টাচ রেসপন্সিভ অনেকটা ভাল । এর টাচ রেসপন্স মোটামুটি তাই এর ডিসপ্লের রেটিং করলে ৫ এর ভিতরে ৪ দেয়া যায় ।

ক্যামেরা - Walton Primo F3i তে ৫ মেগা পিক্সেল ক্যামেরা কথা বলা হলেও এতে ৮ মেগা পিক্সেল এর ক্যামেরা ব্যাবহার করা হয়েছে আর সামনের ক্যামেরা হল ভিজিএ । আর এতে রাতে ছবি তোলার জন্য ফ্লাশ লাইট ব্যাবহার করা হয়েছে , এর ফ্লাশ লাইটের মান মোটামুটি ভাল বলা যায় । নিচে এর দিনে ও রাতে তোলা কিছু ছবি দিলাম।

walton primo f3i photo quality night

এটা রাতের অন্ধকারে তোলা 

walton primo f3i photo quality

এটা দিনের আলোতে তোলা 

এটাতে মোটামুটি ভাল মানের ছবি তোলা যাবে ও 720P কোয়ালিটির ভিডিও করা যাবে ।

ইউজার ইন্টারফেস -

Walton Prim F3i তে ইউজার ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে , এটায় চেঞ্জ করে মাঙ্গো লান্সার দেয়া হয়েছে যার কারনে অনেকটা চেঞ্জ মনে হবে ইউজার ইন্টারফেস ও মেনু কালার ফুল করা হয়েছে ।

বেঞ্চমারক -

একটি ডিভাইসের সার্বিক পারফরম্যান্স সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাওয়ার জন্যই মূলত বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাই Walton Primo F3i এর সার্বিক পারফরম্যান্স সম্পর্কে ধারণা পেতেই ডিভাইসটি আমরা বেঞ্চমার্ক করে দেখেছি।

এক্ষেত্রে পূর্বে আমরা বেশ কয়েকটি বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন ব্যবহার করলেও সবার চাহিদা মূলত Antutu Benchmark এই থাকে। তাই এখানে Antutu Benchmark এর ফলাফলটিই দিচ্ছি।

walton f3i benchmark result

ছবিতে দেখা যাচ্ছে Walton Primo F3i এর Antutu Benchmark স্কোর ৮৪৩৩ ।

অর্থাৎ আপনি প্রায় সব ধরনের ছোট খাট এইচডি গেমস এই সেট এ খেলতে পারবেন ।

গেমিং -

একটি ডিভাইস ঠিক কতটুকু পারফরম্যান্স দিতে পারে তার অনেকটাই এর গেমিং পারফরম্যান্সের মাধ্যমে ধারণা পাওয়া যায়। স্মার্টফোন ইউজারদের একটা বড় অংশ মূলত গেম খেলার জন্য স্মার্টফোন ব্যবহার করে থাকেন। তবে এ ক্ষেতে আপনি ছোট খাট এইচডি গেমস প্রায় অনায়েসেই খেলতে পারবেন । এই সেটে গেমিং এর জন্য রয়েছে Mail 400 জিপি ইউ, যা আপনাকে অনায়েসে ছোট খাট এইচডি গেমস মানে ৩০০ মেগা বাইট পর্যন্ত গেমস খেলতে পারবেন ।

ব্যাটারি ব্যাকআপ -

এই সেট এ ব্যাবহার করা হয়েছে 1800 মিলি এম্পিয়ারের এর লি আয়ন ব্যাটারি । যার সাহাজ্য আপনি অনায়েসে এক দিন এই সেট ভর পুর ব্যাবহার করতে পারবেন । মানে ২ ঘন্টা গেমস খেলা, ২ ঘন্টা ভিডিও দেখা, ১ ঘন্টা নেট ব্রাউজিং করা ও ফোন কল করা ।

কানেকটিভিটি ও সেন্সর -

ডুয়াল সিম সুবিধা সমৃদ্ধ Walton Primo F3i-তে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই ও জিপিএস সুবিধা।এর বাইরে হটস্পট সুবিধা তো থাকছেই। এছাড়া এতে ৩জি প্রযুক্তিও রয়েছে যার মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ৩জি ভিডিও কলও করতে পারবেন।

সেন্সরসমূহের মাঝে এতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, সাউন্ড সেন্সর ইত্যাদি রয়েছে। তবে দুঃখের বিষয় হলো ওয়াল্টনের অন্যান্য ডিভাইসের মত এতেও জায়রোস্কোপ সেন্সর নেই।

। এর বাইরে ডিভাইসটিতে রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক পোর্ট তো আছেই।

মুল্য –  এই সেট এর দাম ধরা হয়েছে ৮২৯০/- টাকা , আর এই সেট কিনলে সাথে পাবেন একটা চারজার, আর একটা হেড ফোন , তবে এর হেড ফোন ভাল মানের না ।

সোর্স - মোবাইল বাজার 

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুইটি প্রশ্ন বললেন Walton Primo F3i কিন্তু বড়িতে তো Walton Primo F3 লেখা কেন ? আর এই ফোন টিতে কি ইউ এস বি হোষ্ট আছে কিনা তাও তো বললেন না কেন?

Level 0

এটা হল ওয়াল্টন যখন এফ ৩ এর বডিতেই এফ ৩ আই সেট লাগিয়ে দিয়েছে । আর ইউ এস বি হোস্ট আছে

ক্যামেরার পিকচার তো তেমন ভালো মনে হচ্ছে না!!!!!

Level New

ami goto 13.12 te kinechi akhon porjonto eita awesome set r nfs mw khelchi akdom smuth colche kono hang nai ba slow nai…..kom takai eita khub vlo set tobe onno headfone ete kaj kore na…….taachaea khub valo set…..game khelle ba onekkhon net calale gorom hoi na….or any informesion plz cal 01712338643

ভাল লাগলো. কম দামের মধ্যে ভাল সেট.

ভালো লাগলো ইউ এস বি হোষ্ট আছে বলে। আমি গত ৮ দিন আগে এই ফোনটি কিনি এর কালার টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর কিনার সময় দোকানদার ভাই আমাকে বলেছে এফ ৩ তে ফ্লাশ নাই আর এফ ৩আই তে ফ্লাশ আছে। জমা করছিলাম। ধন্যবাদ আপনাকে টিটিথেকে নেয়া একটি টিউন আমার মনে হয় কাজে লাগবে। হোষ্ট তৈরী করব। ধন্যবাদ ভাই আপনাকে।

    @টাইপ মাষ্টার: সাউন্ড বক্সে গান বাজিয়ে শুনেন তো পারলে।

Level New

ভাই কেউ যদি আই সেট কিনেন তাহলে আমি তাকে এইটাই নিতে বলব কারন সেটটা আকেবারে অস্থির।আমি ১৪ তারিখে আইটা কিনছি চালায় খুব মজা পাওয়া জাই আর যে দেখে তার খালি হাতে নিতে ইচ্ছা করে performance জটিল আর ক্যামেরা মোটেও খারাপ না ।
antutu তে আমার score 11864 আসছে কারন আমার টা রুট করা । আগে থেকেই ফাস্ত ছিল আখন আর ফাস্ত হইছে সব HD game আরামে খেলা যায় ।মোট কথা আমি বর্তমানে সুখেই আছি কেউ জফি কিনে তাহলে আমি তাকে এইটাই কিনতে বলব

Level 0

2000

ভাই সবই বুঝলাম। এই সেটে পারলে অন্য কোন হেডফোন লাগিয়ে গানশুনে দেখেছেন?? অথবা সাউন্ড বক্সে গান বাজিয়ে শুনেন তো পারলে।

ঠিক আছে হেড ফোন তেমন ভাল না আমি এর আগে Symphony w 68 কিনেছিলাম। বুঝলেন ঐ ফোনের যে হেড ফোন আমার মনে হয় একেবারেই ফাল্তু জঘিন্ন মুখে তোলা যা না সেই তুলনাই এটা ভালো। ধন্যবাদ। আর সাউন্ড বক্সের কথা বলেন ভাই এইটা আমার দেখা হয় নি।

Level New

vai walton headfone jak e akta game khelese r ta holo others headfone er caite ortar jak ektu boro korse jar jonne onno headfone kaj kore na…….

Walton primo EF er benchmark 10695 😀 😀 😀 😀