Share করুন আপনার Broadband Internet আপনার Android ফোনে Root User

আপনাদের সবাই কে আবারো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। এটা আমার ৩য় টিউন। এখানে আমি আপনাদের দেখাব কি করে আপনার পিসি তে ব্রডব্যান্ড ইন্টারনেটকে Android মোবাইলে শেয়ার করতে পারবেন। আগেই বলে রাখছি যে এই পদ্ধতিতে আপনাকে Rooted Android ফোন থাকতে হবে।

পিসি থেকে Android এ ইন্টারনেট শেয়ার করার ব্যাপারে হয়তো অনেকে জানেন। তবে আপনারা এই পদ্ধতিতে Skype, Google-Play, Whatsapp, 1-Mobile market ইত্যাদি ইন্টারনেট ভিত্তিক অ্যাপস চালাতে পারেন না। শুধুমাত্র Browser দিয়ে ইন্টারনেট চালান। এতে ইন্টারনেট চালানো মানে মাছের তেলে মাছ ভাজার মত। যদি ইন্টারনেট শেয়ার করে সবই না পেলাম তো এত ঝামেলা করে শেয়ার করে লাভ কি? যাক আমি আপনাদের সেই ঝামেলার সমাধান দেখিয়ে দিচ্ছি।

পিসি থেকে Android ফোনে দুইভাবে ইন্টারনেট শেয়ার করা যায়।

১. Wi-fi Hotspot তৈরি করে। (ঝামেলা বিহীন)

২. USB Cable দ্বারা Tethering এর মাধ্যমে। (একটু ঝামেলা আছে)

Wi-fi এর মাধ্যমে Android ফোনে সম্পূর্ণ ঝামেলা মুক্ত ভাবে পিসির ইন্টারনেট শেয়ার করা যায়। তাতে কোন অ্যাপস চালাতে ঝামেলা হয়না। কিন্তু ডেস্কটপে ইন্টারনেট শেয়ারের জন্য Wi-Fi Device থাকেনা যা ল্যাপটপে থাকে। ডেস্কটপের ইন্টারেনেট শেয়ারের জন্য Wi-Fi Device আলাদা কিনতে পাওয়া যায়। কিন্তু একটা Device ৮০০-৫০০০ টাকা পর্যন্ত হয়। তাই অনেকে কিনতে পারেন না। তাই আমার আলোচনার বিষয় এটা না। আমি ২য় পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

পিসির ইন্টারনেট আপনার Android ফোনে শেয়ার করা সেটা USB Cable দিয়ে, এটা একটু ঝামেলারই। অনেকেই মনে করবেন এত ঝামেলার কি দরকার? কিন্তু আপনার এমন সময় এলো যখন ফোনেই আপনার ইন্টারনেট লাগবে, আপনার ডেস্কটপে কোন Wifi Router নেই এবং প্যাকেজ কিনতে পারছেন না। তখন নাই মামার চেয়ে কানা মামা কে অনেক বেশি মনে পড়বে। আর USB tethering ই সেই কানা মামা।

USB Tethering জন্য আপনার যা যা প্রয়োজন হবেঃ

১. Android Rooted Phone

২. ইন্টারনেট কানেকশন যুক্ত কম্পিউটার

৩. Reverse Tethering Software.

৪. USB Cable

আপনার পিসি তে উইন্ডোজ এর OS রাখবেন। MAC, Linux এর মত OS এ চলতে নাও পারে। এবার আমার দেয়া Reverse Tethering টা ডাউনলোড করে নিন। এবার Zip ফাইল টা unzip করে নিন। সেখানে Android Tool.exe Application টা চালু করুন। নিচের মত করে দেখা যাবে।

Android

এবার আপনার Android ফোন কে ডাটা কেবল দিয়ে লাগান। এবং "USB Debugging" চালু করুন। পরে আপনার Software টি অনেকটা এমন দেখাবে।

Android1

"Select a device" এ যেইসব হাবিজাবি দেখছেন তা আপনার Device Id. আপনাদেরও এরকম কিছু নাম্বার আসবে। এবার Tools এ যান। ওখানে দেখবেন লেখা Install Hack। ওটাতে ক্লিক করুন। এদিকে আপনার ফোনের দিকে তাকান আপনার ফোনে Root Access চাইবে। সাথে সাথে Grant করে দিন। সাথে আরো ২টা Software Install হবে। একটা হল "Xposed Installer" পরে Automatic ভাবে আপনাকে তার ভেতর নিয়ে যাবে। আপনি এখানে "Modules" এ ক্লিক করে দেখবেন "Hack Connectivity Service" কে টিক দিন। এবার ব্যাকে এসে ক্লিক করুন "Install Update"। এরপর দেখবেন আপনাকে "reboot" করতে বলবে। আপনি ওখান থেকে Reboot দিন। একটু পর দেখবেন ফোন চালু হবে। মেনু থেকে আপনি "Hack Connectivity Service" কে Select করুন। সেখানে "Hack" ও "Trace" কে Activate করে দিন।

এবার আপনার কাজ হলো ফোনের Data Connection চালু করা। MB কিনতে হবে না। টাকাও রাখতে হবে না। শুধু Data Connection চালু রাখতে হবে। এটার একটা বিশেষ কারণ আছে। সেটা পরে বলছি। এবার আপনার পিসিতে যেইটা চালু আছে ওইটাতে দেখবেন বাম পাশে "Connect" লেখা আছে। ওইটাতে ক্লিক করে দিন। অনেকটা এমন দেখাবে।

Android2

এটা গায়েব হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসময়ে আপনার ফোনে "USB Tunnel" নামে একটা Application Install হবে। Root access চাইলে দিয়ে দিন। এরপর ছবির মত বক্সটা গায়েব হলে এমন দেখবেন

Android3

দেখছেননি কারবার? লাল রঙের ওইতান কি? ওইগুলা আপনার ফোনের ধারণকৃত Download Speed. এবার আপনার যা মনে চায় চালান। পিসির ইন্টারনেট দিয়ে। আর কোন সমস্যা হবেনা। তবে হ্যাঁ Disconnect করার পর চেক করবেন ফোনের Usb Tunnel টা বন্ধ হয়েছে কিনা। যদি না হয় তবে বন্ধ করবেন। এতে পরবর্তীতে Connection পেতে ঝামেলা হবে না।

এবার বলি আপনাকে ডাটা কানেকশন কেন অন রাখতে হবে। আপনার ফোনকে কোন খান থেকে Bandwidth আনার মাধ্যম দরকার। কিন্তু USB Cable সেই মাধ্যম হতে পারেনা। তাই আপনি USB Cable কে Hack করে তাকে Fake Wifi Connection বানাচ্ছেন। কিন্তু একে আপনার ফোনে ঢুকতে Connection লাগবে। এই Data Connection ই হলো আপনার সেই Connection। এর ফলে আপনার বোকা ফোন ধরতে পারবে না আপনি আসলে Bandwidth কোথা থেকে পাচ্ছেন। ফলে Google Play, Skype, Chrome, GPS সহ সব Browser চালাতে পারবেন। যদি Data Connection না On করেন তবে আপনি শুধু Opera, UC browser ইত্যাদি চালাতে পারবেন। আর কিছু চলবেনা।

আশা করি আমার দেয়া টিপস আপনাদের কাজে লাগবে। কাজে লাগলে আমাকে ধন্যবাদ দিতে আশা করি ভুলবেন না। অনেক ধন্যবাদ।

ডাউনলোড লিঙ্কঃ-এখানে টোকা দিন

বিঃদ্রঃ- এই অ্যাপটি আপনারা শুধুমাত্র দরকারে কাজে লাগাবেন। কারণ, USB CABLE পিসিতে সংযোগ দিলে ফোন চার্জে থাকা শুরু হয়। সারাদিন ফোন চার্জে থাকলে আপনার ফোনের ব্যাটারীর ১২টা বেজে যাবে। তাই যার লাগবে তিনি নিজ দায়িত্বে কাজটি করবেন। পরে আমাকে দোষ দিবেন না। আর হ্যাঁ আমাকে টিউমেন্ট করতে ভুলবেন না।

ফেসবুকে আমিঃ-এখানে আমাকে পাবেন।

পোস্টটি প্রথম এখানে প্রকাশিতঃ-এখানে ক্লিক করুন

ভালো থাকবেন। খোদা হাফেজ।

Level 0

আমি উদীয়মান লেখক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a learner. I have some addiction in technology. I love when I use to think about IT. Although people understand me as a fool or something like that. But it is alright to me. I am what I am. And I think I am a good person.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

“Hack Connectivity Service” এ ‘hack not installed’ বা ‘no hack installed’ এইরকম লেখা আসে । সমাধান থাকলে জানাবেন । শুধু ব্রাউজার দিয়ে নেট শেয়ার করা যাচ্ছে ।

    @Skylark: Xposed Installer এ Install/Update করেছেন? করে থাকলে Reboot করবেন। Hack Connectivity service এ শুধু Activate করবেন।আর কিছু দেখতে হবেনা।

যেভাবে শিরোনাম দিছেন আমি ভাবছি সরাসরি মোবাইলে ব্রডব্যান্ড কানেকশন দেয়া যাবে। আর আপনার পদ্ধতিতে শুধু ব্রডব্যান্ড কেন , wimax ও শেয়ার করা যাবে।

    @কিছুই বুঝলাম না: আপনার কথাও ঠিক। আমি সরাসরি কানেকশন শেয়ার করার কথা আনলে আমি সরাসরি OTG এর কথা আনতাম।

@indronile: আপনাকেও ধন্যবাদ।

আমি অনেক আগে থেকে ইউএসবি টিথারিংএর মাধ্যমে আমার ব্রডব্যান্ডের ইন্টারনেট শেয়ার করি, কিন্তু ইউএসবি টিথারিঙ্গে সমস্যা হয়, কানেকশান লস্ট হয় শুধু। :'(

    @ওয়াহিদুজ্জামান হৃদয়: আপনি সফটওয়্যারটি অন্য ভারশন ডাউনলোড করে নিন।কাজ করতে পারে।

সব ঠিক আছে তবুও নেটে ঢুকে না।

    @এম,এইচ সজিব: ভাই আপনি ডাটা কানেকশন অন করে নিয়েছেন?

      @উদীয়মান লেখক: হ্যাঁ ভাই। যদিও E চিহ্ন আসে নাই।

        @এম,এইচ সজিব: ভাই আপনাকে E চিহ্ন টা আনতে হবে। যদি আসে তবে পারবেন। না হলে Opera দিয়ে Browse করা যাবে।

লেখা টা আনেক সুন্দর হইছে

Level New

১বার কানেক্ট হইসে ।নেট ও ইউস করসি । একটু পর ডিসকানেক্ট হইসে । এরপর আর কানেক্ট হই না 🙁

    @gazi reza: পোস্টে দিয়েছিলাম ডিস্কানেক্ট হবার পর “USB Tunnel” টাকে অফ করে নিবেন।পরে আবার কানেকশন দিবেন। চলবে।

!!!!!!! জানতে চাই !!!!!
এন্ড্রয়েড মোবাইল বা ট্যাবলেটে কি ব্রডব্যান্ড কানেকশন কি ব্যাবহার করা যায়? মানে কম্পিউটার এর পিছনে RJ port লাগিয়ে যে ইন্টারনেট ব্যাবহার করা হয় সেই RJ port কি Android Tablet এ কি ব্যাবহার করা যায়? Tab টা যদি OTG সাপোর্ট হয়। যেহেতু OTG supported TAB এ কিবোর্ড, মাউস ব্যাবহার করা যায়। প্লিজ কারো জানা থাকলে কমেন্টে করুন।

Level 0

1.Desktop computer-e(k) ki- bhabe wifi chalokorbo?
2. Ama-k ki router kinte hobe ? ebong kon bazare kon band volo?(ami Mobile internet use kori)
3.Teletalk pocket router ki citycell-er cdma network-k kaj korbe(jodi pc-te zoom ultra modem-er diye net chai?
Pleaase, jodi kono bhai onogoh kore reply den, amar khob opkar hoi?

    @mana: @mana: ১. ডেস্কটপ কম্পিউটারে Wi-Fi চালু করতে আপনাকে Wifi router অথবা Lan network Card কিনে নিতে হবে। অন্যথায় Destop পিসি তে চালানো যাবে না।
    ২. হ্যাঁ আপনাকে Router কিনে নিতে হবে। সবচেয়ে ভালো হবে আপনি IDB তে গিয়ে কিনলে। অবশ্য আপনি ঢাকা থাকলে সেটা সম্ভব। TP-Link এ ভালো। দাম শুরু ৮০০ থেকে।
    ৩. আমার জানামতে সিটিসেল এখনো সিম করেনি। রিম দিয়ে CDMA Network চালায়। তাই Teletalk এর Pocket Router দিয়ে কাজ করা যাবেনা। আপনি Zoom চালাতে হলে CDMA Supported Modem চালাতে হবে। যেটা শুধুমাত্র Citycell দিয়ে থাকে।
    আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়েছেন।

Level 0

Bhai, apona-k onek onek donnobad,
ami citycell-er zoom ultra(cdma network) diye net chai,
Tai, ami chachi emon ekti process(Router) jate kore ekhon and porbortite 3g asle ei router diye net share korte pari
Asa kori somadan dinben?