আপনার যে কোন অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন Nokia X

সাম্প্রতিকনকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ সাপর্টেড ফোন নকিয়া এক্স, নকিয়া এক্স+ ও নকিয়া এক্সএল নিয়ে এসেছে ।

ফোন গুলোকে সম্পূর্ণ রূপে অ্যান্ড্রয়েড ফোন বলা যায় না। করান ফোন তিনটির কোনটিই গুগল প্লেষ্টোর,গুগোল ম্যাপ্স সাপোর্ড করে না। তবে থার্ড পার্টি সাইট থেকে অ্যাপ ডাউনলোড দিয়ে ইন্সটল করা যায়।

এই ফোনটি আমাদের সাধারণ অ্যান্ড্রয়েড ফোনগুলো থেকে আলাদা করেছে এর নতুন লান্চার টি দিয়ে। নকিয়া এক্স লান্চারটি তে উইন্ডোজ+লুমিয়া+আশা এর ফিচার এর সংমিশ্রণে তৈরি করেছে। আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে এই লাস্চার ব্যবহার করে nokia x এর কিছুটা স্বাদ নিতে পারেন।

ডাউনলোড লিংক।

::অন্ড্রয়েড এর নিত্বনতুন টিপ্স রিভিউ ও অ্যাপ্স পেতে আমাদের অ্যান্ড্রয়েড পেজে যোগদিন::

পূর্বে প্রকাশিত এখানে।

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো লাগলো।

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। কিন্তু মোবাইল খুব স্লও হয়ে theme যায় ব্যাবহার করলে ………………………

    @রাজিবুল ইসলাম।: 🙂 নকিয়া/ উইন্ডোজ অ্যান্ড্রয়েডের জন্য এর চেয়ে ভালো কিছু করবে বলে মনে হয় না। তাদের x সিরিজের ফোনগুলোতেও লান্চারটা দেখলাম স্মুথ না।