Android ফোন দিয়ে ফেসবুকে এক শব্দের প্রোফাইল নাম দিন

সবাইকে আন্তরিক শুভেচ্ছা! ফেসবুকে এক শব্দের নাম হয়তো আপনারা অনেকেই কম্পিউটার এর ফায়ারফক্স দিয়ে করেছেন। কিন্তূ আজ আমি দেখাবো কি ভাবে Android মোবাইল দিয়ে ফেসবুকে এক শব্দের প্রোফাইল নাম দিবেন।
এর জন্য যা যা লাগবে

  •  Easy browser
  •  Indonesian Proxy

প্রথমে Easy browser টি ডাউনলোড করে নিন ডাউনলোড করতে এখানে Click করুন ডাউনলোড শেষে আপনার ফোনে ব্রাউজার টি ইন্সটল দিয়ে আপনার ফেসবুক প্রোফাইল এ লগিন করুন।

তার পর এখানে Click করুন এখানে ইন্দোনেশিয়ার লেটেষ্ট প্রক্সি পাওয়া যায় বিভিন্ন ধরনের পোর্ট যেমনঃ 80, 8080, 5555, 3113 ইত্যাদি। আমি সাজেসট করবো 8080 পোর্ট এর প্রক্সি ইউজ করতে। অন্য পোর্টের টা ভালভাবে কাজ করবে না। যাহোক আপনারা প্রক্সি পোর্ট সংগ্রহ করেছেন। এখন আপনারা ব্রাউজার এর সেটিং এ যান,সবার নিচে এডভান্স সেটিং পাবেন সেখানে ক্লিক করার সাথে সাথেই একটা মেনু পাবেন ভালভাবে লক্ষ করলে দেখতে পারবেন সেখানে Enable Proxy নামের একটা অপশন। ফাকা ঘরে টিক দিন তার পর proxy এর ঘরে Proxy এবং Port এর ঘরে পোর্ট দিয়ে বের হয়ে আসুন।

এখন আপনার ফেসবুকে প্রবেশ করে ভাষা চেঞ্জ করে ইন্দোনেশিয়ার ভাষা সিলেক্ট করুন। তার পর http://www.facebook.com/settings এ যান। তারপর সেখানে Umum এ ক্লিক করে Nama তে ক্লিক করুন। তার পর নামের প্রথম ঘরে আপনার প্রোফাইল নাম দিয়ে বাকি ঘর ফাকা রেখে নিচের ঘরে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন। সাথে সাথেই কেল্লা ফতেহ।

(বিঃদ্রঃ আগেই যদি আপনার প্রোফাইল নেম পাঁচবার চেঞ্জ করে থাকেন তাহলে কাজ হবে না. আর প্রক্সি ব্যবহার করার কারনে নেট স্পিড স্লো হবে)

ফেসবুকে আমিঃ AL Sadik Saeem
আমার এক শব্দের ফেসবুক প্রোফাইলঃ
সাদিক

Level 3

আমি সাইম আল সাদিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন এর মান আরো উন্নত করতে হবে ভাই, বেশী ভালো লাগলো না।

কিভাবে উন্নত করবো ভাই।।
একটু বলবেন প্লিজ।

ভাই ফেচবুক এ ইন্দনেশিয়ার ভাষা পাইলাম না

Level 2

রাহাতুল ইসলাম # তোমর যেমন ভাল চেহারা তদরূপ ভাল ঠিক তেমনি তোমার কমেন্ট # মখা