বুটলোডার আনলক রিলক করুন সকল সনি এক্সপিরিয়া মোবাইলের আর হয়ে যান বস । (শুধুমাত্র সনি লাভারদের জন্য)

স্বাগতম আমার ৩য় টিউনে। কই কোথায় গেলেন সনি লাভাররা। আমার টিউনগুলো সব সনি মোবাইলের উপর হবে তাই যাদের সনি এক্সপিরিয়া সিরিজের মোবাইল আছে তারা কিন্তু মিস কইরেন না। বিশ্বাস করেন আমি কিন্তু সনির হার্ডকোর ফ্যান। আজকে আমরা বুটলোডার আনলক করব। সনি, মোটোরোলা, এইচটিসি এরা এদের মোবাইলে একটা খ্যাস সিকিইরিটি দিয়ে রাখে যার না বুটলোডার। আর বুটলোডার আনলক না করলে আপনি কাস্টম রম বা কোন প্রকার এক্সপেরিমেন্টস করতে পারবেন না। তো চলুন কাজে নেমে পড়ি –

কাজে নামার আগে দেখে নিন আপনার ফোনের বুটলোডার আনলক করা যায় কি না ? দেখতে ফোন থেকে টাইপ করুন –“ *#*#7378423#*#* -->Service info -->Configuration -->Rooting Status

যদি – “Bootloader unlock allowed or Bootloader unlock allowed = yes” থাকে তাহলে আপনি আগে বাড়েন আর যদি – “Bootloader unlock not allowed or Bootloader unlock allowed = not” থাকে তাহলে আপনার কপাল খারাপ আপনি টিউনটি পড়ে টাইম খারাপ করবেন না  গুগল মামার কাছে যান।

আর একটা কাজ করতে হবে। তা হল প্রথমে আমাদের আনলক কোড নিতে হবে। কোডটি নিতে আমাদের এখানে যেতে হবে। সবগুলো স্টেপ ভালোকরে ফলো করুন। লাস্ট স্টেপে  IMEI  নাম্বার দেওয়ার পর  (IMEI জানতে টাইপ করুন - "*#6#" অথবা  Setting -->About phone -->Status) ওরা আপনাকে একটা কোড দিবে সেটা কপি করে রেখে দিন। এবার আসল কাজের পালা। -

নোট:- অবশ্যই ফোনের দরকারি ডাটা মেমোরি কার্ডে ব্যাকাপ নিয়ে নিবেন।

আমাদের যা  যা লাগবে –

(ক) সনি পিসি কম্পানিয়ন যদি না থাকে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

(খ) ফ্লাসটুল (এইটা হল আপনার ফোনের প্যারাসিটামল যতদিন সনি ফোন ব্যাবহার করবেন ততদিন ফ্লাসটুল কাছে রাখবেন। lol:D) যদি না থাকে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। ফ্লাসটুল ইনস্টল হয়ে গেলে ড্রাইভারটা ইনস্টল করে নিন ড্রাইভারটা পাবেন - C:\Flashtool\drivers ফোল্ডারে

যাদের জানালা ৮, ৮.১ তারা আগে এখান থেকে PDF টা ডাউনলোড করে কাজগুলো করে তারপর ড্রাইভার ইনস্টল করুন। তাছারা ড্রাইভার ইনস্টল হবে না।

(গ) ভালোমানের ডাটা কেবল।

(ঘ) ফোনে অবশ্যই 70% চার্য থাকতে হবে না থাকলে করে নিন।

নোট :- বুটলোডার আনলক করলে আপনার ফোনের সমস্থ রকম ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে আর ফোনের কোন প্রকার ক্ষয় ক্ষতির জন্য আমি বা টিটি দায়ি থাকবে না যা করবেন নিজ দ্বায়িত্বে করবেন। যাদের হার্ট দুর্বল বা ফোনের মায়া বেশি তারা কোন এক্সপার্ট ভায়ের সাহায্য নিন বা টিউন থেকে বেড়িয়ে যেতে অনুরোধ করছি।

আপনার ফোনের  Flash mode key – Z3, Z3 Compact, T3, E3, M2, Z2, Z2 Tablet, Z1 Compact, Z Ultra, Z1, Tablet Z, neo V, ray, P, ZL, Z, E dual, E, T, S =  volume down. go, PLAY, arc, arc S = Back.

Fastboot mode key -  ray, S, SL, sola, SP, T, T2 Ultra, T2 Ultra Dual, T3, Tablet Z, Tablet Z, WiFi, tipo, tipo dual, TX, U, V, Z, Z1, Z1 Compact, Z2, Z2 Tablet, Z2 Tablet WiFi, Z3, Z3, Compact, ZL, ZR, Z Ultra, P, C, E, E1, E3, E dual,  go, ion HSPA,  ion LTE, J, L, M, M2, M dual,  mini, mini pro, miro, acro S, active = Volume UP. Pro, neo, neo v, arc, arc s, Live with Walkman™ = menu. PLAY = Search.

প্রথমে ডাটা কেবল আপনার পিসির কোন পোর্টে লাগান।

এবার ফ্লাসটুল ওপেন করেন।

ওপেন করে “BLU” বটনে ক্লিক করুন।

উপরের মতো একটা পপআপ ম্যাসেজ শো করবে। পপআপ ম্যাসেজ ও কমান্ড উইন্ডোতে বলছে আপনার ফোনটি ফ্লাসমোডে কানেক্ট করতে । উপরে আপনার ফোনের Fastboot mode key গুলো দেওয়া আছে আপনার ডিভাইস অনুযায়ী কি চেপে ধরে কানেক্ট করুন।

কানেক্ট করার ২-৪ সেকেন্ড পর দেখবেন আবার একটা পপআপ ম্যাসেজ দিবে। এবার লক্ষ করুন যে বলছে ফাস্টবুট মোডে কানেক্ট করতে । উপরে আপনার ফোন অনুযায়ী Fastboot mode key চেপে ধরে কানেক্ট করুন।

ফ্লাসমোড আর ফাস্টবুট মোড কিন্তু আলাদা তাই ভালো করে লক্ষ করবেন।

এবার আমাদের কপি করা unlock key টা Unlock code এর জায়গায় পেষ্ট করে দিয়ে “Unlock” বটনে ক্লিক করুন ২-৪ সেকেন্ডের মধ্যে আপনার ফোন আনলক হয়ে যাবে (যদি কোন error বা faild দেখায় তাহলে পুনরায় আবার  চেষ্টা করুন) । তারপর ফোন পিসি থেকে খুলে অন করুন আর উপভোগ করুন কাস্টম রমের মজা।

কি পারলেন তো আপনার ফোনের বুটলোডার আনলক করতে। বুটলোডার আনলক ঠিকভাবে হয়েছে কি না দেখতে ফোন থেকে টাইপ করুন –“ *#*#7378423#*#* -->Service info -->Configuration -->Rooting Status

যদি – “Bootloader unlock done” থাকে তাহলে বুঝবেন আপনি সফলভাবে কাজটি করতে পেরেছেন।

এবার আসি “Bootloader Relock” করবেন কিভাবে

আবার উপরের সবকিছু একই নিয়মে করুন শুধু লাস্ট স্টেপে “Unlock” এর জায়গায় “Relock”  করে দিন।

বুটলোডার আনলক করার পর যদি ফোন অন না হয় মানে বুট অ্যানিম্যাশনে আটকে যায় তাহলে ১০-২০ মিনিট এভাবেই ছেড়ে দিন তারপরও যদি না হয় তাহলে কোন উপায় নাই ফোন ফ্লাস মারতে হবে এখানে দেখেন । আমি জানি না যে এটা কিজন্য হয় আমি আরো ২-৩ টি ফোনে দেখেছি এই সমস্যা আবার অন্য একটা নিয়মে করে দেখেছি একি সমস্যা তো ভয়ের কিছু নাই।

আর আগামী টিউন হবে কাস্টম রম নিয়ে তাই যাদের কাস্টম রম লাগবে তারা ফোনের মডেল নম্বর দিয়ে কমেন্টস করবেন তাহলে সুবিধা হবে।

ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন

আর টিউনটি যদি ভালো লেগে থাকে তাহলে দু-একটা কমেন্টস বা শেয়ার  কইরেন।

Level 0

আমি অবুজ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Wow…nice tune bro……dhonnobad……

Kintu last warning ta dekhe vhoi lagse…….pls….age…..amar phone er apps data settings shoho shob kivhave backup nibo…and restore korbo…..thn CWM install korar easy ta tune korun pls…ta hole phone on na holeo….restore kore….nite parbo shob…..pls…pls….pls…

    @walid: প্লে-স্টোরে অনেক অ্যাপ পাবেন যেগুলো দিয়ে আপনি ব্যাকাপ নিতে পারবেন। যেমন – Android assitant

SONY amar prio Band r ae Brand tottho diay onek upokar korlen…thnx for tunes about Sony

Level 0

বস, অনেক ধন্যবাদ টিউনের জন্য। আমি Xperia TX ব্যবহার ককরি। Xperia TX এ তো ফ্লাসমোড কি নাই। TX এর জন্য Cyanogenmod এর সর্বশেষ কোন ভার্সন ব্যবহার করা যাবে?

    @Himadri: volume down = flashmode and volume up = fastboot mode key.
    পরের টিউনে পাবেন। ধন্যবাদ আপনাকে

      Level 0

      @অবুজ বালক: অনেক ধন্যবাদ। পরের টিউনের জন্য অপেক্ষায় রইলাম।

ভাল লাগল