স্যামসাং গ্যালাক্সি এস৬ এর কাছে হার মানলো আইফোন ৬

বার্সেলোনায় চলতি 'ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস'-এ বহু প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ উন্মোচিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনের নানা দিক নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। মিলছে নানা ধরনের মন্তব্য। এখানে দেখে নিন গ্যালাক্সি এস৬ এর এমন কিছু বৈশিষ্ট্য যা আইফোন ৬-এ নেই। এই কাজগুলো শুধু গ্যালাক্সি এস৬ করতে সক্ষম।

১. গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ-এ রয়েছে স্যামসাং পে। এর মাধ্যমে যেকোনো কেনাকাটায় ক্রেডিট কার্ড রিডার ব্যবহার করে পণ্যে মূল্য পরিশোধ করা যাবে। কিন্তু অ্যাপল পে এর মাধ্যমে কাছাকাছি ফিল্ড কমিউনিকেশন ব্যবস্থা থাকলে তবেই তা দিয়ে পণ্যে মূল্য পরিশোধ করা যাবে।
২. স্যামসাংয়ের নতুন এই ফোন তার ছাড়াই চার্জিং প্যাডে লাগিয়ে চার্জ দেওয়া যাবে। কিন্তু অ্যাপল আইফোনের চার্জার প্লাগে লাগাতে হবে।
৩. খুব দ্রুত চার্জ হবে স্যামসাংয়ের নুতন ফোন। মাত্র ১০ মিনিটের চার্জে চার ঘণ্টা কাজ চালানো যাবে। আইফোনে এ ব্যবস্থা নেই।
৪. এস৬-এ যেকোনো নম্বরের জন্যে নির্দিষ্ট রং ব্যবহার করা যাবে। ওই নম্বর থেকে কল আসলে সেই রংয়ে জ্বলে উঠবে ফোন। এমন ফিচার আইফোনে নেই।
৫. হোম বাটনে দুটো ক্লিক করে স্যামসাংয়ের নতুন ফোনের ক্যামেরা চালু করা যাবে। আইফোনে ক্যামেরা আইকন বা অ্যাপ চালু না করে তা সম্ভব নয়।
৬. চলমানল বস্তুতে ফোকাস করে রাখতে পারে এস৬ এর ক্যামেরা। এ ব্যবস্থা আইফোনে নেই।
৭. গ্যালাক্সি সিরিজের নতুন দুটো ফোনে স্মার্ট ম্যানেজার দেওয়া হয়েছে। এক ক্লিকে ফোনের জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে। আইফোনে এ কাজটি করতে থার্ড-পার্টি অ্যাপ প্রয়োজন হবে।
৮. হোম স্ক্রিনে একের বেশি অ্যাপ চালু করে রাখা যাবে গ্যালাক্সিতে। কিন্তু আইফোনে একযোগে একটিমাত্র অ্যাপ চালু রাখা সম্ভব।
৯. এস৬ ও এস৬ এজ হৃদস্পন্দন মাপতে সক্ষম। স্বাস্থ্য বিষয়ক কয়েকটি ফিচার আইফোনে রয়েছে। কিন্তু হৃদস্পন্দন মাপার মতো বড় অ্যাপ তাতে নেই।
১০. পর্দা অফ করা থাকলেও গ্যালাক্সি এস৬ এজ-এ সময় দেখা যাবে। কিন্তু আইফোনে এ ব্যবস্থা দেওয়া নেই।

পূর্বে প্রকাশিতঃ আমার ড্রয়েড

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দাম কত হতে পারে জানা গেছে কি ?

দাম শুনায়া মুক্ত করেন 😛

দাম হতে পারে ৬৭০০০

মাগনা দিলেও নিমু না বাজে কোম্পানি স্যামসাং

Level 2

আমি অপেক্ষায় আছি কিনার জন্য

যাই করুক না কেন , iPhone is one of the BEST !

Level New

iphone kina ar taka gulo jole fele dewa aki kotha.

    @Engr. M Hasan: ভাই আমার মত Samsung মোবাইল আপনি ব্যবহার করেন নাই। আর আমি এখনো ব্যবহার করছি। Samsung খুবই বাজে সেট।

Level 0

Good tune… BUt you didn’t said what samsung copied from iPhone… Style is not how it looks like style is how it works (Not same as he said) – S.Jobs.

মূর্খ রা আইফোন কিনে পার্ট নেয়।। দুনিয়ায় ভেজাল ওলা ফোন সিকুরিটুর নামে যত সব আজে বাজে ফিচার আছে এই ফোনে।।

@রাজু apple তো স্যামসাং এর দেখে বড় স্ক্রিন এর ফোন আনল..কিন্তু s.jobs তো বড় স্ক্রিন কোনো দিন পছন্দ করে নাই।।আবার কিছু দিন পড় স্টাইলিশ সহ প্যাড আনছে আপেল যা স্যামসাং ই প্রথম note সিরিস এ শুরু করে তাহলে বোঝেন কে কার টা কপি করে।।যত সব মূর্খ।

@এম,এইচ সজিব: স্যামসাং বাজে সেট এটা সবাই জানে।। তবে তাদের নতুন ফিচার গুলা কিন্তু বাজে না।।

Level 2

3rd class samusa phone bad diya iphone and lumia chalan moja paben.6700 takay jodi Alkatel company phone bazare ane setao seram feature hobe kono sondeho nai.Mone rakhben joto gur toto misti.