এন্ড্রয়েড মোবাইলে পাওয়ার বাটন দিয়ে কল কাটবেন যেভাবে।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আসসালামুআলাইকুম।।

আমরা যখন বাসে অথবা বাজারের ভিড়ের মধ্যে পড়ে যাই, এমনিতেই খুব অসয্য অনুভুতি তার মধ্যে যদি মোবাইলে কারো কল আসে হোক কাজের বা বে কাজের মেজাজটা আরো গরম হয়ে যায়, একদিকে গরমের জ্বালা অন্য দিকে মানুষের কোলাহল, তার মধ্যে আবার মোবাইলের কিরিং গিরিং। ফোনটা কাটতেও পারছি না কারন মোবাইল পকেট থেকে বের করে ডান থেকে বামে টার্চ করে কল কাটতে হবে।

আপনি যদি এন্ড্রয়েড ইউজার হন, তাহলে এই সমস্যাটি আপনার জন্য। এই ঝামেলার সহজ উপায় নিন।

1 . প্রথমে আপনার মোবাইল হতে setting এ প্রবেশ করুন।

2. এবার নিচে দেখুন Accessibility তে টার্চ করুন।

3. অনেকগুলি অপশনের মধ্যে দেখুন Call answering/ending এ টার্চ করুন।

4. তারপর The power key ends calls বক্সে টিক দিন।

এবার পরীক্ষা করুন, পকেটে থাকা অবস্থায় ফোন আসলে পাওয়ার বাটন প্রেস করুন কাল কেটে যাবে। এ ফিচার চালু হবার পর পাওয়ার বাটন দিয়ে ফোন অন-অফ কারার পাশাপাশি কল কাটতেও পারবেন।

ধন্যবাদ সবাইকে

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর কিছু অপশন আছে এক সাথে সবগুলির বর্ণনা দিলে ভালো হতো। তবুও ভাল হয়েছে।