আপনার Intex Aqua 50 এর Pattern or Password Reset করুন খুব সহজে

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।

তথ্যপ্রযুক্তির এই যুগে সবার হাতেই একটি অ্যান্ড্রয়েড থাকবে এটাই স্বাভাবিক। এই অ্যান্ড্রয়েড ইউজ করতে গিয়ে অনেকই ব্যক্তিগত প্রয়োজনে Pattern অথবা Password ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন ওয়েবসাইটে আমাদের অনেকগুলি একাউন্ট থাকে এবং থাকাটাই স্বাভাবিক। কিন্তু এতগুলো একাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে গিয়ে আমাদের প্রিয় মোবাইলের ব্যক্তিগত সিকিউরিটির জন্য দেওয়া Pattern অথবা Password টাই ভুলে যায়। ঠিক এটাই হল আমার প্রিয় বন্ধুৃ হোসাইনের। আমাদের গুগল মামাকে বলার সাথে সাথে আমাকে অনেকগুলি টিপস দিল। কিন্তু অনেক টিপস Apply করেও কোন রকম ফল পেলাম না। গুগল মামা youtube এর কয়েকটি লিংক দিল  এবং দু-তিনটি ভিডিও দেখে ফেললাম। কিন্তু আমি যে মডেলের সলিউশন খুজছিলাম সেটি পেলামিই না। তাই আমার প্রিয় বন্ধু হোসাইন রাগের মাথায় এদিক-ওদিক try  করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে নিজে নিজেই বের করে পেলে তার কাঙ্কিত সলিউশনটি। তাই  আর দেরি না করে সলিউশনটি আপনাদের জন্য নিয়ে আসলাম।

দেখুন সমাধানটি কীভাবে সম্পন্ন করবেন:-

  • 1। প্রথমে বেটারী খুলে আপনার মোবাইল বন্ধ করুন।
  • 2। বেটারীটি পুনরায় সেট করুন।
  • 3। মোবাইলের Volume up+ Power একসাথে চেপে মোবাইল অন করুন।
  • 4। মোবাইল থেকে Home বাটনে ক্লিক করুন।
  • 5। মোবাইল থেকে Volume Down চেপে Wipe Data/factory reset সিলেক্ট করুন এবং তারপর অপশন বাটনে ক্লিক করুন।
  • 6। Delete all user data সিলেক্ট করে  অপশন বাটনে ক্লিক করুন।  এখন পুনরায় অপশন বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার মোবাইল অটোমেটিক Restart নিবে। এখন আপনি আপনার মোবাইল পুনরায় পাসওয়ার্ড সেট করে ইউজ করতে পারবেন।

উপরের লিখা বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন।

ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করবেন। দোয়া করবেন যাতে পরবর্তী ভাল ভাল টিউন নিয়ে হাজির হতে পারি।

ফেইসবুকে আমি

Level 0

আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক পুরাতন টিপস।

Level 0

Old tune.

But old is gold