গ্রামীনফোন দিচ্ছে প্রতিদিন সবাইকে ২০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট : WowBox এর সকল সমস্যার সমাধান

গ্রামীনফোন দিচ্ছে প্রতিদিন ২০ MB একদম ফ্রিতে। এজন্য আপনের হাতে থাকতে হবে একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টম চালিত স্মার্ট ফোন, আর গ্রামীনফোনের WowBox অ্যাপ। আর আপনাকে অবশ্যই ‘বন্ধু’ প্যাকেজের গ্রাহক হতে হবে।

কিভাবে WowBox কাজ করে ও কিভাবে এর ব্যবহার এবং অ্যাক্টিভ করবেন, তা প্রথমেই ভিডিওটিতে দেখে নিন

wowbox ব্যবহার করতে যে কোন প্রবলেমে পড়লে উপরের ভিডিওটি দেখে নিবেন। তাহলে আর কোন প্রবলেম হবে না আশা করি।

বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে B লিখে ম্যাসেজ পাঠিয়ে দিন 4444 এ। কয়েকদিন আগে অ্যাপটি প্লে স্টোরে এসেছে। প্লে-স্টোর থেকে WOWBOX for grameenphone নামের অ্যাপটি ডাউনলোড করে নিন (ডাউনলোড লিংক টিউনের নিচে দেয়া আছে)। তারপর অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে করে নিন। আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিতে রেজিস্ট্রেশান করেন। তারপর অ্যাপটিতে ঢুকে দেখুন ‘ক্লেইম ২০ এমবি ফ্রি ইন্টারনেট’ লিখা আছে। ওখানে ক্লিক করে ‘ক্লেইম’ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন

ফ্রি ২০ মেগাবাইট ইন্টারনেট। প্রতিদিন একবারর করে নিতে পারবেন ফ্রি ২০ মেগাবাইট ইন্টারনেট। এছাড়াও এই অ্যাপে বিভিন্ন ধরনের ব্লগ করতে পারবেন। আর এই অ্যাপটি দিয়ে ইন্টারনেট/এসএমএস প্লান কিনলে পাবেন বোনাস কয়েন। এই কয়েন দিয়ে ফ্রিতে ইন্টারনেট কিনতে পারবেন।

তাই আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন। প্লে-স্টোর থেকে WOWBOX for grameenphone নামের অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নিন। অবশ্য আপনি প্লে স্টোরে না গিয়েও ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপটি। এজন্য মিডিয়া ফায়ারে আপনাদের জন্য শেয়ার করলাম। গ্রামীনফোনের WowBox অ্যাপটি ডাইরেক্ট ডাউনলোড করতে নিচে ডাউনলোড লেখাতে ক্লিক করুন।

http://www.mediafire.com/download/73wg4pf3002hzbc/WowBox+for+grameenphone+apk.apk

বি.দ্রঃ এই অ্যাপটি ব্যবহার করলে কোন ইন্টারনেট ডাটা চার্জ করা হবে না।

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস