গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে নিয়ে নিন জনপ্রিয় গেমস Motu Patlu ও TapRing!

কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন। আপনাদের মন আরও ভাল করতে আজ আমি আপনাদের সাথে দুটি জনপ্রিয় ও সুন্দর আন্ড্রয়েড গেমস নিয়ে আলোচনা করব।

গেম দুটি হলঃ

১। Motu Patlu এবং

২। TapRing

তাহল সর্ব প্রথম আমি Motu Patlu নিয়ে আলোচনা করি। এরপর TapRing নিয়ে।

Motu Patu : Samusa Collector

 

মটু পাতলু একটি অসম্ভব জনপ্রিয় কার্টুন সিরিজ। আর তাই এরই হাত ধরে প্লে স্টোরে সম্প্রতি পাবলিশ হল Motu Patlu: Samusa Collector নামের একটি অসাধারন সুন্দর গেম।

এটি একটি অফলাইন গেম। এতে আপনি থাকবেন পাতলুর ভুমিকায় আর তাই আপনাকে আপনার বন্ধু মটুকে সাহায্য করতে হবে সামুসা খেতে। এই গেমটিতে আরও রয়েছে কয়েন, গিফট বক্স, কলা যা মটুকে জাম্প করে করে খাওয়াতে হবে। এছাড়াও আছে কমবো পয়েন্ট এবং অফলাইন এচিভমেন্ট সিস্টেম। গেমটি সম্পর্কে আরও পরিস্কার ভাবে জানতে নিচে কিছু স্ক্রীনশর্ট দেওয়া হল।

     

TapRing

TapRing হল একটি জনপ্রিয় Board গেম। এই গেমটির জনপ্রিয়তা Facebook ও Google play store এ বেড়েই চলেছে। এই গেমটির জনপ্রিয়তা বাড়ার একমাত্র কারন হল এতে রয়েছে ফেসবুক এর বন্ধুদের সাথে স্কোর compare করার সুযোগ।

এই গেমটি খেলার নিয়মঃ এটি খেলার নিয়ম খুবই সহজ ও সুন্দর। নিচে নিয়ম গুলি আমি স্টেপ বাই স্টেপে স্ক্রীন শর্ট সহ তুলে ধরলাম।

 ১। গেমটি ইন্সটল করার পর আপনার মোবাইলের স্ক্রীনে এই  আইকনটিতে ক্লিক করুন।

২। তারপর আপনার ফেসবুক ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে গেমটিতে লগিন করুন। কিছুক্ষন পর নিচের ছবির মত একটি স্ক্রীন দেখতে পাবেন।

৩। Ok দিন।

এখন আপনি গেমটি খেলার জন্য প্রস্তুত!

  • Play বাটনে ক্লিক করে খেলা শুরু করুন। এখানে একটি বোর্ড রয়েছে আর যেখানে রয়েছে ১৬ টি চার কোনে বক্স। এখানে প্রথমে আপনাকে চার কোনে বক্স গুলতে কিছু হলুদ রং এর Ring দেখান হবে। যা আপনাকে মনে রাখতে হবে।

 

  •  তারপর আপনাকে ওই সকল চার কোনে বক্সে Press করতে হবে যা আপনাকে পূর্বে দেখানো হয়েছিল।

 

  • যখন আপনি ভুল বক্সে press দিবেন তখন ক্রস চিহ্ন দেখাবে আর আপনার তিনটি লাইফ থেকে একটি কেটে যাবে।

এছাড়াও এখানে রয়েছে facebook এর বন্ধুদের ইনভাইট করার ও তাদের সাথে আপনার High score compare করার সুযোগ।

 

ধন্যবাদ। ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না যেন।

Level 0

আমি masud87। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস