Android ফোনের জন্য বেস্ট স্ক্রিন রেকর্ডার

আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি সাধারণত বিভিন্ন Android App নিয়েই টিউন করি। আজকেও হাজির হয়েছি ১ টি অ্যাপ নিয়ে।

বেশ কিছুদিন আগের কথা আমার ১ টা স্ক্রিন রেকর্ডার এর প্রয়োজন পড়ল। টেনশন এর কি আছে গুগল প্লে স্টোর তো আছেই। ঢুকে পরলাম আর রেটিং দেখে কয়েকটা স্ক্রিন রেকর্ডার নামালাম। এরপর আর কি বলব। কতগুলো চায় যেন প্রিমিয়াম সদস্য হই, কতগুলো কাজ ই করে না আরও যে কত সমস্যা। আপনি নিজে ১ বার ট্রাই করে দেখেন ২/৪ টা রেকর্ডার আমার কথার সত্যতা মিলে যাবে। আমি অবশ্য নিজে ভালো রেকর্ডার খুঁজে আর পাই নাই। এক  ফ্রেন্ড কে দেখলাম ভালো একটা রেকর্ডার ইউজ করছে। ব্যস ওর কাছ থেকে নিয়ে নিলাম। আপনাদের কেমন লাগবে জানিনা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে।

যাই হোক এটাই যে বেস্ট তা বলছি না। কিন্তু এটা  এট লিস্ট অসন্তোষজনক না।

দেখে নিন ফিচারগুলো

▪ No limit on recording time -এটাই আমার কাছে বেস্ট ফিচার মনে হইছে
▪ Audio recording (Pro)
▪ Android Material theme
▪ Show screen touches while recording
▪ Shake or switch screen off to stop
▪ Possibility to delay start of recording
▪ Banner during recording (Pro)

বিঃদ্রঃ কিছু কিছু ফোনের মডেলে রুট প্রয়োজন হতে পারে।

DOWNLOAD LINK

* ডাওনলোডের সময় download লেখার নিচে থাকা টিক চিহ্ন তুলে দিন।

কোথাও বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।  🙂  🙂  🙂

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস