Android দিয়ে কিভাবে নিজের চ্যানেলের ভিডিওতে Scrolling Text/চলন্ত লিখা যুক্ত করবেন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন। যদি কেউ এই টিপসটি জেনে থাকেন তাহলে দয়া করে কোন খারাপ টিউ মেন্ট করবেন না। এই টিউনটি যারা জানেন না তাদের জন্য।

আজকের এই টিউনে আপ নাদের বলবো And roid দিয়ে কিভাবে নিজের চ্যানেলের ভিডিওতে Scrolling Text/চলন্ত লিখা যুক্ত করবেন

তোহ চলেন শুরু করে আজ কের এই টিউন। প্রথমে আপনাদের যেটি করতে হবে Kine Master ভিডিও এডিটিং সফট ওয়্যার  টি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সারচ দিন Kine Master লিখে তারপর Kine master টি ডাউন লোড দিবেন।

ডাউন লোড দেওয়ার পর Kine master এ প্রবেশ করুন। Empty প্রজেক্ট নিন।তার পর আপনি যেই ভিডিওতে Scrolling টেক্স বসাতে চাইছেন সেটে মিডিয়া বাটনে ক্লিক করে ভিডিও টি সিলেক্ট করুন। এর পর Layer এ ক্লিক করবেন। তার পর Text এ।  এবার আপনি যেই লিখাটি আপনার ভিডিওরর নিচে দিতে চাচচ্ছেন সেটে লিখুন ধরুন আমি লিখলাম Thanks For Watching। তার পর অকে বাটনে ক্লিক করুন।

এর পর ডান পাশে Back ground Color ও Full Width Back ground এ ক্লিক করবেন। বা অন করে দিবেন এর পর আপনার Text/লিখা টিকে ডানদিকে সরিয়ে নিয়ে যান। তারপর বামপাশে তাকালে দেখতে পারবেন Key Button/ চাবি বাটন আছে।সেখানে ক্লিক করবেন।  তার পর +এ চাপদিয়ে ভিডিও এর শেষ এ গিয়ে Text/লিখা ডানদিক থেকে বামদিকে সরিয়ে নিয়ে যায়।তার পর - বাটনে ক্লিক করি।

এর পর দেখতে পারবেন প্লে করলে লিখাটি চলন্ত হয়ে গেসে।

বুঝতে সমস্যা হলে এই টিউটো রিয়াল টি দেখতে পারেন

বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানান। ভালো লাগলে উৎসাহিত করবেন এই আশা রইল। আজ এ পর্যন্তই। দেখা হবে। অন্য কোনো দিন। ভিন্ন কোনো টিউনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।

Level New

আমি সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় এস আর সিয়াম,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।