সেরা কিছু এন্ট্রি লেভেলের এন্ড্রয়েড স্মার্টফোন (১০০০০টাকার মধ্যে)

আসসালামু আলাইকুম,

দিন যতই যাচ্ছে স্মার্টফোনের দাম ততই কমছে এবং এর ফিচারও বাড়ছে, একসময় দশ হাজার+ বা তারও বেশি দিয়ে যে ফোন পাওয়া যেত,আজ তিন-চার হাজার টাকায় তার থেকেও বেশি ফিচার সমৃদ্ধ স্মার্টফোন পাওয়া যাচ্ছে।

বাজারে গেলে কনফিউজড হয়ে যাওয়া লাগে কেনটা রেখে কনটা কিনব?

যাদের বাজেট দশ হাজার বা তারও কম তাদের জন্য আজকের এই টিউন, এখানে আড়াই হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত দাম এবং ফিচার অনুযায়ী লিস্ট বানানো হয়েছে, যাতে সহজেই সকলেই তার বাজেই অনুযায়ী সেরা স্মার্টফোনটি বেছে নিতে পারে। লিস্টে অনেকস্মার্ট ফোনই ছিল তাদের মধ্যে সকল কিছু বিবেচনা করে সেরা কয়েকটি নিয়ে আলোচনা করব।

Micromax Q300

দামঃ ২৫৯৯টাকা

এন্ড্রয়েড ললিপপ ৫.১

১.২ গিগাহার্জ প্রসেসর

রেম ৫১২এমবি, ৪জিবি রম

ডিসপ্লে ৩.৫ (৩২০*৪৮০)

ক্যামেরা ২+০.৩ এমপি

ব্যাটারি ১২০০ এমএএইচ

(২৫০০টাকার মধ্যে মনে হয় না এর থেকে ভাল ফোন পাওয়া যাবে তবে ডিসপ্লে সাইজটা ." হলে ভাল হত)

Walton D8s

দামঃ ৩২৫০

এন্ড্রয়েড মার্সমেলো ৬.০

১.২ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স

রেম ৫১২এমবি, ৪জিবি রম

ডিসপ্লে ৪"(৪০০*৮০০)

ক্যামেরা ৫+২ এমপি

ব্যাটারি ১৪০০ এমএএইচ

(৩২৫০টাকায় .৫ডি গ্লাস সহ বাজেট স্মার্টফোন, এই দামের মধ্যে পারফেক্ট)

Micromax Q354

দামঃ ৩৯৯৯টাকা

এন্ড্রয়েড মার্সমেলো ৬.০

১.২ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স

রেম ১জিবি, রম ৮ জিবি

ডিসপ্লে ৫"(৪০০*৮০০)

ক্যামেরা ৫+২ এমপি

ব্যাটারি ২২০০এমএএইচ

(৩৯৯৯টাকায় এতকিছু, এই দামে মনে হয় না এর চেয়ে ভাল কিছু পাওয়া যাবে)

Symphony V47

দামঃ ৪৯৫০টাকা

এন্ড্রয়েড নোগাট ৭.০

১.৩ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স

রেম ১, রম ৮ জিবি

ডিসপ্লে ৪.৫",(৪০০*৮৫৪)

ক্যামেরা ৮+৫ এমপি

ব্যাটারি ১৮০০এমএএইচ

(৫০০০ টাকার মধ্যে বেস্ট এবং পারফেক্ট স্মার্ট ফোন, (পাচঁহাজার টাকার বাজেটের ফ্লাগশিপ)

Walton Nh2 lite

দামঃ ৫৯৯০টাকা

এন্ড্রয়েড মার্সমেলো ৬.০

১.৩ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স

রেম ১জিবি, রম ৮জিবি

ডিসপ্লে ৫,৫"(৭২০*১২৮০)

ক্যামেরা ৮+৫এমপি

ব্যাটারি ২৮০০এমএএইচ

(দামটা যখন ৫৭০০ছিল তখন এই দামে ." মধ্যে বেস্ট স্মার্টফোন ছিল,দামটা বেড়ে গেছে)

Symphony R20

দামঃ ৬৭৫০টাকা

এন্ড্রয়েড মার্সমেলো ৬.০

১.৩ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স

রেম ১জিবি, রম ৮জিবি

ডিসপ্লে ৫"(৭২০*১২৮০)

ক্যামেরা ৮+৫এমপি

ব্যাটারি ৪৯০০এমএএইচ

(৬৭৫০টাকায়  ৪৯০০ এমএএইচ ব্যাটারি, একবার চার্জ দিয়ে ভুলে জান)

Lava Irish821

দামঃ ৬৯৯০টাকা

এন্ড্রয়েড মার্সমেলো ৬.০

১.৩ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স

রেম ২জিবি, রম১৬ জিবি

ডিসপ্লে ৫"(৭২০*১২৮০)

ক্যামেরা ৮+৫এমপি

ব্যাটারি ২৫০০এমএএইচ

(ব্যাটারি ৩০০০এমএএইচ হলে ভাল হত)

Walton Nh3

দামঃ ৭৭৯০টাকা

এন্ড্রয়েড নোগাট ৭.০

১.৩ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স

রেম ২জিবি, রম ১৬ জিবি

ডিসপ্লে ৫,৫"(৭২০*১২৮০)

ক্যামেরা ১৩+৫এমপি

ব্যাটারি ২৮০০এমএএইচ

(৫.৫"বড় ডিসপ্লে সাথে ব্যাক ১৩এমপি ক্যামেরা)

Symphony P7pro

দামঃ৯৯৯০টাকা

এন্ড্রয়েড মার্সমেলো ৬.০

১.৩ গিগাহার্জ প্রসেসর, সাথে মালি ৭২০ গ্রাফিক্স

রেম ৩জিবি, রম ১৬জিবি

ডিসপ্লে ৫,৩"(৭২০*১২৮০)

ক্যামেরা ১৩+৮এমপি

ব্যাটারি ২৬০০এমএএইচ

(৩জিবি রেম সাথে ১৩+৮এমপি ক্যামেরা)

Xiaomi Redmi 4X (2+16gb)

দামঃ ৯৯৯৯টাকা (লোকাল শপ)

(অফিশিয়ালি ১৩৪৯০টাকা)

এন্ড্রয়েড মার্সমেলো ৬.০

১.৪ গিগাহার্জ স্নাপড্রাগন ৪৩৫ প্রসেসর, সাথে এড্রিনো ৫০৫গ্রাফিক্স

রেম ২জিবি, রম ১৬ জিবি

ডিসপ্লে ৫"(৭২০*১২৮০)

ক্যামেরা ১৩+৫ এমপি

ব্যাটারি ৪১০০এমএএইচ

(দশ হাজারের ফ্লাগশিপ, সাথে স্নাপড্রাগন চিপ, এর সমন্ধে খারাপ কিছু বললেও পাপ হবে। (আর কালা সুন্দরী ভার্সন মানে (ম্যাট ব্লাক) পুরাই অস্থির) স্মার্টফোন গুলোর আরো তথ্যের জন্য গুগলে সার্চ করুন।

ফেসবুকে আমিMuhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস