সৌভাগ্যক্রমে, আপনার ফোন আগের মত ফাস্ট করার কিছু উপায় আছে যেটা কিনা আপনার ফোন কে পূর্বের মত ফাস্ট এবং স্মুথ করবে। আজকের আর্টিকেলে আমরা আপনাকে দেব ১২টি টিপস যেগুলো আপনার স্মার্টফোনের দ্রুততা ফিরিয়ে আনতে শতভাগ কার্যকরি হবে।
আরো পড়ুন:
বিঃদ্রঃ আজকের টিপস এন্ড ট্রিকস আর্টিকেল সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। এই টিপস গুলো অনুসরণ করলে আপনার ফোন আগের থেকে বেশ কিছুটা ফাস্ট মনে হবে তবে টিপসগুলো ব্যবহার করে সবার ক্ষেত্রে সমন ফলাফল নাও আশাকরি ফলাফল পাবেন।
বিস্তারিত পড়ুন: BDTechTimes
আপনাকে প্রথমেই যেই কাজটি করতে হবে সেটা হলো ফোনের যেসকল অ্যাপ রয়েছে সেগুলোর ক্যাশড ডেটা ক্লিয়ার করে দিতে হবে। আপনার অ্যাপগুলো প্রতিনিয়ত ছোট ছোট ডেটা, ক্যাশ করে যাচ্ছে। সাধারণত এর ফলে আপনার ফোন দ্রুত অ্যাপ লোড করার কথা তবে যদি আপনার স্টোরেজ লো হয়ে থাকে তাহলে এই ক্যাশড ডেটা আপনার ফোনের স্পীড কে বরং কমিয়ে দেবে। নিম্নে দেখানো হলো কিভাবে আপনার ফোনের ক্যাশড ডেটা ক্লিয়ার করবেন–
উল্লেখ্য: আপনি যেইসব অ্যাপগুলোর ক্যাশ ক্লিয়ার করতে চাচ্ছেন সেগুলোই করুন। সাবধান গুগল প্লে সার্ভিসেস এবং সিস্টেম অ্যাপগুলোর ক্যাশ ক্লিয়ার করবেন না।
বিস্তারিত পড়ুন: BDTechTimes
আপনার ফোনে যখন কোনো অ্যাপ বা গেম ওপেন করেন কিংবা হোম বাটন এ প্রেস করে হোমস্ক্রিন এ ফিরে আসেন তখন নিশ্চয়ই একটা অ্যানিমেশন দেখতে পান। আপনার ফোন যদি এখনো অস্থির কাজ করে তবে এই অ্যানিমেশন গুলোও কোনো প্রভাব ফেলবে না। তবে ফোন যদি যখন তখন ল্যাগ করে তাহলে এই সব অ্যানিমেশন গুলোর স্কেল কমিয়ে দেওয়া কিংবা সেগুলো সম্পূর্ণরূপে অফ করে দেওয়াই ফোনের জন্য শ্রেয় হবে।
বিস্তারিত পড়ুন: BDTechTimes
ফোন বক্স থেকে বের করার পরই আপনি নিশ্চয়ই ফোনে এমন সব অ্যাপস দেখতে পেয়েছেন যেগুলো কিনা আপনার ফোন নির্মাতা পূর্বে থেকেই ইনস্টল করে রেখেছে। আবার খুব সম্ভবত আপনি ফোন ব্যবহার করার সময় গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড করেছেন যেগুলো আপনি ব্যবহারই করেন না। এই অ্যাপগুলোর সাইজ যদি অনেক বেশি হয় তাহলে এগুলো আপনার স্টোরেজ লো করে দিবে। ফলে আপনার ফোনের স্পীড কমে যাবে। তাই এই সব ফালতু অ্যাপ ডিসেবল বা ডিলিট করুন।
উল্লেখ্য: সিস্টেম অ্যাপ ডিলিট করা যাবে না সেগুলো ডিসেবল করতে হবে। একেবারেই প্রাইমারি অ্যাপ– ফোন ডায়ালার, মেসেজেস ছাড়া বাকি সব ফালতু অ্যাপ ডিসেবল করে দিন।
বিস্তারিত পড়ুন: BDTechTimes
আমি খান সামি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am a student and a professional blogger at bdtechtimes.xyz