ছোট ১টি সফট দিয়ে বানিয়ে ফেলুন 3D Gif এনিমেশন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আজ আমি আপনাদের এমন ১টি সফট উপহার দিব যা দিয়ে আপনি আপনার লেখাকে 3D Gif এনিমেশনে রুপান্তর করতে পারবেন! 3D Text Factory এমন একটি সফট যা দিয়ে আপনি 3D লেখার এনিমেশন তৈরি করতে পারবেন, প্রথমে এখান থেকে ডাউনলোড করুন। তারপর চালু করুন।

এবার T বাটনে ক্লিক করে বাংলা/ ইংরেজীতে কিছু লিখুন, আমি ইংরেজীতে Techtunes লিখলাম।

এখন এনিমেশন বাটনে ক্লিক করে লেখার মধ্যে কেমন 3D এনিমেশন দিবেন তা সিলেক্ট করুন।

এখন লেখার কালার/ ব্যাকগ্রাউন্ড কালার দিতে Background ক্লিক করে ব্যাকগ্রাউন্ড দিন আর Texture ক্লিক করে লেখার কালার দিন।

সবশেষ Light/Shadow দিয়ে সেভ করতে File>Export Anamition>Export GIF File ক্লিক করে যে কোন নাম দিয়ে সেভ করুন।

ব্যাস তৈরি হয়ে গেল আমাদের থ্রিডি এনিমেশন।
১। Techtunes নাম দিয়ে 3D এনিমেশন!

২। আমার নাম দিয়ে বাংলাতে 3D এনিমেশন!

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর একটা সফট ! ধন্যবাদ ।

হোছাইন ভাই, আমার একটা Video recording সফটওয়্যার প্রয়োজন ছিল, যাতে অনেক রকম effect দেওয়া, mouse point হাইলাইট করে ডিটেক্ট করা, যেই ফোল্ডারএর ওপর মাউস রাখব তার নাম auto দেখানো ইত্যাদি ফিচার আছে (ক্র্যাকসহ) । আমি এর জন্য অনেক সফটওয়্যার ট্রাই করেছি, পছন্দ হয়নি । এমন সফটওয়্যার শেয়ার করলে খুব উপকৃত হতাম ।

ধন্যবাদ ।

    @Black Dragon: Camtasia Studio খারাপ না ভিডিও recording করার দারুন এক সফট ব্যবহার করে দেখতে পারেন। আর আপনার ভাল টিউন এর আশায় আছি @ ধন্যবাদ

Level 0

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।

হোছাইন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Black Dragon ভাই আপনি Camtasia Studio ব্যাবহার করতে পারেন ফাটাফাটি একটা সফট এইটা নিয়ে এক্তা টিউন করব

    @IHK শাওন: ok bro, tune koren ..

    @IHK শাওন: Camtasia Studio নিয়ে ১ টি টিউন করেন @ অনেকে উপকার হবে । @ ধন্যবাদ

আর হোসাইন ভাই জসসস হইসে 😀

হোসাইন ভাই বরাবরের মতো ভালো টিউন, ডাউনলোড করলাম, ট্রাই করব এবং এই টিউন টা প্রিয়তে রাখলাম। ধন্যবাদ

Darun Jinis Dilen Akta……..
Dhonyobad……….

খুব সুন্দর একটা সফটওয়ার ! আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

এরকম কিছুই খুজতেছিলাম। অসংখ্য ধন্যবাদ।

ভাই আমি আপনার ফ্যান হয়ে গেলাম। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।