কমার্সিয়াল সফটওয়্যারের সাতকাহন [পর্ব-০২] :: SketchUp এর সাত কাহন! SketchUp Free Download করা যায় কী? SketchUp এর ফ্রি ফুল ভার্সন আছে কী?

প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

আপনি "SketchUp" সফটওয়্যার এর ফ্রি ভার্সন খুঁজছেন, এবং চিন্তা করেছেন জনপ্রিয় এই 3D মডেলিং সফটওয়্যারটির ফুল ভার্সন কখনও কিনবেন না? এখন একটা প্রশ্ন থেকেই যায়, তা হলঃ ফ্রিতেই কি SketchUp সফটওয়্যার এর ফুল ভার্সন পাওয়া যায়?

SketchUp সফটওয়্যার এর ফ্রি ভার্সন রয়েছে কিনা এই প্রশ্নের সঠিক উত্তর আপনার দৃষ্টিকোণের উপর নির্ভর করে "হ্যা" অথবা "না" হবে।

SketchUp হচ্ছে 3D মডেলিং করার জন্য একটি কমার্সিয়াল সফটওয়্যার যা Trimble নামক সফটওয়্যার কোম্পানি ডেভেলপ করেছে। তাছাড়া এটি Rhino, 3ds Max, এবং AutoCAD এর মত SketchUp ও একটি প্যাকেজের মধ্যে অনেকগুলো অস্থির ফিচার একত্রিত করেছে। আর এই সফটওয়্যার এর আকর্ষনীয় ফিচারের মধ্যে অন্যতম ফিচারটি হল এর রয়েছে বিশাল প্লাগইনের ভান্ডার, যার মাধ্যমে এর ইউজাররা তাদের বিভিন্ন উদ্দেশ্যে এই প্রোগ্রামটিকে বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারে।

অতএব, SketchUp এর অনেক অনেক ফিচার এবং বিশাল প্লাগইন এর ভান্ডার এটিকে বহুমুখী টুলস হিসাবে তৈরি করেছে। আর এই কারণেই এই সফটওয়্যারটিকে ডিজাইনার থেকে শুরু করে আর্কিটেকচার পর্যন্ত বিবিধ পেশার মানুষ ব্যবহার করছে। তাছাড়া এই বিস্তৃত ফিচারের কারণে এই সফটওয়্যারটিকে দুইটি ভার্সনে তারা রিলিজ করেছে একটি হল SketchUp Pro আর আরেকটি হল SketchUp Studio, এগুলোর কোনটাই ফ্রিতে ব্যবহার করতে পারবেন না তবে সাবস্ক্রিপশন ফি প্রদান করে আপনি তা ব্যবহার করতে পারবেন।

সৌভাগ্যক্রমে, আপনি যদি SketchUp সফটওয়্যারটি কিনতে চান তাহলে তা কেনার আগে এর ট্রায়াল ভার্সন ব্যবহার করে দেখতে পারেন যেখানে আপনি একদম ফুল ভার্সনের ফিচারগুলো উপভোগ করতে পারবেন ফ্রিতেই। আর আপনি যদি ছাত্র হন তাহলে শেখার জন্য SketchUp প্রোগ্রামটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

তবে, যারা রেগুলার ইউজার রয়েছেন তাদের জন্য আরও আকর্ষণীয় বিকল্প হতে পারে SketchUp Free, এটি একটি স্লিম ডাউন ভার্সন মানে লাইট ভার্সন অনেক হ্যাভি ফিচার এখানে পাবেন না আর এটি আপনি যেকোন ওয়েব ব্রাউজার দিয়েই ব্যবহার করতে পারবেন। আর SketchUp প্রো ভার্সন ব্যবহার করা অনেক ব্যয়বহুল যা বছরে $299 বা প্রায় ২৫ হাজার টাকা খরচ করতে হবে এই সফটওয়্যার ব্যবহারের জন্য (অন্যান্য কমার্সিয়াল বিকল্প প্রোগ্রামের তুলনায় এটি তেমন ব্যয়বহুল নয়), তবে এর ফ্রি ভার্সন যার নাম SketchUp Free, আপনাদেরকে অনেক দুর্দান্ত টুলস অফার করে থাকে, যারা বিগিনার পর্যায়ে রয়েছেন তাদের শেখার জন্য আদর্শ একটি টুলস হতে পারে।

আর আপনি যদি SketchUp ফুল ভার্সন যদি আপনার বাজেটের বাইরে থাকে তাহলে, আপনি এই টিউনের একেবারে শেষের দিকে SketchUp এর কিছু সেরা বিকল্প সফটওয়্যার নিয়ে আলোচনা করবো তা দেখতে পারেন।

SketchUp এর ট্রায়াল ভার্সন

ফুল ভার্সন

প্রথমত, যে কোনও আগ্রহী ব্যবহারকারী Sketchup Pro তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 30 দিনের জন্য ফ্রি ট্রায়াল ভার্সন ডাউনলোড করতে পারবেন। আর এই সংক্ষিপ্ত সময়ের জন্য কিভাবে 3D মডেলিং নিয়ে কাজ করবেন সে সম্পর্কে নিম্নে একটি গাইডলাইন দেওয়া হলঃ

  1. Sketchup ডাউনলোড করার জন্য SketchUp এর ওয়েব সাইটে যান
  2. আপনি কি ব্যক্তিগত বা প্রোফেশনাল কাজের জন্য Sketchup ব্যবহার করবেন তা সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনি অনেকগুলো অপশন পাবেন, আপনার সাথে যায় এমন একটি অপশন সিলেক্ট করলেই হবে যেমনঃ Professional, Personal, Higher Education,  Primary & Secondary।
  3. আর আপনি যদি ব্যক্তিগত সিলেক্ট করে থাকেন তাহলে আপনি ইন্টারেস্ট সম্পর্কে ইনপুট ফিল্ডে কিছু লিখুন এবং Sketchup এর প্রাইভেসি পলিসি তে agree অপশনে চেক মার্ক করুন। আমার মতে আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য ফ্রি ভার্সনটি ব্যবহার করাই উচিত। যদি আপনি Professional অপশন সিলেক্ট করেন তখন আপনাকে আপনার কোম্পানির তথ্য, পাশাপাশি আপনার অ্যাড্রেস ইনপুট করতে হবে। আর এগুলো করার আগে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যদি আগে থেকেই থেকে থাকে তাহলে তো ভিন্ন কথা।
  4. প্রয়োজনীয় সকল তথ্য ইনপুট করুন। তারপরে “Download Sketchup Pro” বাটনে ক্লিক করুন।
  5. মুহূর্তেই ওয়েব সাইট থেকে ইন্সটলারটি ডাউনলোড হওয়া শুরু করবে। যদি ইন্সটলারটি এখনও ডাউনলোড না হয় তাহলে আপনি Download বাটনে ক্লিক করে ম্যানুয়ালি Sketchup Pro ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি তাদের অন্যান্য ওয়েব সার্ভিস এবং অ্যাপস গুলোতেও অ্যাক্সেস পাবেন যেমনঃ Sketchup for Web এবং 3D Warehouse।
  6. ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন এবং ফ্রিতে Sketchup Pro এর ফুল ভার্সনের ৩০ দিনের ট্রায়াল ভার্সন ব্যবহার শুরু করুন।

এডুকেশনাল ভার্সন

বিকল্পভাবে, যারা পড়াশুনা করছেন তাদের জন্য Trimble এর ডেভেলপ করা SketchUp এর একটি এডুকেশনাল ভার্সন অফার করে যা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। যার নাম তারা দিয়েছে Sketchup for Schools, এই ভার্সনটি শিক্ষার্থী এবং শিক্ষাগত উদ্দেশ্যে ডেভেলপ করা হয়েছে, বিশেষকরে, primary এবং secondary লেভেলে পড়াশুনা করছেন। তবে এই ফ্রি এডুকেশনাল ভার্সনে অ্যাক্সেস করতে হলে আপনার অবশ্যই G Suite for Education সাইন আপ করা থাকতে হবে। অন্যথায়, Sketchup Pro এর সাবস্ক্রিপ্টশন ফি দেশ ভেদে কম বেশি হয়, তো প্রথমে দেখে নিতে পারেন আমাদের দেশে এর সাবস্ক্রিপ্টশন ফি কত হতে পারে?

এখান থেকে আপনি ডিসকাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেনঃ

  1. Student & Education License পেজে যান
  2. Education অপশনটি বাছাই করুন
  3. আপনার লোকেশন সিলেক্ট করুন
  4. এডুকেশনাল ডিসকাউন্ট এর জন্য লোকাল রিসেলারের সাথে যোগাযোগ করুন

SketchUp Free

যারা SketchUp ব্যবহার করেন তারা অনেকেই সেরা ফ্রি বিকল্প SketchUp নিজেই। আপনার ব্রাউজার দিয়েই ক্লাউড ভিত্তিক 3D মডেলিং সফটওয়্যারটির স্লিম ডাউন ভার্সন ব্যবহার করতে পারেন। তবে Sketchup Free তে Sketchup Pro তে থাকা অনেকগুলো ফিচারের অভাব রয়েছে, কিন্তু যারা 3D মডেলিংয়ে প্রাথমিক পর্যায়ে রয়েছেন তাদের জন্য এটা ডিজাইন করার জন্য দুর্দান্ত শুরু হতে পারে।

  • Sketchup Free তে অ্যাক্সেস করতে  Trimble এর ওয়েব সাইট থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। অথভা আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেও লগইন করতে পারবেন।
  • এখন “Start Modeling” বাটনে ক্লিক করুন। আপনি যদি এটি ডাউনলোড করার জন্য প্রথমবার ট্রাই করেন তাহলে আপনাকে SketchUp এর Terms of Service, Privacy Policy, এবং Privacy Policy supplement গুলো রিভিউ এবং agree করতে হবে।
  • অতঃপর, ওয়েব বেসড 3D মডেলিং টুলস আপনার ব্রাউজারে দেখতে পাবেন।

ফিচার সমূহ

SketchUp টুলস দিয়ে বহুমুখী পেশার মানুষেরা ব্যবহার করে থাকে যেমনঃ আর্কিটেকচার, ইন্টিরিওর ডিজাইন, নগর পরিকল্পনা, প্রকৌশল এবং কনস্ট্রাকশন ইত্যাদি।

SketchUp যারা প্রথমবার ব্যবহার করে তারা এর ইন্টারফেসের প্রেমে পরে যায় কেননা এর রয়েছে পরিস্কার এবং পরিচ্ছন্ন ইউজার ইন্টারফেস। SketchUp সফটওয়্যারটি ব্যবহার করে যারা নতুন 3D মডেলিং করেন তারা সহজেই তা করতে পারেন। আর এই 3D মডেলিং সফটওয়্যারটির  তৈরির পিছনের ব্যাসিক প্রিন্সিপাল সহজেই ধারনা করা যায়, আর এর ফলে শেখার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই স্ক্র্যাচ থেকে 3D প্রিন্টেবল মডেল তৈরি করা সম্ভব।

তবে SketchUp ব্যবহার করে আপনি কেবল 3D মডেলিং করতে পারবেনঃ যেহেতু Trimble ইউজারদের এবং থার্ড পার্টি কোম্পানিদের উৎসাহিত করে যাতে তারা এর এক্সটেনশনের উন্নতিতে অবদান রাখতে পারে - আর বেশিরভাগ এক্সটেনশন গুলোই ফ্রিতে ব্যবহার করতে পারবেন- আর এগুলো ব্যবহার করে অনেক নতুন নতুন ফিচার আবিষ্কার করতে পারবেন।

SketchUp এর রয়েছে এক্সচেঞ্জ রিপোজিটরি প্রোগ্রামঃ 3D Warehouse - এখানে রয়েছে প্রায় ২.২ মিলিয়ন 3D মডেল প্রোগ্রাম যা সরাসরি ডাউনলোড করা যায়। আর প্রত্যেকটি ফাইলের সাইজ ৫০ মেগাবাইটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এছাড়াও 3D Warehouse অনলাইন প্রিন্টিং সার্ভিস প্রদানকারী কোম্পানি MaterialiseCloud সাথে সংযুক্ত রয়েছে। শুধুমাত্র একটি বাটন ক্লিক করেই আপনার 3D ডিজাইনটি প্রিন্ট করতে পারবেন।

SketchUp সফটওয়্যারটি ভিজ্যুয়ালাইজেশন ডিজাইনের জন্য তৈরি করা হয়েছে - আর 3D মডেলিং কাজের জন্য এটা সেরা সফটওয়্যার হিসাবে বিবেচিত হতে পারে। আর প্রতিনিয়তই এর 3D প্রিন্টিং করার জন্য সাপোর্ট বেড়েই চলছে।

ফ্রি ভার্সন বনাম প্রো ভার্সন

যেহেতু SketchUp প্রোগ্রামটির অনেকগুলো ভার্সন রয়েছে, তাই SketchUp ফ্রি এবং SketchUp প্রো এর ভিতরে থাকা পার্থক্যগুলো জানা জরুরি।

ফ্রি এবং প্রো দুই ভার্সনেই কোর টুলস গুলো রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ডিজাইন করতে পারবেন। আর যদি 3D মডেলিংয়ের দিকে আপনার ফোকাস থাকে তাহলে ফ্রি ভার্সনটি ব্যবহার করতে পারেন। তা যাইহোক, ফ্রি এবং প্রো ভার্সনে আপনি আরও অনেক ক্ষেত্রে পার্থক্য দেখতে পাবেন এটাই স্বাভাবিক।

SketchUp এর ফ্রি ভার্সনটি আপনাকে বেসিক রেন্ডারিং এর সুবিধা প্রদান করবে যা দিয়ে আপনি সাধারন কাজ গুলো করতে পারবেন। আর প্রো ভার্সন বা স্টুডিও ভার্সন ব্যবহার করেও আপনি হাই রেজুলেশনের ইমেজ গুলোই শুধু এক্সপোর্ট করতে পারবেন তা কিন্তু নয় এর সাথে সাথে আপনি রেন্ডারিং এর প্লাগইনগুলো যুক্ত করতে পারবেন যেমনঃ photorealistic বা highly stylized। এছাড়াও আপনার প্রোজেক্টগুলোকে প্রাণবন্ত করে তুলতে আকর্ষনীয় অনেক অ্যানিমেটেড সিকোয়েন্স তৈরি করতে পারবেন।

SketchUp Pro এবং Sketchup Studio তে বিল্ট ইন প্রেজেন্টেশন টুলস রয়েছে যা “LayOut” নামে পরিচিত। এটির মাধ্যমে ক্লাইন্টকে আপনার করা ডিজাইনটিকে চমৎকার ভাবে প্রেজেন্ট করবে। এছাড়াও LayOut ফিচারের মাধ্যমে আপনি ডিটেইলসে কন্সট্রাক্টশন ডকুমেন্টস তৈরি করতে পারবেন যা দিয়ে আপনি প্রোফেশনাল ফিচার গুলো ডিসপ্লে করতে পারবেন যেমনঃ bills of materials, elevations, sections, বা construction details।

3D মডেলিং সফটওয়্যার এর স্ট্যান্ডার্ড টুলসগুলোকে জ্যামিতিক আকারের মডেলিংয়ের আকারে বোঝানো হয় যা দেখতে বিল্ডিং এর মত মনে হবে। তবে আপনি যদি অর্গানিক সেপ এর মডেলিং করতে চান তাহলে SketchUp এর ফ্রি ভার্সন যথেষ্ট হবে না। তাছাড়া প্রো ভার্সনে sandbox নামের একটি টুলস রয়েছে যার মাধ্যমে আপনি আরও উন্নত সেপ এর মডেলিং করতে পারবেন।

আমি আগেও বলেছি আবারও বলছি SketchUp Pro এর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর এক্সটেনশন ম্যানেজার যার মাধ্যমে ইউজাররা এতে অরিতিক্ত টুলস এবং ফিচার যুক্ত করতে পারে। এক্সটেনশনগুলোর মধ্যে কিছু রয়েছে ফ্রি আর বাকি থার্ড পার্টি এক্সটেনশনগুলোর ডেভেলপারদের ফি প্রদান করে তা ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ, 3D মডেলিং সফটওয়্যারটি STL ফাইল ফরম্যাট ফাইল সাপোর্ট করে না। আর এজন্য STL ফাইল ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার জন্য আপনাকে “SketchUp STL” এক্সটেনশন ব্যবহার করতে হবে, আর এই এক্সটেনশনটি আপনি SketchUp সফটওয়্যার এর মধ্যে থেকেই ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন।

তাছাড়া, এই 3D মডেলিং সফটওয়্যারটির অনেকগুলো হ্যান্ডি এক্সটেনশন রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ডিজাইন করা SketchUp এর ফাইলগুলো 3D প্রিন্টের জন্য সহজেই রেডি করতে পারবেন। উদাহরণস্বরূপ, CleanUp3 Extension,  Solid Inspector2,  3D Printing Model Repair Service (MakePrintable), বা CADspan

সিস্টেম রিকয়ারমেন্টস (ডেস্কটপ ভার্সন)

  • OS: Windows 7 অথবা  higher ভার্সন, macOS 10.12 অথবা higher ভার্সন
  • CPU: 64-bit processor
  • RAM: 8+ GB (recommended)
  • Graphics Card: 3D class video graphics card by NVIDIA অথবা AMD

ফ্রিতেই SKETCHUP এর বিকল্প

যদি আপনার SketchUp প্রো এর বার্ষিক সাবস্ক্রিপশন ফি বহন করার মত সামর্থ্য না থাকে, তহলে ফ্রিতেই SketchUp এর বিকল্প কিছু সফটওয়্যার রয়েছে যা তুলনামূলক ফিচার অফার করে থাকে। এগুলোর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছে FreeCAD, OnShape, এবং Vectary।

FreeCAD

SketchUp এর সেরা বিকল্প প্রোগ্রামের মধ্যে একটি হল FreeCAD, এটি ওপেন সোর্স এবং অত্যন্ত এক্সটেনসিবল ফ্রি 3D CAD সফটওয়্যার। FreeCAD তে রয়েছে শক্তিশালী ফিচার আর এজন্যই অন্যান্য বাণিজ্যিক CAD সফটওয়্যারের সাথে তুলনা করা যায়, কারণ এটিও (FreeCAD) ফুল প্যারামেট্রিক মডেলিং সাপোর্ট করে।

প্রাথমিকভাবে FreeCAD এ বাস্তব জীবনের অবজেক্টগুলি যে কোনও আকারের 3D ডিজাইন তৈরি করা যায়। আর এই প্যারামিট্রিক মডেলিং করার ক্যাপাবিলিটি আপনার 3D ডিজাইনটিকে সহজে মডিফাই করার সুবিধা প্রদান করে।

এটি ওপেন সোর্স প্রোগ্রাম হওয়ায় এর ফিচার সেটটি কমিউনিটির চাহিদার প্রতি নজর রাখে। তবে প্রথম প্রথম FreeCAD আপনার কাছে কিছুটা অন্যরকম লাগতে পারে বিশেষ করে এর ইউজার ইন্টারফেস। আর আপনি যদি ফ্রিতেই CAD সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে FreeCAD সফটওয়্যারটি দুর্দান্ত ফিচার সম্বলিত দারুণ একটি সফটওয়্যার, এটি ব্যবহার করতে পারেন।

FreeCAD সফটওয়্যার modular architecture অফার করে থাকে, যার মাধ্যমে আপনি মূল অ্যাপ্লিকেশানে প্লাগইন মাউন্ট বা অ্যাড করতে পারবেন। এটি Sketcher নামের ফিচারও অফার করে থাকে যার মাধ্যমে এই সফটওয়্যার এর সীমাবদ্ধতা সমাধান করতে পারবেন, আপনি এই সফটওয়্যার দিয়ে 2D সেপ স্কেচ করতে পারবেন, রোবট সিমুলেশন এর মাধ্যমে রোবটের মুভমেন্ট স্ট্যাডি করতে পারবেন এবং Path module হচ্ছে মেকানিকাল মেশিন ডিজাইন করার জন্য ডেডিকেটেড টুলস যেমনঃ milling (CAM) এবং G code এর আউটপুট, ডিসপ্লে এবং এডজাস্ট করা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।

Onshape Free

ফ্রিতে SketchUp এর বিকল্প প্রোগ্রামের সন্ধান করছেন? OnShape সফটওয়্যারটি ব্যবহার করে দেখুন।

OnShape হচ্ছে ইঞ্জিনিয়ারিং-গ্রেডের CAD সফটওয়্যার যা SolidWorks এর প্রাক্তন ডেভেলপাররা তৈরি করেছিল। এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছিল পুরো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কফ্লোকে একটি টুলসের মধ্যে একত্রিত করার উদ্দেশ্যে। এছাড়াও এর বিস্তৃত ফিচার সেট আপনাকে প্যারামিট্রিক মডেলিংয়ে ডিজাইন করার ক্ষমতা প্রদান করবে, পাশাপাশি জটিল ডিজাইনের জন্য ডিজাইনের বিভিন্ন অংশ আলাদাভাবে সিমুলেট করতে পারবেন।

এন্টারপ্রাইজ-গ্রেড CAD সফটওয়্যার এর জন্য সম্ভাব্য সকল ফিচার সেট দিয়ে সফটওয়্যারটি সাজানো হয়েছে, এছাড়াও Onshape ব্যবহার করে ওপেন সোর্স প্রোজেক্ট গুলো ফ্রিতেই করতে পারবেন। তাছাড়াও Onshape ক্লাউড সার্ভিস ও প্রদান করে থাকে। এর ফলে Onshape জনপ্রিয় সকল সিস্টেম কাজ করে এমনকি iOS এবং Android।

এই ফ্রি CAD সফটওয়্যারটির আকর্ষণীয় ফিচার হচ্ছে "collaborative mode"। ইন্সটল করা CAD এবং PDM বিপরীতে, Onshape এর ব্যবহারকারীরা যেকোন যায়গা থেকে তাদের করা ডিজাইনে অ্যাক্সেস করতে এবং মডিফাই করতে পারে ফলে টিম ওয়ার্ক করতে অনেক সুবিধা হয়। আর এর আরেকটি আকর্ষনীয় ফিচার হচ্ছে মাস্টার ডিজাইন সেভ না করেই ম্যানেজ করা বা বিভিন্ন ফাইল ভার্সনের ট্রাক রাখা ইত্যাদি।

এই সফটওয়্যারটির ফ্রি ভার্সনে আপনি একসাথে দশটি প্রোজেক্টে বিনামূল্যে কাজ করতে পারবেন।

Vectary

Vectary সফটওয়্যারটিতে রয়েছে ইনোভেটিভ ইউজার ইন্টারফেস আর এর ফলে এই সফটওয়্যারটিও আপনার পছন্দ হবেই বলা যায়। এই সফটওয়্যারেও প্যারামেট্রিক মডেলিং রয়েছে, এটি এমন একটি ফিচার যা স্লাইডার এবং সিলেক্টশনের মাধ্যমে সহজেই যেকোন ডিজাইনকে মডিফাই করতে পারবেন এবং এটি অনেক প্রোফেশনাল ইঞ্জিনিয়ারেরই প্রিয় ফিচার হিসেবে খ্যাত।

তবে এই সফটওয়্যারটি সুনির্দিষ্ট পরিমাপের উপর নির্ভর করে না বলে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম হিসেবে ধরা হয় না। এর পরিবর্তে subdivision মডেলিং ব্যবহার করার মাধ্যমে আপনি 3D ভিউপোর্টে ডিজাইন করতে পারবেন এবং তারপরে বিভিন্ন টুলস ব্যবহার করে ডিজাইনগুলো মডিফাই করতে পারবেন, এই ফ্রি অনলাইন CAD সফটওয়্যার টুলসটি বেসিক ডিজাইনারদের প্রিয় একটি প্রোগ্রাম হবে তা নির্ধিধায় বলা যায়।

এই সফটওয়্যার ব্যবহারকরে দ্রুত ডিজাইন যাতে শুরু করতে পারেন এজন্য ডেভেলপাররা বিল্টইন ভাবে অনেকগুলো টেম্পলেট তৈরি করে রেখেছেন যার মাধ্যমে আপনি মকআপস, লেআউট এবং এমনকি 3D সোশ্যাল মিডিয়াজ ম্যাসেজ এর জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও, Vectary ইউজারদের সহযোগিতার উপর জোর দেয়, কারন Vectary তে ডিজাইন করা সমস্ত মডেল তাদের ক্লাউদ স্টোরেজ এ সেব করা হয় এবং তা সহজেই অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। আর ভবিষ্যতে আরও উন্নত API তারা প্রকাশ করবে বলে আশা করা যায়, আর এর এক্সটেনশনগুলো তো রয়েছেই যার মাধ্যমে আপনি আরও অনেক ফিচার এবং টুলস এতে যুক্ত করতে পারবেন।

ব্রাউজারের মাধ্যমে ফ্রি CAD সফটওয়্যারগুলোর মধ্যে এই সফটওয়্যারই অনেক বেশি ফিচার অফার করে থাকে। আর এই ফ্রি CAD সফটওয়্যারটি ব্যবহার করতে আপনার নূন্যতম ৮ জিবি র‍্যাম লাগবে কেননা এটি অনেক বেশি র‍্যাম কঞ্জিউম করে। Vectary ফ্রি ব্যবহার করে আপনি একসাথে দশটির মত প্রাইভেট প্রোজেক্টের কাজ করতে পারবেন এবং আনলিমিটেড পাবলিক প্রোজেক্ট করতে পারবেন।

শেষ কথা

জনপ্রিয় সকল CAD সফটওয়্যার নিয়ে আমি আলোচনা করেছি, আশাকরি আপনাদের কাছে টিউনটি ভালো লাগবে। এমন আরও টিউন পেতে টেকটিউনসের সাথেই থাকুন আর বেশি বেশি শেয়ার করুন। এই টিউনটি আপনার কাজে না লাগলেও এমন কেউ হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে যার এটা কাজে লাগতে পারে তাই শেয়ার করুন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস