সহজেই পাল্টে ফেলুন উইন্ডোজের পরিচিত ইনফর্মেশন সাউন্ড…….. বাংলা ভয়েস ইনফর্মার দিয়ে

সবাই কে আমার সালাম জানিয়ে আজকের লেখা শুরু করলাম। সবাই  আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ।
আমরা অনেকেই যারা উন্ডোজের বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, তারা উইন্ডোজের সেই পরিচিত ইনফর্মেশন সাউন্ড এর সাথেও পরিচিত। যেমনঃ Windows Shutdown, Windows Recycle, Windows Logon sound,Windows Logoff Sound সহ অনেকই। অনেকেই আবার মেনুয়্যালি এ সকল সাউন্ড পরিবর্তন করেছেন। কিন্তু যারা এখনও এই সাউন্ড শুনতে শুনতে একঘেঁয়েমি বোধ করছেন, তাঁদের অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও সাউন্ডগুলো পরিবর্তন করতে পারেন না। কারণ, অনেকেরই হয়ত কিভাবে পরিবর্তন করতে তা অজানা, কিংবা জেনেও মনে করেন অনেক ঝামেলা, কিংবা যে .wav file যে সাইজের দরকার তা ঠিক সেভাবে না হওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হন। আপনি কিন্তু চাইলেই কোন ঝুট ঝামেলা ছাড়াই সে সাউন্ড পরিবর্তন করতে পারেন। আর এ জন্য আপনাকে একটি ছোট্ট ফাইল(২.৯৬এমবি) ডাউনলোড করতে হবে এখান থেকে। তাও আবার বাংলায় আপনাকে বিভিন্ন সংকেত বলে দিবে।
ডাউনলোড

ডাউনলোড শেষে ফাইলটি আনজিপ করুন। এবার MEDIA নামক ফাইলটি ইনস্টল করে নিন। অনেক ''XP SP3''তে এটা ইন্সটলের পর অটোমেটিকভাবে কাজ করবে। আর যদি না করে তাহলে MEDIA নামক ফাইলটি ইনস্টল করার পর একটি WINDOWS নামে একটি ফোল্ডার আসবে। এই ফোল্ডার ওপেন করে MEDIA নামক আরেকটি ফোল্ডারটি ওপেন করুন। এবার দেখুন এখানে উইন্ডোজের উপযোগী অনেক .wav file আছে।
এবার My Computerএ গিয়ে C:\WINDOWS\Media তে দেয়া সব ফাইল মুছে(Delete) আপনার install কৃত WINDOWS\Media নামক ফোল্ডারটি থেকে .wav file গুলি copy করে My Computerএ গিয়ে C:\WINDOWS\Media তে paste করে দিন।

এবার আপনি Computer restart, logoff অথবা কোন U.S.B কানেক্ট করিয়ে দেখতে পারেন কি বলে........

[বিঃ দ্রঃ এরকম টিউন যদি পূর্বে টি.টি. তে হয়ে থাকে তাহলে জানাবেন আমি টিউনটি মুছে নেব। স্ক্রীনশট সহ আরও বিস্তারিত না দিতে পেরে দুঃখিত।]
আশা করি সকলের পছন্দ হবে।
ধন্যবাদ সকলকে।
আল্লাহ্ হাফেজ

Level 0

আমি ঈপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউনসে সবসময় থাকতে চায় টেকটিউনস হতে সর্বদা ভালো কিছু শিখতে এবং খারাপ বর্জন করতে চায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঈপন ভাই এটা কি Windows 7 এ কাজ করে?

ঈপন ভাই ডাউনলোড দিয়া দেখছি এটা আমার কাছে অনেক আগে থেকেই ছিল কিন্তু Windows 7 এ কাজ করেনা Windows 7 সাপোর্ট করে এমন কিছু থাকলে দেন

common jinish…….

Vhi valo laglo mojar genesh

Level 2

Me too

hellow brother windows 7 e to support korchena …………………….?