হ্যাকিন্টোষ পিসিতে ম্যাক এর সফ্টওয়্যার ইনষ্টল : পর্ব -৩ ফটোশপ-cs6 ফুলভার্ষন

উইন্ডোজে যতো সহজে সিরিয়াল , প্যাচ ব্যাবহার করে ফটোশপ ইনষ্টল করা যায় ম্যাকে নতুনদের জন্য একটু ঝামেলারই বটে কোথায় কেমনে কি করবেন খুজে পান না। তাদের উদ্দেশ্যে আজকের এই টিউন।

টরেন্ট থেকে নামিয়ে জাস্ট ইনস্ট্রাকসন অনুযায়ি নিচের চিত্রগুলো অনুসরন করুন ।

টরেন্ট ডাউনলোড লিন্ক

Adobe Photoshop CS6 13.0 Final Extended

টরেন্ট থেকে নামানোর জন্য টরেন্ট ডাউনলোডার μTorrent অথবা Folx ইনস্টল করে নিন ।

μTorrent লিন্ক : http://www.utorrent.com/downloads/complete/os/mac/track/stable

Folx লিন্ক :

Folx Precracked

ডাউনলোড করা হয়ে গেলে

(ক্লোজ ইন্টারনেট কানেকশন । লাইন কেবল বা মডেম খুলে রাখুন )

PCS6.dmg আর্কাইভটিতে ডাবল ক্লিক করুন অথবা মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে অপেন এ ক্লিক করুন ।

1

ভেরিফায়িং এর জন্য এই রকম একটা উইন্ডো এসে কাজ শুরু করে দিবে -

2

3

ভেরিফায়িং করা ফিনিশিং হলে এই রকম একটা উইন্ডো দেখবেন ।

4

সেই উইন্ডো তে একটা প্যাচ ফাইল ফোল্ডার এবং ফটোশপ dmg ফাইল দেখতে পাবেন । সেখান থেকে ফটোশপ dmg আর্কাইভটিতে ডাবল ক্লিক করুন অথবা মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে অপেন এ ক্লিক করুন ।

5

আপনার পিসিতে ফটোসপ সেটআপ হবে কিনা ভেরিফায়িং এর জন্য এই রকম একটা উইন্ডো এসে কাজ শুরু করে দিবে -

6

7

ভেরিফায়িং শেষ হলে

8

9

Adobe Photoshop CS6 এই নামে একটা উইন্ডো দেখবেন

10

সেই উইন্ডো থেকে Adobe Photoshop CS6 নিল আইকোন টিতে ডাবল ক্লিক করুন অথবা মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে অপেন এ ক্লিক করুন ।

11

নিচের ছবির মতো একটা উইন্ডো আসবে

12

Install লেখা লাল আইকোনে ডাবল ক্লিক করুন অথবা অথবা মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে অপেন এ ক্লিক করুন ।

13

এই রকম উইন্ডো আসলে অপেন এ ক্লিক করুন ।

14

এডোবি ইনষ্টলার এসে তার কাজ শুরু করে দিবে

15

16

Adobe Photoshop CS6 Welcome Screen আসবে Try তে ক্লিক করুন

18

License Agreement Screen আসবে ভাষা ইংরেজী ইন্টারনেশনাল সিলেক্ট করে Accept বাটনে ক্লিক করুন

19

Accept বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন প্রসেসিং চলতে থাকবে

20

প্রসেসিং হয়ে গেলে নিচের ছবির মতো Adobe Phoshop CS6 Options উইন্ডো আসলে ভাষা ইংরেজী ইন্টারনেশনাল সিলেক্ট করে ইনষ্টল বাটনে ক্লিক করুন ।

21

Install উইন্ডো এসে ইনষ্টলিং এর কাজ শুরু দিবে , এই সময় admin password চাইবে , পাসওয়ার্ড এর ঘরে admin password টাইপ করে ওকে বাটন ক্লিক করুন ।

22

ইনষ্টলিং এর কাজ চলতে থাকবে

23

Installation Complete লেখা উইন্ডো আসবে ক্লোজ বাটনে ক্লিক করুন ।

24

ট্রায়াল ভার্ষন থেকে ফুল ভার্ষন করার জন্য ফটোশপ চালু করে আবার ক্লোজ করে দিন । প্যাচ এপ্লাই করতে হবে ।

25

লোড হতে সময় লাগবে অপেক্ষা করুন

26

Photoshop Extended Trial উইন্ডো আসবে Start Trial বাটনে ক্লিক করুন ।

27

ফটোশপ চালু হওয়ার পর আবার বন্ধ করে দিন

28

29

লঞ্চবার থেকেও ফটোশপ ক্লোজ করে দিন

30

শুরুতে PCS6.dmg আর্কাইভটি খুলার পর প্যাচ ফাইল ফোল্ডার এবং ফটোশপ dmg ফাইল সহ যে উইন্ডোটি সরিয়ে রেখেছিলেন সেটিতে ফিরে যান

31

সেখানে Adobe CS6 Os X Crack নামে যে ফোল্ডার আছে সেটি ডাবল ক্লিক করে খুলুন

32

ফোল্ডারটির ভিতর amtlib.framework নামে যে ফোল্ডার আছে সেটি কপি করুন

33

34

Menubar > Go > Applications এ ক্লিক করুন

35

এপ্লিকেশনস উইন্ডো এসে হাজির হবে । এপ্লিকেশনস উইন্ডোতে Adobe Photoshop CS6 নীল কালারের ফোল্ডার আছে সেটি ডাবল ক্লিক করে খুলুন

36

যে উইন্ডো আসবে সেখানে Adobe Photoshop CS6 এর আইকনে মাউস রেখে

রাইট ক্লিক করুন

37

পপআপ উইন্ডো আসলে সেখান থেকে show package contents অপশনে ক্লিক করুন

38

contents উইন্ডো এসে হাজির হবে । যে contents ফোল্ডার আছে সেটি ডাবল ক্লিক করে অথবা মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসবে অপেন এ ক্লিক করুন ।

39

contents ফোল্ডার খোলার পর নিচের ছবির মতো উইন্ডো আসবে সেখানে Framework ফোল্ডার দেখবেন

40

এই Framework ফোল্ডারটি খুলে কপি করা amtlib.framework ফোল্ডার পেষ্ট করুন ।

41

মেনুবারে গিয়ে Edit > Paste Item

42

কপি উইন্ডো আসবে রিপ্লেস বাটনে ক্লিক করুন

43

কাজ শেষ ডেস্কটপে যে উইন্ডো থাকবে সেগুলো ক্লোজ করে দিন ।

খুলে রাখা নেট কানেকশন লাগিয়ে নিন ।

Enjoy করুন ফটোশপ এক্সটেন্ডেড CS6 ফুলভার্ষন ।

44

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি এতদিন ধরে এটাই খুজছি।

আরেকটা সমস্যা রয়েই গেছে। যদি পারেন প্লিজ একটু সমাধান দেন…

ম্যাক এর ফটোশপে বাংলা লিখতে বিড়ম্বনায় পড়তে হয়।
যেমন- যুক্তাক্ষরগুলো লেখা যায় না।

আবার অঙ্কুর ব্যবহার করে কিছু লিখলে লেখা উল্টাপাল্টা আসে।

এসব সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো। জানালে উপকৃত হবো।
ধন্যবাদ।

    @LIMON:
    অন্কুর ব‍্যাবহার করে মাক্রোসফট অফিসে যুক্তাক্ষর লেখা গেলেও ফটোসপে লেখা যায় না ।
    উপায় আছে একঃ অরিজিনাল বিজয় দিয়ে । অন‍্য উপায় হলো
    বিজয় ম‍্যাক ভার্ষন এর একটা ট্রিকস আছে সেটা এপ্লাই করেও যুক্তাক্ষর লিখতে পারবেন । টেকটিউনে এই নিয়ে একটা পোষ্ট হয়েছিল সেটা ফলো করতে পারেন তবে সমষ‍্যা একটা আছে Keyboard Viewer এ বাংলা দেখা যায় না

    দুইঃ ফটোশপ ম‍্যাক এর এরাবিক ভার্ষন ।

      Level 0

      @হাসানাত চৌধুরী: ভাই আমি বিজয় ইউনিকোড দিয়ে ট্রাই করে দেখছি। কিন্তু হচ্ছে না।

      যেমনঃ ফটোশপে আমি “সংযুক্ত” লিখতে গেলে লেখাটি আসে “সংযুকত”

      আপনি বলেছেন “বিজয় ম‍্যাক ভার্ষন এর একটা ট্রিকস আছে সেটা এপ্লাই করেও যুক্তাক্ষর লিখতে পারবেন । টেকটিউনে এই নিয়ে একটা পোষ্ট হয়েছিল সেটা ফলো করতে পারেন তবে সমষ‍্যা একটা আছে Keyboard Viewer এ বাংলা দেখা যায় না”
      লিঙ্কটা একটু দিন প্লিজ…

Level 0

ধন্যবাদ ভাই, আমি আমার উইন্ডোজ পিসিতে ম্যাক ইন্সটল করতে চাই, কি ভাবে করতে পারবো একটু জানাবেন, প্লিজ, আমাদের উইন্ডোজ পিসিতে ফাইল সাপোর্ট করে .ইক্সই(exe) , কিন্তু ম্যাক এর ফাইল গুলো হচ্ছে গিয়ে .ডিএমজি (dmg), এই ফাইল কি উইন্ডোজ পিসিতে সাপোর্ট করবে? একটু জানাবেন।

    @shonzim:
    উইন্ডোজ পিসিতে ম্যাক ইন্সটল কি ডুয়েল বুট করবেন নাকি ক্লিন ইনষ্টল করবেন । তার আগে দেখতে হবে আপনার পিসি ম‍্যাক কম্পিটেবল কিনা । আপনার পিসির কনফিগারেশন যদি ম‍্যাক এর সাথে খাপ খায় তা হলে চেষ্টা করে দেখতে পারেন ।
    এই নিয়ে একটা টিউন আছে সেটা অনুসরন করতে পারেন ।
    https://www.techtunes.io/computing/tune-id/181515
    .ডিএমজি (dmg) ফাইল উইন্ডোজ পিসিতে সাপোর্ট করবে না । উইন্ডোজ পিসি থেকে .ডিএমজি (dmg) ফাইল সিডি-ডিভিডি তে রাইট করার জন‍্য ট্রান্সম‍্যাক নামে একটা সফ্টওয়ার আছে ।

Level 0

হাসানাত ভাই, ম্যাক os x lion এ windows 8 ব্যবহারের জন্য parallel desktop ব্যবহার করতে চাচ্ছি। কিন্তু এটা ১৫ দিনের ট্রায়াল ভার্সন হিসেবে ফ্রী ডাউনলোড করতে পারছি।

কিভাবে সিরিয়াল কিংবা প্যাচ ব্যবহার করে ফুল ভার্সন হিসেবে ব্যবহার করতে পারবো? কোথায় পাবো? আর কিভাবে এটা স্টেপ বাই স্টেপ ইনস্টল করতে হয়- এই সম্পর্কে আপনার কোন টিউন আছে কি?

জানালে উপকৃত হবো ভাই।
ধন্যবাদ।

    @LIMON:
    লিস্ক : –
    Parallels Desktop – 8.0.18354.823166 > Pre-Cracked
    http://q.gs/3uNqz
    স্টেপ বাই স্টেপ কিভাবে ইনস্টল করতে হয় সেটা বলতে পারছি না , আমি ব্যাবহার করে দেখি নি ।