PDF ফাইল এডিট করতে, পড়তে কিংবা এ সম্পর্কিত যে কোন কিছু করতে ৬টি গুরুত্বপূর্ণ টুলস! এই টিউন থাকলে সারাজীবন পিডিএফ নিয়ে ভাবতে হবে না!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পোর্টেবল ডকুমেন্ট ফরমেট তথা পিডিএফ ফাইল এডিটিং কিংবা পড়ার জন্য বিশ্বসেরা ৬টি টুলসের সমন্বয়ে আমার আজকের টিউন।

পিডিএফ ফাইল সম্পর্কে আপনারা নিশ্চয় ভালোই অবগত আছেন। ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় সবার এই ফরমেটটির সাথে পরিচিতি থাকা বাধ্যতামূলক। কারন পিডিএফ হলো ডকুমেন্ট জগতের একটি গোল্ডেন ফরমেট। ফাইলের কন্টেন্ট অক্ষুন্ন রেখে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বহন করার জন্য পিডিএফ খুবই গুরুত্বপূর্ণ। অনেকের ধারনা একটি পিডিএফ ফাইল তৈরী করার পরে সেটাকে আর এডিট করা যায় না। এক্ষেত্রে অনেক মানুষকে দেখেছি যারা কোন ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ করতে গেলে যদি সেখানে কোন ভুল দেখা যেতো তাহলে ওয়ার্ড ফাইলকে পরিবর্তন করে সেটাকে আবার পিডিএফ করতো। অজ্ঞতার কারনে এভাবে সময়ের অপচয় যে আপনারা অনেকেই করেন এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস আছে। কারন আমি নিজেও এই কাজটিই আগে করতাম। বর্তমানে পিডিএফ ফাইল পড়া, এডিট কিংবা মার্জ করার জন্য সহস্রাধিক সফটওয়্যার বাজারে থাকলেও সেখান থেকে বেছে আমি ৬টি সফটওয়্যার আপনাদের সামনে তুলে ধরবো। যেগুলো থাকলে সারা জীবনে পিডিএফ ফাইলের যেকোন পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন কিংবা সাধারনভাবে পড়ার জন্য আপনাকে অন্য কিছু ভাবতে হবে না। যাহোক, টিউনের পরবর্তি অংশে যাবার আগে চলুন পিডিএফ ফাইল ফরমেট সম্পর্কে কিছু জানি, নাহলে নতুন যারা আছেন তারা হয়তো সারা রাত গীতা পাঠ করে সকালে বলবে সীতা কার বাপ?

PDF – কী, কেন প্রয়োজন?

PDF মানে হলো Portable Document Format. যেসব ডকুমেন্ট কোন প্রকার ঝামেলা ছাড়া এবং ফাইলের পরিবর্তন ব্যতিরেকে এক পিসি থেকে অন্য পিসিতে স্থানান্তরিত করা যায় সেগুলোই পিডিএফ (অবশ্যই ফরমেট হিসাবে .pdf থাকবে)। সাধারনত পিসিতে ওয়ার্ড ফাইলের ভার্সন এবং ফন্টে সমস্যার কারনে সেগুলো পরিবর্তন ছাড়া স্থানান্তরিত করা কষ্টসাধ্য। একারনে পিডিএফ ফাইল ব্যবহার করা হয়। যার ফলে উক্ত ফাইলটি পড়তে কিংবা প্রিন্ট করতে সুবিধা হয়।

শুধুমাত্র কোন ডকুমেন্টই না, যেকোন ছবিকেও আপনি পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারবেন। তাছাড়া বিভিন্ন ইবুক তৈরীতে পিডিএফ ফাইলের কোন বিকল্প নেই। অধ্যায় ভিত্তিক হাইপারলিংক, সহজ এবং পাঠযোগ্য হওয়াতে বর্তমানে পিডিএফ ফরমেট ডকুমেন্ট জগতে সব চেয়ে জনপ্রিয়। এবার আসুন তাহলে এই পিডিএফ ফাইল সম্পর্কিত কিছু সফটওয়্যার এবং তাদের কাজ জেনে নিই।

Adobe Reader – PDF ফাইল পড়া / দেখার জন্য

আপনি কি শুধুমাত্র পিডিএফ ফাইল যেমন ইবুক বা অন্য কোন ডকুমেন্ট শুধুই পড়তে বা কম্পিউটারে দেখতে চান? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার জন্য এডোবি রিডার হলো সর্বশ্রেষ্ট সফটওয়্যার। এটা সম্পূর্ণ ফ্রি এবং এতে রয়েছে পিডিএফ পড়ার জন্য কিছু প্রয়োজনীয় ফিচার যেমন- টেক্সট হাইলাইটিং, স্টিকি নোটস, কিংবা উচ্চারণ পড়ে শোনানোর সুবিধা। পিডিএফ পড়ার জন্য সফটওয়্যারটিতে পর্যাপ্ত সুবিধা থাকলেও এর চেয়ে বেশি কিছু চাইলে আপনাকে এর বিকল্প ভাবতে হবে।

ফ্রিতে এডোবি রিডারের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন, সাইজ মাত্র ৪৮ মেগাবাইট। যদি কম্পিউটারে এতো বড় ফাইল চালাতে না চান তাহলে আপনার জন্য পিডিএফ ফাইলকে আরও সুন্দর ভাবে পড়ার জন্য রয়েছে সুমাত্রা রিডার। আমার ব্যক্তিগত দারুন পছন্দের এই রিডারটি সম্পর্কে বাংলায় পূর্ণ রিভিউ সহ ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Ice Cream Split & Merge – PDF ফাইল স্প্লিটিং, মার্জ করা এবং পড়ার জন্য

আপনি এই সফটওয়্যারটির সাহায্যে যেমন পিডিএফ ফাইল পড়তে পারবেন তেমনি বড় বড় পিডিএফ ফাইলকে একাধিক ফাইলে স্প্লিটিং করতে পারবেন। অথবা একাধিক পিডিএফ ফাইলকে একটি ফাইলে মার্জ করতে পারবেন। শুধু অফলাইনেই নয় আপনি চাইলে অনলাইনেও একই কাজ খুবই সুন্দর ভাবে করতে পারবেন। সফটওয়্যারটির বেসিক ব্যবহার সম্পূর্ণ ফ্রি।

  • আপনার পিসিতে সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে এবং এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন

Foxit PhantomPDF Standard 7 (পিডিএফ এডিট করার সেরা সফটওয়্যার)

এই সফটওয়্যারটি বিষয়ে বিশেষ ভাবে বলার কিছু নেই। ৮৯ ডলার মূল্যের এই সফটওয়্যারটি আমার দেখা সেরা সফটওয়্যার। কোন পিডিএফ ফাইলের যেকোন ধরনের পরিবর্ধন, পরিমার্জন এবং কিংবা বিয়োজন করতে পারবেন। সেই সাথে যেকোন ধরনের অংশ এডিট করতে পারবেন। পিডিএফ ফন্ট পরিবর্তন, লেখার কালার পরিবর্তন, কোন লেখা মুখে ফেলা থেকে শুরু করে আপনার কল্পনায় যা কিছু আসে সব করতে পারবেন।

  • অসাধারন এই সফটওয়্যারটির কার্যপ্রণালী ও ফুল ফিচার জানতে এবং বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে চাইলে এখানে ক্লিক করুন

PDFescape Free PDF Editor – ফ্রি PDF এডিটর

যদিও পিডিএফ ফাইল এডিটিং সম্পর্কিত যতো সফটওয়্যার আছে তাদের মাঝে Foxit PhantomPDF Standard 7 হলো সবার সেরা কিন্তু এটাকে লিগ্যাল পন্থায় ব্যবহার করতে যে পরিমান খরচ করতে হয় তাতে সেটা অনেকেই ব্যবহার করতে চাইবে না। টেকটিউনস পরিবারের জন্য সফটওয়্যারটি ফ্রিতে দেওয়া হলেও এমন অনেকেই আছেন যারা পাইরেটেড সফটওয়্যার পছন্দ করেন না। তাদের জন্য ফক্সিটের কাছাকাছি ফিচার সম্বলিত PDFescape সফটওয়্যারটিই সবচেয়ে উপযুক্ত। আশা করছি ফক্সিটের সব সুবিধা এটি দিতে না পারলেও কাছাকাছি অনেক কিছুই পাবেন।

  • অসাধারন এই সফটওয়্যারটির কার্যপ্রণালী ও ফুল ফিচার জানতে এবং বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে চাইলে এখানে ক্লিক করুন

UniPDF – পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্টার

আপনি কী পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে চান? তাহলে আপনার জন্য এই সফটওয়্যারটিই প্রয়োজন। সম্পূর্ণ বিনামূল্যে যেকোন পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন। অধিকাংশ সফটওয়্যারের একটা বড় সীমাবদ্ধতা থাকে যে বড় বড় ফাইলগুলোকে কনভার্ট করা যায় না। কিন্তু এই সফটওয়্যারটি দিয়ে যেকোন সাইজের পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করতে পারবেন।

  • সফটওয়্যারটির কার্যপ্রণালী ও ফুল ফিচার জানতে এবং বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে চাইলে এখানে ক্লিক করুন

doPDF – সহজে PDF ফাইল তৈরী করার জন্য

যদিও মাইক্রোসফট অফিস ২০১০ এবং অফিস ২০১৩ তে ডিফল্ট ভাবে পিডিএফ তৈরীর অপশন আছে তারপরেও যারা আগের ভার্সনগুলো ব্যবহার করেন তাদের জন্য পিডিএফ ফাইল তৈরী করার জন্য এটি সর্বশ্রেষ্ট সফটওয়্যার। এর সাহায্যে খুব সহজে ফন্ট এমবেডিং সুবিধাযুক্ত পিডিএফ ফাইল তৈরী করতে পারবেন। শুধুমাত্র পিডিএফ ফাইল তৈরীর উদ্দেশ্যে হলে এই সফটওয়্যারটি আপনার জন্য সর্বশ্রেষ্ঠ হবে।

  • সফটওয়্যারটির কার্যপ্রণালী ও ফুল ফিচার জানতে এবং বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে চাইলে এখানে ক্লিক করুন

আপনার জন্য এরকম আরও কিছু টিউন-

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 157 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাহাদ ভাই কিভাবে পিডিএফ ফাইল এর watermark রিমুভ করতে পারি , plz যদি বলেন

    পিডিএফ ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমার আজকের টিউনে উল্লেখিত বিশেষ টিউন অংশ হতে দ্বিতীয় টিউনটি দেখুন। ফুল ভার্সন সফটওয়্যার দেওয়া আছে।

অনেক পিডিএফ ডকুমেন্ট Image আকারে দেওয়া থাকে অর্থাৎ লেখাকে Image-এ রুপান্তর করে তারপর পিডিএফ করা হয়। সেগুলো সম্পাদনা (Edit) করা যায় কি না তা আমার জানা নেই। তবে যে কোনো Word ফাইল কে পিডিএফ আকারে সংরক্ষণ (Save) করতে চাইলে আছে চমৎকার একটি Add-On যেটি Office 2007 এর সাথে ব্যবহার করা যায়।
http://www.microsoft.com/en-US/download/details.aspx?id=9943

    পিডিএফ বা ডকুমেন্ট সম্পর্কিত প্রায় প্রত্যেকটা বিষয়ে আমার টিউন আছে। ইমেজ থেকে লেখা আলাদা করার জন্য আমার আজকের টিউনের বিশেষ টিউন অংশ হতে শেষ টিউনটি দেখুন। ১২৯ ইউরো মূল্যের সফটওয়্যারটি আপনার সব প্রয়োজন মেটাতে পারবে বলে আমার মনে হয়।

    স্ক্যান করা কোন ডকুমেন্টকে Ms Word এডিট করার কোন সফটওয়্যার থাকলে । কাহারও যদি জানা থাকে লিঙ্কটা একটু দিবেন।

ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না.এক কথায় অসাধারণ.

thnak u bhaia

টিউন টাকে ভালবেসে ফেলেছি!!, ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য 🙂

Onek ki6u janlam, asole apnar tune all time excellent … 😀

Level 0

ভাই কোনটা দিয়ে বাংলা PDF file কে doc. ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবো… Plz ভাই একটু বলবেন

    আপনার প্রশ্নের উত্তর টিউনের মাঝেই আছে। আশা করছি টিউন পাঠে মনযোগী হবেন।
    ক্লু – টিউনের সাবহেডিংগুলো চেক করুন। ধন্যবাদ 🙂

এক এক করে টিউনের সম্পূর্ণ প্যাকেজটি(!) শেষ করলাম।
আশা করি এভাবে নিয়মিত আমাদেরকে কষ্ট(?) দিবেন। ধন্যবাদ।

Walton RM ফোন এর জন্য সাহায্য চাই……….ভাই আমি ওয়ালটন RM ফোন সম্পর্কে জানতে চাই। প্লিজ আমাকে হেল্প করেন। এই ফোনের ক্যামেরা কেমন? ওটিজী সাপোর্ট করে কিনা? গোরিলা গ্লাস ২ এর সুবিধা কি? ফোনটা কি গরম হয়? আরও বিস্তারিত সুবিধা ও অসুবিধা জানাবেন প্লিজ। এই ফোনের সাম্নের ক্যামেরা নাকি ভাল না?

Level 0

UniPDF – পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্টার ….. ভাই এইটা দিয়ে কি বাংলা পিডিএফ ফাইল কনভার্টার করলে কি হবে , নাকি এলোমেলো আসবে … আসলে ভাই এই পর্যন্ত অনেক গুলো software Download করেছি … ভালোমত একটিও হয়না ।

    ভাই কষ্ট করে একটু নিজে ব্যবহার করে দেখেন কাজ করে কিনা। অনেকগুলো যেহেতু ডাউনলোড করেছেন আরও একটা না হয় করলেন।

Level New

Foxit PhantomPDF Standard 7 এর মেডিসিন কাজ করছে না। একটু চেক করে দেখবেন কি?

সানিম মাহবীর ফাহাদ ভাই যে সফটওয়্যার ই ব্যাবহার করি না কেন টেবিল ভেঙ্গে যায় হুবহু টেবিল ওয়ার্ড এ কনভার্ট হয় না

খুবই কাজের একটি টিউন। ধন্যবাদ ভাইয়া।

PDF সমাচারটা পছন্দ হল- এক বাক্সেই সব চকলেট 🙂 আমিও বহুদিন আগেই Adobe ছেড়ে Foxit Reader ব্যবহার করি…..প্রিয়তে থাকল টিউনটা- সময় বুঝে ঝাঁপি খুলে টেনে নামিয়ে কোপাকুপি ইনষ্টল করে নেব 😛

টিউনের জন্য অশেষ ধইন্যা 🙂

    সুন্দর টিউমেন্টের জন্য আপনাকেও সীমাহীন ধন্যবাদ 🙂 আশা করছি টিউমেন্টে হ্যালির ধূমকেতু হয়ে যাবেন না।

সানিম মাহবীর ফাহাদ ভাই, আপনার সমস্ত টিউন অসাধারণ ও সুন্দর। আমার খুব প্রিয়। বিশেষ করে পিডিএফ এডিটর সফটওয়্যারটি আমার খুব কাজে লাগবে। যদি আপনি আমাকে PDF To Excel Converter এর একটা সফটওয়্যার এর লিংক দিতেন খুব ভালো হতো। আমি অনেক খোজাখুজি করে তা বের করতে পারিনি। Please……….

    এক্সেল ফাইলগুলো কিন্তু অন্য ধরনের কাজে ব্যবহৃত হয়। সাধারনত স্ট্যাটিসটিক্যাল ডাটা কিংবা হিসাব নিকাশের কাজে এক্সেল স্প্রেডশীডগুলো ব্যবহার করা হয়। আর এ কারনে অন্য কোন ফরমেটকে এক্সেলে রূপান্তরিত করা সম্ভব হয়না। হয়তো অদূর ভবিষ্যতে কোন একদিন হবে। সেদিন আপনাকে জানানো হবে। টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

Foxit PhantomPDF Standard 7 এর মেডিসিন কাজ করছে না। মেডিসিন ফাইল পেস্ট করলে Foxit Phantom ওপেন হইনা, মেডিসিন ফাইল পেস্ট না করলে ওপেন হই। আমি অনেক বার try করেছি। ভাই আমার Foxit Phantom টা খুব দরকার please help me. OS-win7

    আমি যে মেডিসিন ফাইলটি দিয়েছিলাম সেটা ফক্সিট রিডার ৭.২ ভার্সনের জন্য। আপনার ডাউনলোড করা ভার্সন আর মেডিসিন ভার্সন ঠিক আছে কিনা সেটা চেক করে দেখবেন প্লিজ। ধন্যবাদ 🙂

Level 0

ধন্যবাদ ভাই রিপ্লায় দেওয়ার জন্য । আমি ভার্সন ঠিক আছে কিনা সেটা চেক করে দেখি।

ভাই সমসময় অসাধারন টিউন করে নতুন করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই।আপনাকে দেখে নতুন অনেকেই অনুপ্রানিত হবে ইনশাআল্লাহ।