আপনি কি একজন কম্পিউটার এক্সপার্ট? চলুন জেনে নেওয়া যাক একটি পরীক্ষার মাধ্যমে

আপনি কি মনে করেন আপনি একজন কম্পিউটার এক্সপার্ট?

ঠিক আছে, যাই মনে করুন না কেন কোনো সমস্যা নেই। তবে আমি রিহানুর ইসলাম প্রতীক আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি সত্যিকার বিজ্ঞানসম্মত পরীক্ষা যার মাধ্যমে জানতে পারবেন সত্যিই আপনি কম্পিউটারে এক্সপার্ট কিনা, কিংবা এক্সপার্ট না হলেও আপনার দক্ষতা কতটুকু। এজন্যে কিছু প্রশ্ন থেকে আমরা নিজেদের মার্ক দিবো এবং সর্বমোট মার্ক থেকে জানবো আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক।

১। আপনি কি জানেন কোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন?

উইন্ডোজ হলে ১ যোগ করুন, অ্যাপলের ম্যাক হলে ২ বিয়োগ করুন আর লিনাক্স হলে ৫ যোগ করুন। যদি না জেনে থাকেন তাহলে আপনার আর পরীক্ষা দেওয়া দরকার নেই, আপনি আগেই ফেল!

২। আপনি কি জানেন আপনি বর্তমানে অপারেটিং সিস্টেমের কোন ভার্সন ইউজ করছেন?

জানলে ১ যোগ করুন আর না জানলে কিছু করার দরকার নেই।

৩। আপনি কি নিশ্চিতভাবেই জানেন একটি কম্পিউটারের প্রধান অংশ কোনটি?

জানলে ১ যোগ করুন।

৪। আপনি কি সেই ব্যক্তি যে কম্পিউটারের কোন সমস্যা হলে অন্যের কাছ থেকে সাহায্য নেন?

উত্তর হ্যাঁ হলে দ্রুত ১ বিয়োগ করুন। আর আপনি যদি নিজেই অন্যকে সাহায্য করে থাকেন তাহলে ১ যোগ করুন।

৫। আপনি কি হান্ট অ্যান্ড পেক (Hunt & Peck) টাইপার মানে কিবোর্ড দেখে দেখে টাইপ করেন?

উত্তর হ্যাঁ হলে এক্ষুনি ৫ বিয়োগ করুন আর না হলে কিছু করার দরকার নেই।

৬। আপনি কি জানেন গিগাবাইটে আপনার হার্ড ড্রাইভ/ডিস্কের সাইজ কত?

জানলে ১ যোগ করুন।

৭। আপনার কারেন্ট স্ক্রিন রেজুল্যশন কত তা কি আপনি জানেন?

জানলে ২ যোগ করুন।

৮। আপনি কি জানেন আপনার প্রসেসরের সিপিইউয়ে কতটি কোর রয়েছে?

না জানলে ১ বিয়োগ করুন আর জানলে প্রতিটি কোরের জন্য ০.৫ যোগ করুন।

৯। আপনি কি আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করেন?

উত্তর হ্যাঁ হলে ১ বিয়োগ করুন।

১০। আপনি কি আপনার কম্পিউটারটি কখনো খুলেছিলেন?

উত্তর হ্যাঁ হলে ২ যোগ করুন।

১১। আপনি কি কখনো এক মিনিটের জন্য হলেও আপনার পিসিতে লিনাক্স (Linux) অপারেটিং সিস্টেম ইনস্টল করে ব্যবহার করেছিলেন?

উত্তর হ্যাঁ হলে ৫ যোগ করুন।

১২। হার্ড ড্রাইভের ব্যাকআপ রাখেন আপনি?

উত্তর না হলে ৩ বিয়োগ করুন।

১৩। আপনার কম্পিউটারের প্রসেসর Intel নাকি AMD তা আপনি জানেন?

জানলে ১ যোগ করুন।

১৪। আপনার ব্রাউজারের হোম পেজ কখনো পরিবর্তন করেছিলেন?

উত্তর না হলে ১ বিয়োগ করুন।

১৫। আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড আপনি নিজে কখনো পরিবর্তন করেছিলেন?

উত্তর হ্যাঁ হলে ২ যোগ করুন।

১৬। USB-এর পূর্ণরূপ কি আপনি জানেন?

উত্তর হ্যাঁ হলে ২ যোগ করুন।

১৭। আপনি Megabit এবং Megabyte এর পার্থক্য জানেন?

জানলে ১ যোগ করুন।

১৮। অফিসে কিংবা প্রফেশনাল কাজ ব্যতিত আপনি গড়ে প্রতিদিন কয় ঘন্টা কম্পিউটারের সামনে কাটান?

প্রতি ঘন্টার জন্য ১ যোগ করুন।

১৯। আপনি কি কখনো কমান্ড প্রম্পট (Command Promt) ব্যবহার করেছেন?

ব্যবহার করে থাকলে ২ যোগ করুন।

২০। আপনি কি জাভা এবং জাভা স্ক্রিপ্টের মধ্যাকার পার্থক্য জানেন?

জানলে ১ যোগ করুন।

২১। আপনার পাসওয়ার্ডে কি স্পেশাল ক্যারেক্টার আছে? যেমন:!, ", #, %, $, & ইত্যাদি।

থাকলে ১ যোগ করুন।

২২। আপনি কি কখনো আপনার কম্পিউটারে নিজে কোন নতুন হার্ডওয়্যার লাগিয়েছিলেন?

লাগিয়ে থাকলে ৩ যোগ করুন।

২৩। আপনি কি আপনার কম্পিউটারে কোন এক্সট্রা মনিটর ব্যবহার করেন?

করে থাকলে প্রতি এক্সট্রা মনিটরের জন্য ১ যোগ করুন।

২৪। আপনি HTTP এবং HTTPS এর মধ্যাকার পার্থক্য জানেন?

জানলে ১ যোগ করুন।

২৫। আপনি নিজে কখনো একটি সম্পূর্ণ ডেস্কটপ কম্পিউটার বানিয়েছিলেন?

বানিয়ে থাকলে ৪ যোগ করুন।

২৬। কখনো ম্যানুয়ালি প্রসেসর ওভারক্লক করেছিলেন?

করলে ৫ যোগ করুন।

২৭। র‍্যাম টাইমিং কি এভাবে কিভাবে এটি কাজ করে জানেন আপনি?

উত্তর হ্যাঁ হলে ৩ যোগ করুন।

২৮। এবার নিচে উল্লেখিত নামের প্রতিজনকে চেনার জন্য ১ করে যোগ করুন।

১) স্টিভ ওজনিয়াক, ২) ডেনিস রিচি, ৩) রিচার্ড স্টলম্যান, ৪) গ্রেস হুপার, ৫) কেভিন মিটনিক, ৬) লিনাস টরভাল্ডস, ৭) জন কারম্যাক।

২৯। ইনসার্ট (Insert) কি এর কাজ কী?

জানলে ১ যোগ করুন।

৩০। স্ক্রল লক (Scroll Lock) কি এর কাজ কী?

জানলে ৩ যোগ করুন।

৩১। গত ছয়মাসে কি আপনার পিসিতে ইনস্টল করা কোন এন্টিভাইরাস ছিল?

যদি না থেকে থাকে তাহলে ৩ যোগ করুন।

৩২। আপনি কি মনে করেন আপনার কোন এন্টিভাইরাস প্রয়োজন নাই কখনো?

যদি তাই মনে করেন তাহলে এক্ষুনি ৫ বিয়োগ করুন।

৩৩। আপনার হার্ড ড্রাইভ কি এনক্রিপ্ট করা?

উত্তর হ্যাঁ হলে ৪ যোগ করুন।

৩৪। আপনার বাসায় কি কোন হোম সার্ভার আছে যা আপনি ব্যবহার করেন?

উত্তর হ্যাঁ হলে ৫ যোগ করুন।

৩৫। আপনার বাসায় কোনো নেটওয়ার্ক সুইচ রয়েছে?

থাকলে প্রতিটা নেটওয়ার্ক সুইচের জন্য ২ যোগ করুন। আর যদি নেটওয়ার্ক সুইচ কি সেটাই না জেনে থাকেন তাহলে ১ বিয়োগ করুন।

৩৬। কখনো উইন্ডোজ রেজিস্ট্রি এডিট করেছিলেন?

এডিট করে থাকলে ৫ যোগ করুন।

৩৭। যেকোন একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজে "Hello World!" লিখতে পারেন?

পারলে ৫ যোগ করুন।

৩৮। আপনার কম্পিউটারে ডিফল্ট ব্রাউজার ছাড়া আর কোন এক্সট্রা ব্রাউজার আছে?

থাকলে প্রতিটি এক্সট্রা ব্রাউজারের জন্য ১ যোগ করুন।

৩৯। আপনি কি কখনো আপনার নিজের ইথারনেট ক্যাবল বানিয়েছিলেন মানে ক্যাবল কেটে RJ45 কানেক্টরে লাগিয়ে ক্রিম্পড করা সহ সবকিছু করেছিলেন?

উত্তর হ্যাঁ হলে ৮ যোগ করুন।

৪০। ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব বলতে কি বুঝায় এবং এদের মধ্যে পার্থক্য কি জানেন?

জানলে ৫ যোগ করুন।

৪১। কখনো টর ব্রাউজার ব্যবহার করে ডিপ ওয়েবে ভ্রমণ করেছিলেন?

করে থাকলে ৫ যোগ করুন।

৪২। আপনি নিজে আপনার কম্পিউটারের ফার্মওয়্যার কখনো আপগ্রেড করেছিলেন?

করে থাকলে ১০ যোগ করুন।

৪৩। আপনার ওয়াইফাই রাউটারে কখনো ম্যাক বাইন্ডিং করেছিলেন?

করে থাকলে ৫ যোগ করুন।

৪৪। টিম ভিউয়ার এর ব্যবহার জানেন?

জানলে ৫ যোগ করুন।

৪৫। আপনার ওয়াইফাই রাউটার দিয়ে কখনো ইউজারের স্পিড কন্ট্রোল করেছিলেন?

করে থাকলে ১০ যোগ করুন।

৪৬। কখনো ফরম্যাটেড হার্ড ড্রাইভ কিংবা মেমোরি রিকভার করে সবকিছু ফিরিয়ে আনতে পেরেছিলেন?

পেরে থাকলে ৫ যোগ করুন।

৪৭। কখনো কোন পিসিতে উইন্ডোজ দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সব ড্রাইভার ইনস্টল করে পিসিকে পূর্নাঙ্গ করেছিলেন?

করে থাকলে ১২ যোগ করুন।

৪৮। অপারেটিং সিস্টেম দেওয়ার সময় ব্যতিত কখনো ড্রাইভ পার্টিশন রিসাইজ করেছিলেন?

করে থাকলে ১০ যোগ করুন।

৪৯। কখনো সিকিউর শেল (SSH) ব্যবহার করে রিমোটলি কম্পিউটার এক্সেস করেছিলেন?

করে থাকলে ১০ যোগ করুন।

৫০। আপনি কি রাউটার কিংবা পিসিতে কাস্টম ডিএনএস সার্ভার ব্যবহার করেন?

উত্তর হ্যাঁ হলে ১০ যোগ করুন।

 

এবার আসা যাক ফলাফলে

আশা করি সততার সহিত নিজেকে সবগুলো প্রশ্নের যথাযথ মার্ক দিয়ে ভালো একটা স্কোর করেছেন। এবার তবে জেনে নেওয়া যাক আমাদের স্কোর আমাদেরকে কোন অবস্থানে ফেলে।

যদি নেগেটিভ স্কোর (Score < 0) হয়ে থাকে তাহলে আপনি পুরোপুরি ফেল। আপনি কম্পিউটার অন করতে পারেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। সুতরাং আপনি কোন স্তরে পড়বেন না।

এবার স্কোর অনুযায়ী স্তর বিন্যাস করছি।

১। নিউবি

আপনার স্কোর যদি ২০ এর কম হয় তাহলে আপনি কেবল কম্পিউটার ব্যবহার শিখতে শুরু করেছেন। কোনভাবে কম্পিউটারটাকে টেনেটুনে চালাতে পারেন। হতে পারে আপনি কেবল মাইক্রোসফট অফিসের জন্য এটি ব্যবহার করেন।

২। নুব

আপনার স্কোর যদি ২০ থেকে ৬০ এর মধ্যে থাকে তাহলে আপনি এখনো নুব (Noob)। আপনি হয়তো কম্পিউটারটিকে এখান সেখান হতে তথ্য সংগ্রহ করার কাজে ব্যবহার করেন কিংবা বেশিরভাগ সময় ফেসবুকের মত সোস্যাল মিডিয়ায় কাটান। এখনো হয়তো আপনি আপনার প্রয়োজনের বাইরে গিয়ে কম্পিউটারটিকে ব্যবহার করেননি।

৩। এভারেজ

এবার যাদের স্কোর ৬০ থেকে ১২০ তারা হয়তো নিজেদেরকে একজন কম্পিউটার এক্সপার্ট দাবী করে। কিন্তু তারা ভুল। তাদেরকে এভারেজ বলা যায় মানে গড়পড়তা তারা কম্পিউটার সম্বন্ধে জানে, এর বেশি নয়। কিন্তু এই রেঞ্জে যাদের স্কোর ১০০ এর উপরে তাদের মধ্যে এক্সপার্ট হওয়ার সুপ্ত প্রতিভা আছে। তারা হয়ত যথেষ্ট সময় ব্যয় করে কাজে লাগাতে পারলে হয়েও যেতে পারে একজন কম্পিউটার এক্সপার্ট।

৪। এক্সপার্ট

যাদের স্কোর ১২০ থেকে ১৭০ এর মধ্যে তারা অবশ্যই একজন কম্পিউটার এক্সপার্ট কিন্তু সম্ভবত প্রফেশনালি না। হয়তো তারা অসংখ্য ঘন্টা কম্পিউটার মনিটরের সামনে বসে থেকে আইটি বিষয়ক জ্ঞান আহরণ করে। নিজেদেরকে তারা কোন এক ধরনের কম্পিউটার জিনিয়াসও মনে করে। তবে এ থেকে তারা কেবল লো লেভেল কোন আইটি জব পেতে পারে কোন প্রশিক্ষণ ছাড়াই যদি তারা জানে যে কী করছে তারা।

৫। গিক

সবশেষে আপনি যদি ১৭০ এরও বেশি স্কোর করে থাকেন তাহলে আপনি একজন কম্পিউটার জিনিয়াস। আপনাকে কম্পিউটারের ঈশ্বরও বলা যায়। সোজাসুজিভাবে বলতে গেলে আপনি স্টিভ জবস, বিল গেটস, মার্ক জাকারবার্গের মতই কেউ। আপনার আছে কম্পিউটারের প্রতি মারাত্মক আকর্ষণ। পেতে পারেন কম্পিউটার রিলেটেড অনেক ভালো জব কিংবা হতে পারেন আপনি পুরোপুরি একটা লোজার যার কোন সোস্যাল স্কিল নেই, হা হা হা।

এটি একটি যথেষ্ট সঠিক বৈজ্ঞানিক টেস্ট। খুব বেশি দ্বিমত করতে পারবেন না এখানে। প্রশ্নগুলো ও পদ্ধতিটা ThioJoe নামের একটি ইউটিউব চ্যানেলের একটি টেস্ট ভিডিও থেকে নিয়ে আরো কিছু প্রশ্ন যোগ করে, কিছুটা মডারেশন এবং আধুনিকায়িত করে এখানে প্রকাশ করে হয়েছে।

যাহোক, এবার আপনার স্কোর জানার পালা। স্কোরটি নিচে টিউমেন্ট করুন, একটু দেখি কে কেমন কম্পিউটারে এক্সপার্ট।
আর আমার স্কোর জানতে ইচ্ছা করছে?
আমার স্কোর ২৫। আরেহ না না না, আই ওয়াজ জাস্ট কিডিং ডুড। মাত্র ২৫ স্কোর নিয়ে এই টিউন লেখা সম্ভব হতো না। তবে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার স্কোর এসেছে ১৪২। আমি নিজেই অনেক অবাক হয়েছি। আমি কম্পিউটার বিষয়ে যতটুকু জানি তাতে আমাকে এক্সপার্ট হয়তো কোনভাবেই বলা যায় না, তারপরেও এতো কিভাবে পেলাম রহস্যই থেকে গেলো। অবশ্য এটা ঠিক আমার ঘুম খাওয়া বাদে সারাদিন কম্পিউটারের সাথেই কাটে। আমি এখানে নিত্য নতুন অনেক কিছু শিখতে ও এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। হয়তো এ সুবাদেই এতো স্কোর এসে গেছে।

সর্বোপরি আপনাদের সকলকে ধন্যবাদ যারা টেস্টটি দিয়ে নিচে স্কোর টিউমেন্ট করেছেন।

আমাকে ফেসবুকে পেতে চাইলে এই লিংকে ক্লিক করুন।
আমার ফেসবুক আইডি: Rihanoor Protik

কম্পিউটার ও প্রযুক্তি নিয়ে পড়ে থাকার পাশাপাশি আমার লেখালেখিরও একটা শখ আছে। ফিচার, গল্প, আত্মউন্নয়নমূলক, অধিকার সচেতনতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লিখি। ধৈর্য্য ধরে আমার কিছু লেখা পড়লে আশা করি বিরক্ত হবেন না। আমার লেখা পড়তে চাইলে আমার প্রোফাইলে ঢুঁ মারতে পারেন আর ভালো লাগলে ফলো করে রাখতে পারেন।

আজ এ পর্যন্তই। আশা করি আবার দেখা হবে পরবর্তী কোনো টিউনে। সে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। খোদা হাফেজ।

Level 0

আমি রিহানুর ইসলাম প্রতীক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১৩৩!!

আমি নিজেই অবাক 🙂 ধন্যবাদ আপনাকে।

আমার ১২৭ !!!!

ভাই আমি কিন্তু কম্পিউটার এক্সপার্ট তবে জানতাম না । আপনার জন্য জানলা… ধন্যবাদ।।

দারুণ,

my score is 166.
i use linux. so on 32 no. question , (৩২। আপনি কি মনে করেন আপনার কোন এন্টিভাইরাস প্রয়োজন নাই কখনো?)
i didn’t minus 5 with my score …

    লিনাক্সের ব্যাপারটা আলাদা। কিন্তু একজন গিক বা এক্সপার্ট কখনো শুধু লিনাক্স ব্যবহার করে না। পাশাপাশি উইন্ডোজও থাকে এক্সপেরিমেন্টের জন্য। আশা করি এবার বুঝতে পারবেন।

Score 147 | Really সোস্যাল স্কিল 000000.
Afsos jodi score dia social skill exchange kora jeto.

অসাধারণ পোস্ট। এগিয়ে যান…

155 holo but ..hahaha. Mac use korle – korbo keno? dhur faltu jato. mac difficult bole tai? graps are sour???????

    এই টেস্টের অধিকাংশ কোয়েশ্চনই নেট থেকে কালেক্ট করা। মূল প্রশ্নমালা থেকে আমি কেবল দুই একটা বাদ দিয়ে নিজে কিছু রিসার্চ করে কয়েকটা এডভান্সড বিষয় যোগ করে মার্কিংটা সেভাবে সাজিয়ে প্রকাশ করছি। ম্যাক ইউজার হওয়ার কারণে দুই পয়েন্ট কাটা যাওয়া দেখে আমি নিজেই অবাক হইছি। কিন্তু অবাক হই আর যাই হই বিষয়টা ভুল না। গিকরা তাদের এডভান্সড লেভেলের কাজে বেশিরভাগ সময় লিনাক্স না হয় উইন্ডোজই ইউজ করে। রাফ কাজের জন্য ম্যাক না। ম্যাক হলো শান্তশিষ্ট-ভদ্রভাবে ও শান্তিপূর্ণভাবে ইউজ করার জন্য। আশা করি বুঝতে পারছেনা ব্যাপারটা।
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

হেল্প চাই

নতুন Laptop HP
Windows 10 pro

আমার ল্যাপটপে নেট কানেকশন দিলে Automatic Update হয়ে সব এমবি শেষ হয়ে যায়..।
এসব কি আর কোথায় থেকে Update হয় আমি বুঝতে পারিনা..। এই Auto Update Option বন্ধ রাখার যদি কোন উপায় কারো জানা থাকে দয়া করে আমাকে Inbox করুন..

আমার খুব উপকার হবে..

স্কোর ১৫৮ হলেও আমি জানি, কম্পিউটার সম্পর্কে এখোনো তেমন কিছুই জানি না।
আমার ল্যাপটপে সবসময় ৪টা অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকে।

প্রিয় রিহানুর ইসলাম প্রতীক,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

১৩৭। নিজেই অবাক হইয়া গেছি। আগে নিজেরে নুব ভাবতাম :3