পরিচয় গোপন রেখে Anonymous Email পাঠানোর সেরা ৫ টি পদ্ধতি!

টিউন বিভাগ সাইবার সিকিউরিটি
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি কথা বলব Anonymous Email নিয়ে। চলুন শুরু করা যাক।

অনলাইন দুনিয়ায় আমাদের কখনো কখনো Anonymous হয়ে বিভিন্ন কাজ করতে হয় এর মধ্যে Anonymous Email অন্যতম। বিভিন্ন কারণেই আপনার Anonymous Email এর দরকার হতে পারে। যেমন কাউকে সারপ্রাইজ দিতে, গোপন কোন তথ্য কাউকে নাম প্রকাশ না করে পাঠাতে ইত্যাদি।

কেন Anonymous Email দরকার হয়?

চলুন দেখে নেয়া যাক কেন Anonymous Email দরকার হয়?

  • গোয়েন্দা সংস্থাকে নিজের পরিচয় গোপন করে কোন তথ্য দিতে।
  • অনেক সময় ইমেইল সার্ভিস গুলো আমাদের তথ্য ব্যবহার করে বিভিন্ন এড শো করায় এর থেকে পরিত্রাণ পেতে।
  • বিরক্তিকর নিউজ লেটার ঝামেলা থেকে বাঁচতে।
  • হ্যাকারদের সাথে নিরাপদে কমিউনিকেট করতে।
  • ব্লক করা কোন দেশে ইমেইল পাঠাতে।
  • প্রয়োজনে নিজেদের ব্যক্তিগত তথ্য যেমন, আইপি এড্রেস, লোকেশন, ডিভাইস তথ্য গোপন করে বিভিন্ন কাজ করতে।

এগুলো ছাড়াও অনেক লিগ্যাল কারণই থাকতে পারে Anonymous Email পাঠানোর। বর্তমানে ইন্টারনেটের বিভিন্ন সার্ভিসের মাধ্যমে ফ্রি Anonymous ইমেইল পাঠানো যায় এবং কখনো কখনো VPN ব্যবহার করেও এই ধরনের কাজ করা যায়। আজকে আমরা এমন কিছু সেরা পদ্ধতি নিয়েই আলোচনা করব।

১. প্রসিদ্ধ ইমেইল এবং VPN ব্যবহার করে

আপনি যেকোনো প্রসিদ্ধ ইমেইল অথবা Gmail এর মাধ্যমেও Anonymous Email পাঠাতে পারেন। কিভাবে? প্রথমে আপনার ব্যক্তিগত তথ্য না দিয়ে অন্য ইনফো দিয়ে একটি Gmail একাউন্ট খুলে নিন। এবার এই ইমেইল থেকে আপনার নির্দিষ্ট ব্যক্তিকে মেইল পাঠান।

আপনি যখন ইমেইল টি পাঠাবেন তখন অন্য পাশে আপনার আইপি না দেখিয়ে গুগল সার্ভারের আইপি দেখাবে সুতরাং আপনার লোকেশন কেউ ট্র্যাক করতে পারবে না।

তবে আপনার মনে রাখতে হবে আপনার আসল আইপি কিন্তু গুগল সার্ভারে জমা থাকবে, যদি কোন দেশের সরকার আপনার আইপি জানতে গুগলে এপ্লিকেশন করে তাহলে কিন্তু আপনার আসল আইপি বের হয়ে আসবেই। তাহলে উপায়?

আপনার আইপি হাইড করার সহজ উপায় হচ্ছে VPN ব্যবহার করা। আপনি যদি VPN ব্যবহার করে Gmail থেকে মেইল সেন্ট করেন তাহলে, প্রথমত

  • সাধারণ আইপি হিসাবে গুগল সার্ভারের আইপি দেখাবে
  • যদি দেশের সরকারও আইপি জন্য রিকুয়েস্ট করে তাহলে আপনার আসল আইপি না দেখিয়ে VPN এর আইপি দেখাবে

তবে আমার সাজেশন থাকবে গুরুত্বপূর্ণ কোন কাজে অবশ্যই পেইড VPN ব্যবহার করার চেষ্টা করবেন এবং ফ্রি VPN সব সময় এড়িয়ে যাবেন। ফ্রি VPN গুলো আপনার ইনফরমেশন এর লগ ডিটেল রেখে দেয় যা নিরাপদ নয়।

২. ইমেইল ক্লায়েন্ট এবং VPN ব্যবহার করে

এবার আমরা দেখব কিভাবে ইমেইল ক্লায়েন্ট ব্যবহার করেও ফ্রিতে মেইল পাঠানো যায়। এজন্য আপনাকে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে,

  • ফেক ইনফরমেশন দিয়ে যেকোনো জনপ্রিয় ইমেইল এড্রেস
  • Thunderbird অথবা অন্য বিকল্প ইমেইল ক্লায়েন্ট
  • VPN ইন্সটল এবং কানেক্ট করা

আর মেইল পাঠানোর বাকি কাজটি করবে আপনার VPN। আপনার পিসি রিমোট আইপি ব্যবহার করছে নিশ্চিত হয়ে মেইল ক্লায়েন্ট দিয়ে, ফেক ইমেইল এড্রেস ব্যবহার করে মেইল পাঠিয়ে দিন। চিন্তার কোন কারণ নেই, অন্য পাশে মেইল হ্যাডারে আপনার আসল আইপি না দেখিয়ে VPN এর আইপি দেখাবে।

৩. AnonEmail

AnonyMouse এর একটি Anonymous Email সার্ভিস হচ্ছে AnonEmail। একাধিক Node এর মাধ্যমে এটি আপনাকে বেনামি মেইল পাঠাতে সাহায্য করবে। আপনি যখন AnonEmail ব্যবহার করে কোন ইমেইল পাঠাবেন তখন এটি একাধিক Node এর মধ্য দিয়ে গিয়ে আবার ফিরে এসে আপনার মেইলটি নির্দিষ্ট জায়গায় পাঠাবে সুতরাং আপনাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যাবে।

AnonEmail

অফিসিয়াল ওয়েবসাইট @ AnonEmail

AnonEmail ব্যবহার করা খুবই সহজ। To, Subject, Message ফিল করে Send Anonymously ক্লিক করে ইমেইল পাঠিয়ে দিন। অন্য ইমেইলের মত এখানে আপনার IP লগ তৈরি হয় না। আমি যখন টেস্ট করেছি আমার IP খুঁজে পাইনি। তবে আমার পরামর্শ থাকবে এটি ব্যবহার করে অবশ্যই সেনসিটিভ অথবা ই-লিগ্যাল কিছু করবেন না।

অতিরিক্ত নিরাপত্তার জন্য, এটি মেইল সেন্ড করার আগে অনির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে। এর উদ্দেশ্য হচ্ছে যাতে মেইল সেন্ট এর সময়, জিও লোকেশন, টাইম জোন ভিন্ন হয়।

৪. Cyber Atlantis

আপনার আইপি এড্রেস হাইড করে ইমেইল পাঠানোর আরেকটি ফ্রি সার্ভিস হচ্ছে Cyber Atlantis। এটি একই সাথে PGP encryption সার্ভিস প্রোভাইট করে। এর মাধ্যমে ইমেইল সেন্ড হবার আগে আইপি হাইড হবার পাশাপাশি আপনার কন্টেন্টও এনক্রিপ্ট হয়ে যায়।

Cyber Atlantis

অফিসিয়াল ওয়েবসাইট @ Cyber Atlantis

Cyber Atlantis এর মাধ্যমে ইমেইল এর কন্টেন্ট থাকে সর্বোচ্চ নিরাপদ। শুধু মাত্র পাবলিক Key এর মালিক নির্দিষ্ট প্রাইভেট Key দিয়েই ইমেইল আনলক করতে পারে। তবে পাবলিক এনক্রিপশন আবার অবাঞ্ছিত বিপদ ডেকে আনতে পারে। যদি পাবলিক কি ব্যবহার ব্যাপক না হয় অথবা সেটি মাত্র কয়েকজনকে দেয়া হয় তাহলে প্রাপক, সহজেই প্রেরককে আন্দাজ করে নিতে পারে।

৫. ProtonMail

আপনি সম্পূর্ণ নিরাপদ এবং মেইল ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত হচ্ছে Two-way Email Service, ProtonMail। Anonymous Email পাঠানোর বিশাল ইতিহাস আছে এর। মিলিয়ন মানুষ প্রাইভেট কমিউনিকেশন এবং কাজের জন্য এই মেইল ব্যবহার করে আসছে।

ProtonMail

অফিসিয়াল ওয়েবসাইট @ ProtonMail

চলুন ProtonMail এর গুরুত্বপূর্ণ ফিচার গুলো দেখে নেয়া যাক।

End-to-End Encryption: ProtonMail এর মাধ্যমে মেসেজ পাঠানোর আগেই শুধু মাত্র এনক্রিপ্ট হয় না, এনক্রিপ্ট আকারেই স্টোর হয়ে থাকে। নির্দিষ্ট একাউন্ট ছাড়া মেসেজে এক্সেস করা যায় না।

Private User data: ProtonMail এর তৈরি এনক্রিপশন শুধু মাত্র আপনার পিসিতেই ব্যবহৃত হয় যা তাদের  System Administrator ও দেখতে পারে না। এর একটি অসুবিধা হচ্ছে তা কখনো তাদের System Administrator দ্বারা রিকভার করা যায় না এবং সুবিধা হচ্ছে System Administrator চাইলেও আপনার মেসেজ দেখতে পারে না এবং সরকার বা অন্য কাউকে সে তথ্য দিতে পারে না।

Open Source Cryptography: এটি Open-source Cryptographic Librarie ব্যবহার করে। সুতরাং বাইরে থেকে অন্য কারো আপনার মেইলে এক্সেস নেয়ার সুযোগ থাকে না সেটা হোক যেকোনো দেশের সরকার অথবা হ্যাকার।

আপনি যদি প্রতিনিয়ত Anonymous Email পাঠাতে চান তাহলে প্রাইমারি ইমেইল হিসাবে ProtonMail ব্যবহার করতে পারেন।

এই টিউনের কিছু সুবিধাঃ

চলুন দেখে নেয়া যাক এই টিউন থেকে কি কি নতুন সুবিধা পাচ্ছি

  • প্রসিদ্ধ ইমেইল ব্যবহার করে Anonymous Email পাঠানো।
  • ইমেইল ক্লায়েন্ট ব্যবহার করে Anonymous Email পাঠানো।
  • PGP encryption সার্ভিস এর মাধ্যমে নিরাপদে ইমেইল পাঠানো।
  • পাবলিক Key এনক্রিপশন ব্যবস্থা।
  • End-to-End Encryption এর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা যাতে যেকোনো দেশের সরকার বা হ্যাকার আপনার ইমেইলে ঢুকতে পারবে না।
  • Open-source Cryptographic Librarie ব্যবহার করে Anonymous Email পাঠানো।
  • কোন ক্ষেত্রে আমরা Anonymous Email ব্যবহার করতে পারি বিস্তারিত আলোচনা।

শেষ কথাঃ

আপনার জন্য বেস্ট সার্ভিস কোনটি সেটা আপনার কাজের উপর নির্ভর করবে। উপরের যেকোনো পাঁচটি মেথড ব্যবহার করেই ইমেইল পাঠাতে পারবেন। তবে আশা করব সময় ভাল উদ্দেশ্যে এই মেথড গুলো ব্যবহার করবেন। তবে সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমার সাজেশন থাকবে ProtonMail

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে মেথড গুলো।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 528 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস