আমার টিউনটি পাবলিশ করার পর প্রাইভেট মুডে চলে যায় কেন?

টিউন প্রকাশ টিউন ম্যানেজ টেকটিউনস কন্টেন্ট

আমার টিউনটি পাবলিশ করার পর প্রাইভেট মুডে চলে যায় কেন? আমি একটি টিউন করেছিলাম কিন্তু প্রকাশ করার পর ৪ বার এর ও বেশি প্রাইভেট মুডে চলে যায় অটো।  এর পর আবার পাবলিশ করতে হয়েছিল। কিন্তু আজ দেখলাম টিউন এর শিরোনাম ছাড়া বাকি সব লেখা উধাও হয়ে গেছে। আমি জানি না কেন এমন হয়েছে  অনুগ্রহ পূর্বক উত্তর দিয়ে বাধিত করবেন। ধন্যবাদ

 

 

আমার প্রথম টিউন টি ছিল

ডাউনলোড করুন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ক্রিন রেকর্ডিং এবং স্ক্রিনশট নেয়ার সবচেয়ে ভাল সফটওয়্যার Camtasia Studio এর সহোদর Snagit সিরিয়াল কী সহ


দেখা
731
উত্তর
1
5 বছর 4 মাস আগে

প্রিয় টিউনার,

ক্র্যাক টিউন টেকটিউনস গাইডলাইন সাপোর্ট করে না। আপনি টেকটিউনস গাইডলাইন পড়ে টিউন করুন।

২য় আপনি আপনার টিউন স্ট্যাটাস টিউন, ফটো টিউন বা লিংক টিউন হিসেবে সেভ করেছিলেন। স্ট্যাটাস টিউন এ ৮০ শব্দ ও
ফটো টিউন বা লিংক টিউন এ ৫০ শব্দের বেশি সাপোর্ট করে না। আপনি টিউন হিসেবে প্রকাশ করুন টেকটিউনস গাইডলাইন মেনে।