এডিট করার প্যনেল টি পাচ্ছি না কেন?

টিউন ম্যানেজ টিউনার প্রোফাইল

পূর্বে একটি প্যনেল পাওয়া যেত যার মাধ্যমে লেখা বিভিন্ন ফরম্যাট করা, ডিজাইন করা  লিংক দেওয়া যেত এখন পাচ্ছি না কেন?


দেখা
1,123
উত্তর
5
5 বছর 3 মাস আগে

একটি স্ক্রিনসট দিন।

আমি এইখানে একটি স্ক্রিন শট দিলাম যেটি আপনাদের একটি টিউটোরিয়াল থেকে নিয়েছি । লালদাগ দেওয়া অপশন গুলো আমি প্রথম টিউন টি করার সময় পেয়েছিলাম https://ibb.co/Gcs6Nz5

আর দ্বিতীয় স্ক্রিন শট টি বর্তমান টিউনের এডিট প্যানেল থেকে নেওয়া
https://ibb.co/fkmzCff

আপনি এখনও Level 0 টিউনার। ‘টেকটিউনস টিউন এডিটর বাটন’ এর পরিপূর্ণ একসেস পেতে আপনার টিউনার Level, Level 3 করুন।

বিষয়টি অবগত করানোর জন্য ধন্যবাদ । কিন্তু , যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বিষয়টা উপলব্ধি করবেন আশা করি । এই কয়েকটি অপশন দিয়ে কিভাবে একটি ভাল টিউন সাজিয়ে লেখা যায় বলবেন কি ? আমি আমার প্রথম টিউনটি করার ৪ ঘণ্টা পর দেখলাম সেটি ৭০০+ বার দেখা হয়েছে (তখন ঐ সব অপশন ছিল যা এখনLevel 3 তে থাকবে বলছেন)। এর পর টিউন টি প্রাইভেট মুডে চলে যায় এবং আমি কোন অ্যাড এর লিংক দেইনি সম্পূর্ণ অ্যাড ফ্রী একটি সাইটে ফ্রেশ একটি সফটওয়্যার আপলোড দিয়েছিলাম । এর পর আবার পাবলিশ করি এবং একদিনে ১১০০+ বার দেখা হয় । তখন কাঙ্খিত টিউন ক্যাটাগরি সার্চ করলেও পাওয়া যাচ্ছিল না তাই (অ্যাডবি ইলাস্ট্রেটর ) দিয়ে রেখেছিলাম। এর পর কয়েকবার প্রাইভেট মুডে চলে যায় । এরপর এখন আমার টিউনটির অবস্থা দেখে আমি লজ্জিত হচ্ছি যে শুধু Headline আর সালাম টা বাকি সব ডিলিট …… অভিনন্দন টেকটিউনস

    প্রিয় টিউনার, আপনি নিজেই ভুল বসত আপনার টিউন স্ট্যাটাস টিউন, ফটো টিউন বা লিংক টিউন হিসেবে সেভ করেছেন। ফলে আপনার টিউনের প্রথম ৫০ শব্দ বাদে বাকি শব্দ মুছে গিয়েছে। যেহেতু আপনি নিজেই ভুল বসত তা করেছেন সে ক্ষেত্রে আমাদের টেকটিউনস টিম থেকে এর উপর কোন নিয়ন্ত্রন নেই।

    সেই সাধে টেকটিউনস এর গাইড লাইনে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে আপনি কি ধরনের ডাউনলোড লিংক টেকটিউনসে ব্যবহার করতে পারবেন।

    আপনার সুবিধার জন্য টেকটিউনসে ডাউলোড লিংক এর গাইডলাইনটি দিয়ে দিলাম বিস্তারিত দেখুন https://www.techtunes.io/techtunes-tune-guideline

    ৬. ডাউনলোড
    টিউনের যে কোন লিংক হতে হবে নন-রিডাইরেক্ট। টিউজিটর ও টিউডার রিডাউরেক্টের উদ্দেশ্যে, উদ্দেশ্যমূলক ভাবে ডাউলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে না দিয়ে ডাউনলোড করতে নিজেস্ব সাইট, ব্লগ, ফোরাম, অনলাইন মিডিয়া, অনলাইন নিউজ মিডিয়া, ভিডিওতে গিয়ে ডাউনলোডের লিংক দেওয়া যাবে না। যে কোন কিছু ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে।
    যে কোন ফ্রিওয়্যার, ফ্রিঅ্যাপস, ফ্রি গেমস, ওপেন সোর্স প্রোডাক্ট, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট অন্য সাইটে, নিজের সাইটে, যে কোন ধরনের ফাইল হোস্টিং ও ফাইল শেয়ারিং সার্ভিসে হোস্ট করে বা অন্য কোথাও আপলোড করে ডাউনলোড করার জন্য লিংক দেওয়া যাবে না। যে কোন ফ্রিওয়্যার, ফ্রিঅ্যাপস, ফ্রি গেমস, ওপেন সোর্স প্রোডাক্ট, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট ডাউনলোডের জন্য অবশ্যই এবং অবশ্যই নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইট বা প্রোডাক্টপাতার ডাউনলোড লিংক বা নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড পোর্টাল এর ডাউনলোড লিংক দিতে হবে। ফ্রিওয়্যার ডাউনলোডের জন্য অব্যশ্যই নির্মাতার ওয়েবসাইট বা প্রোডাক্ট পেইজের ডাউলোড লিংক দিতে হবে।
    যে কোন কিছু ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে। অর্থাৎ টিউজিটর ও টিউডার ডাউলোড লিংক এ ক্লিক করলে সেটি যেন মূল প্রোডাক্ট পাতা / মার্কেট প্লসে থেকে ডাউনলোড করতে পারে। টিউজিটর ও টিউডার রিডাউরেক্টের উদ্দেশ্যে নিজেস্ব বা এমন ব্লগ, ফোরাম, অনলাইন মিডিয়ার ভিডিওতে গিয়ে ডাউনলোড এর লিংক দেওয়া যাবে না।
    গান, মিউজিক, মুভি ডাউনলোডের জন্য কোন প্রকার টিউন টেকটিউনসে করা যাবে না। শুধু মাত্র সাইন্সফিকশন মুভি, প্রযুক্তির কোন বিষয় আলোতপাত করা মুভি নিয়ে পূর্ণ রিভিউ প্রকাশ করা যাবে অথবা যে কোন মুভির ট্যাকনিক্যাল দিক, মুভিতে বিশেষ কোন প্রযুক্তির ব্যবহার ইত্যাদি নিয়ে পূর্ণাঙ্গ টিউন করা যাবে।

    টিউনে কোন কোন বিষয় থাতলে আপনার টিউন নেগেটিভ Rank পায় দেখে বুঝে নিন।

    এছাড়া ক্র্যাব সফট বা কপিরাইট ভঙ্গ কনে এমন ম্যাটেরিয়াল টিউন থাকলে ও কপিপেস্ট টিউনস টেকটিউনস সিম্টেম থেকে প্রাইভেট বা ডিলিট হয়ে যায়।

    আপনি আরও বেশি মানসম্মত অরিজিনাল টিউন করুন আপনার লেভেল বৃদ্ধি করুন। ধন্যবাদ।