টেকটিউনস সাইটে প্রবেশ করা যাচ্ছে না

টেকটিউনস সাইট

অ্যান্ড্রয়েডে ক্রম আপডেট ব্রাউজার দিয়েও টেকটিউনস সার্চ করলে (ওয়েব পেজ নট এভলবেল) দেখায়, সেটের রিয়েল ব্রাউজার দিয়ে তো কোনভাবেই টেকটিউনস এ যাওয়া যায় না, এমন কি আপডেট (ওপেরা মিনি) তেও টেকটিউনস পেজ পুরোপুরি সাপর্ট করে না, হিজিবিজি লেখা আসে। আর টাইপ ফোন গুলার কথা তো বাদেই দিলাম, আমি এ পযর্ন্ত ১০টার বেশি ফোনে ট্রাই করছি (টেকটিউনস.কম.বিডি) তে প্রবেশ করতে পারি না, শুধু তাই না, ব্রাউজার গুলাতে ডেক্সটপ মোড করেও প্রবেশ করা যায় না। শুধু (ইউসি ব্রাউজার) দিয়ে ভালভাবে কাজ করে। যতদ্রুত সম্ভব এই সমস্যা গুলা সমাধান করুন, এবং টাইপ ফোন/বার ফোন, গুলা দিয়ে যেন প্রবেশ কারা যায় সেই ব্যাবস্থা করুন। আর হে টেকটিউনস এ যে মোবাইল মোড আছে এইটা করেও কোন কাজ হয় না।


দেখা
924
উত্তর
1
5 বছর 3 মাস আগে

আপনি কি মোবাইল সিম ব্যবহার করে টেকটিউনস ব্যবহার করছেন? সমস্যা হলে

https://www.techtunes.io ব্যবহার করুন।

বা

https://web.techtunes.io
https://mobi.techtunes.io

ব্যবহার করুন।

আর টেকটিউনস প্রক্সি ব্রাউজার সাপোর্টেড নয়। যেমন: অপেরা মিনি টার্বো মোড, অপেরা মিনি এক্সট্রিম মোড, ইউসি ব্রাউজার প্রক্সি মোড। তবে প্রক্সি ব্রাউজার ছাড়া টেকটিউনস যে কোন মর্ডান ব্রাউজার ক্রস কম্পিটেবল। যে কোন মর্ডান ব্রাউজারের স্ট্যান্ড্রার্ড মোডে টেকটিউনস সম্পূর্ণ রূপে ক্রস কম্পিটেবল।

তবে টেকটিউনসের বর্তমান ভার্সন টেকটিউনস ট্রিনিটি আলফা ৩ সংস্করণ চলছে টেকটিউনস ট্রিনিটির এর ফাইনাল ভার্সনে প্রক্সি ব্রাউজার সাপোর্ট যোগ করা হবে যা Techtunes CodeOps টিমে প্রক্রিয়াধীন।

ধন্যবাদ আপনাকে।