টেকটিউনস এর মান উন্নত করুন

টেকটিউনস সাইট

টেকটিউনস এ  কতগুলো সমস্যা দেখি। সেইগুলো নিচে উল্লেখ করলাম।

  • ১। এই সাইটে এখন অতি মাত্রায় বিজ্ঞাপণ প্রকাশ করা হয়। অনেকেই এটার কারণে অনেকই ত্যক্ত বিরক্তবোধ করেন।
  • ২। মাঝে মাঝেই সাইটে প্রবেশ করা যায় না। অভিযোগ করলে নানা রকম বিকল্প URL দেয়া হয়। এটা কোন সমাধান না। আমরা চাই ব্যবহার বান্ধব সাইট।
  • ৩। মন্তব্য লিখার প্লেসমেন্ট ঠিক নেই। চার ধাপ পেরিয়ে  সেটা দেখতে পাওয়া যায়। যার ফলে কষ্ট করে টিউন লিখলেও মন্তব্য পাওয়া যায় না। এই ক্ষেত্রে টিউনারদের কথা একদম ভাবা হয় না। এটা নিয়ে কদিন আগে আমি লিখেছি। অনেক আজেবাজে ব্লগ সাইটেও প্রচুর মন্তব্য পরে। কিন্তু এখানে একদম মন্তব্য পাওয়া যায় না। এটার ফলে টিউনার হতাশ হন।
  • ৪। রিফ্রেশ করলেই টিউনভিউ ম্যানুপুলেট হয়। এটার কারণে ইউনিক টিউজার জানা যায় না। এটা নিয়ে আমি আগে লিখেছি।
  • ৫। মিনিমাম ৪, ০০০ টাকা বিল না হলে টাকা তোলা যায় না। এটা টিউনারদের কে হতাশ করে। এটার লিমিট মিনিমাম ৫০০ টাকা করা উচিত।
  • ৬। মাসের শুধু শেষ শনিবারই টাকা তোলা যায়। যে কোন সময় টাকা তোলার অপশন চালু করুন।
  • ৭। টিউন প্রকাশের ক্ষেত্রে কোয়ালিটি যাচাই বাছাই করা হয় না। যার ফলে খুব নিম্নমানের টিউন অনেকবেশি প্রকাশ করা হয়।

কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলোর প্রতি নজর না দেয় তাহলে দিনে দিনে টিউজার কমতে থাকবে, টিউনভিউ কমবে এবং টিউনাররা ভাল মানের টিউন প্রকাশ করতে উৎসাহিত হবে না।


দেখা
906
উত্তর
4
5 বছর 3 মাস আগে

প্রথমআলোতে এড এর ছড়াছড়ি, কালেরকন্ঠে তো এডের মাঝখানে কন্টেন্ট যে সাইটে ঢুকি সেখানেই এড। বিশ্বের বিখ্যাত টেকব্লগ ম্যাসেবলে ২ পোস্ট পরপর এড, ফেসবুকে ৪ পোস্ট পরপর এড। টেকটিউনসে বেশি এড হইলো কেমন? কথা শুনে না বলে নিজের বুদ্ধি জ্ঞানে বলা ভালো।

ভাই আপনি ৩ বছর পরপর একটা টিউন করেন তাও আবার কোন টিউনই ১০০০ শব্দেরও নাই। ব্লগিং এত সোজা নাতো ভাই। ৫ বছরে মোট টিউন ২০ টার কম। মাসে ৫০টা করে টিউন করুন মোট ৫০ হাজার শব্দের তারপর মন্তব্যের রিপ্লাই দিতে দিতে পাগল হবেন।

ইউটিউবে ২ বছর টানা কোয়ালিটি কাজ করলে ২ টা মন্তব্য জোগার করা কঠিন। এটা প্ল্যাটফর্মের কোন কিছু না। পরিশ্রম হলো সব।

    আমি টিউন লেখা শুরুই করেছি ৬ মাস হল। আর কোন টিউন ১০০০ শব্দের বেশি হওয়ার দরকারটা কি। আমার কাছে যতটুকু যথাযথ হওয়ার দরকার তাই করেছি। এই ৬ মাসে আমার লেভেল উন্নত করেছি। ট্রাস্টেট টিউন ব্যাজও পেয়েছি। অনেকেই ১০.৫ বছর ধরে টিউন করেও সেটা অর্জন করতে পারেনি।

৭। টিউন প্রকাশের ক্ষেত্রে কোয়ালিটি যাচাই বাছাই করা হয় না। যার ফলে খুব নিম্নমানের টিউন অনেকবেশি প্রকাশ করা হয়।

আমি যতটুকু জানি টেকটিউনস একটি অপেন নেটওয়ার্ক। এখানে টিউনার নিজে টিউন প্রকাশ করে এবং টিউন Rank করে। পাবলিক যা খায় তাই Rank করবে। যে কোন সৌশাল নেটওয়ার্কে এটাই নিয়ম। এখানে টেকটিউনস নিন্মমানেন টিউন প্রকাশ করে কি করে?

এটা সৌশাল নেটওয়ার্ক কোন ম্যাগাজিন না।