আমি টিউন করলে লিংক এড হচ্ছে না সমাধান কি?

টিউন প্রকাশ

আমি নিয়মিত টিউন করতে চাই। বিস্তারিত বোঝাতে অনেক সময় লিংক এড করতে হয় কিন্তু কিছু লিখে টিউন করলে লিংক কাজ করে না ইভেন শো করে না। টেকটিউনস কতৃপক্ষ কেউ প্লিজ আমার সমস্যার সমাধান করে দিন। কনেন্ট লিমিটেশন আমি ফলো করছি তবুও। আমি নতুন টেকটিউনস এ। কিন্তু লিংক কাজ না করলে তো টিউন করতে পারবো না। কাউকে সামধান ও দিতে পারবো না।


দেখা
1,003
উত্তর
5
5 বছর 1 মাস আগে

আপনি কী টেকটিউনস গাইডলাইন https://www.techtunes.io/techtunes-tune-guideline

আপনি কী টেকটিউনস গাইডলাইন https://www.techtunes.io/techtunes-tune-guideline মেনে টিউন করছেন?

আমি এগুলা পড়েই টিউন করেছি। তারপরেও কেন লিংক শেয়ার হচ্ছে না? অনেকে নিয়ম ফলো না করেও তাদের লিংক এপ্রুভ হচ্ছে। এডমিন প্লিজ আমার টিউন রিভিউ করবেন। ধন্যবাদ।

টেকটিউনস ডেস্ক থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে আপনার সমস্যা, মতামত, পরামর্শের কথা বিস্তারিত ও স্পষ্ট করে লিখুন। সমস্যার সাথে প্রয়োজনীয় স্ক্রিনসট ও স্ক্রিনরেকর্ডিং যোগ করুন। প্রয়োজনীয় স্ক্রিনসট দ্রুত যোগ করতে ব্যবহার করুন Snaggy/ ও স্ক্রিনরেকর্ডিং দ্রুত শেয়ার যোগ করতে ব্যবহার করুন Screencast-O-Matic

আপনি লিংক টিউন করছেন https://techtun.es/FmXPMu টেকটিউনসে স্ট্যাটাস টিউনে ৮০ শব্দ, ফটো টিউনে ৫০ শব্দ ও লিংক টিউন ৫০ শব্দের বেশি লেখা যায় না। পূর্ণ শব্দের টিউনের জন্য আপনার টিউন রেগুলার টিউন হিসেবে প্রকাশ করুন।

আর আপনি টিউনে ভিডিও এমবেড না করে লিংক হিসেবে দিতে চাচ্ছেন যা আপনার টিউন নেগেটিভ Rank পাবে। টেকটিউনস গাইডলাইন মেনে সঠিক ভাবে টিউন করুন।